Daily GK 27 October 2024

Daily GK 27 October 2024

Daily GK 27 October 2024

✏️ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি কে?
উত্তর: তাবিথ আউয়াল।
✏️ খুমি সম্প্রদায়ের প্রথম নারী হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কে ভর্তি হয়েছেন?
উত্তর: তংসই।
✏️ বাংলাদেশের অত্যন্ত ক্ষুদ্র একটি সম্প্রদায়ের নাম কী?
উত্তর: খুমি।
✏️ খুমি সম্প্রদায়ের বসবাস কোথায়?
উত্তর: বান্দরবানের পাহাড়ি অঞ্চলে।
✏️ ২৫ অক্টোবর কোন দেশকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে?
উত্তর: ইরান।
✏️ শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হক কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৬ অক্টোবর, ১৮৭৩। (মৃত্যু: ২৭ এপ্রিল, ১৯৬২)
✏️ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতির নাম কী?
উত্তর: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
✏️ বাংলাদেশে কত সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়?
উত্তর: ২০১০ সালে।
✏️ বর্তমানে দেশে কতটি শিশু বিকাশ কেন্দ্র রয়েছে?
উত্তর: ৩৫টি। (স্বাস্থ্য অধিদপ্তর)
✏️ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি হীরালাল সেন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৬ অক্টোবর, ১৯১৭।
✏️ জাতিসংঘের গবেষণা অনুযায়ী, ২১০০ সালে বৈশ্বিক তাপমাত্রা কী পরিমাণ বৃদ্ধি পাবে?
উত্তর: ৩.১ ডিগ্রি।
✏️ বিশ্ব স্ট্রোক দিবস কবে?
উত্তর: ২৯ অক্টোবর।
✏️ বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির নাম কী?
উত্তর: nVIDIA। (বাজার মূল্য: ৩.৫৩ ট্রিলিয়ন ডলার)
✏️ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি কে?
উত্তর: ওয়াকার-উজ-জামান।
✏️ জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সংখ্যা কত জন?
উত্তর: ১১ জন।
✏️ এ দেশে বর্তমানে শিশু বিকাশ কেন্দ্রের সংখ্যা কত?
উত্তর: ৩৫টি।
✏️ মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক কত সালে যাত্রা শুরু করে?
উত্তর: ২০০৪ সালে।
✏️ বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।
✏️ কমনওয়েলথের নতুন মহাসচিব কে?
উত্তর: শার্লি আয়োরকর বোচওয়ে।
✏️ জাতিসংঘের তথ্য মতে, ২১০০ সালে বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি পাবে?
উত্তর: ৩ দশমিক ১ ডিগ্রি।
✏️ বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: কাস্পিয়ান সাগর।

Daily GK In English 27 October 2024

✏️ Who is the new president of the Bangladesh Football Federation (BFF)?
Answer: Tabith Awal.
✏️ Who is the first woman from the Khumi community to enroll in a public university?
Answer: Tangshai.
✏️ What is the name of a very small community in Bangladesh?
Answer: Khumi.
✏️ Where does the Khumi community reside?
Answer: In the hilly region of Bandarban.
✏️ On October 25, which country was targeted by an Israeli attack?
Answer: Iran.
✏️ When was Sher-e-Bangla Abul Kashem Fazlul Huq born?
Answer: October 26, 1873. (Died: April 27, 1962)
✏️ What is the name of the new president of the Bangladesh Olympic Association?
Answer: Army Chief General Waker-uz-Zaman.
✏️ In what year was the International Crimes Tribunal established in Bangladesh?
Answer: In 2010.
✏️ How many child development centers currently exist in the country?
Answer: 35. (According to the Directorate General of Health Services)
✏️ When did the legendary figure of Bengali cinema, Hiralal Sen, pass away?
Answer: October 26, 1917.
✏️ According to UN research, how much is the global temperature expected to rise by 2100?
Answer: 3.1 degrees.
✏️ When is World Stroke Day?
Answer: October 29.
✏️ What is the name of the world’s most valuable company currently?
Answer: nVIDIA. (Market value: $3.53 trillion)
✏️ Who is the current president of the Bangladesh Olympic Association?
Answer: Waker-uz-Zaman.
✏️ How many members are there in the Public Administration Reform Commission?
Answer: 11 members.
✏️ How many child development centers currently exist in this country?
Answer: 35.
✏️ In what year did the mobile network operator Teletalk start its journey?
Answer: In 2004.
✏️ Which country is the largest exporter of rice in the world?
Answer: India.
✏️ Who is the new Secretary-General of the Commonwealth?
Answer: Shirley Ayorkor Botchwey.
✏️ According to UN data, by how many degrees will the global temperature rise by 2100?
Answer: 3.1 degrees.
✏️ What is the largest lake in the world?
Answer: The Caspian Sea.

Leave a Comment