Daily GK 5 November 2024
✏️ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) উদ্যোগে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু হচ্ছে।
উত্তর: ২৬-৩০ নভেম্বর ২০২৪।
✏️ ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাজ্যে।
✏️ সম্প্রতি বাংলাদেশের কোন কারখানাটি 'লিড সার্টিফায়েড' সনদ পেয়েছে?
উত্তর: কটন ফিল্ড বিডি লি. (দেশের মোট ২৩০টি কারখানা এ সনদ পেয়েছে)।
✏️ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
✏️ ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে -
উত্তর: ৩১ জানুয়ারি (চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত)।
✏️ বৃটেনের কনজারভেটিভ পার্টির নতুন নেতা কে?
উত্তর: কেমি ব্যাডেনোচ।
✏️ চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়রের নাম কী?
উত্তর: ডা. শাহাদাত হোসেন।
✏️ বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কী?
উত্তর: ফিলিপ ভেরান্ট সিমন্স।
✏️ আজ ৫ নভেম্বর মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের কত্তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
উত্তর: ৬০ তম।
✏️ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএর সঙ্গে কোন দেশ সম্পর্ক ছিন্ন করেছে?
উত্তর: ইসরায়েল।
✏️ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোন পদে নিয়োগ পেয়েছে?
উত্তর: প্রো ভাইস চ্যান্সেলর।
✏️ হাবিপ্রবির প্রথম প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে কে নিয়োগ পেয়েছেন?
উত্তর: এগ্রোনমি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
✏️ আগামী জানুয়ারিতে ঢাকার কতটি রাস্তা হর্নমুক্ত ঘোষণা করা হবে?
উত্তর: ১০টি রাস্তা।
✏️ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি কোন বিদেশি ভাষাগুলো ঠাঁই পেয়েছে?
উত্তর: চারটি বিদেশি ভাষার মধ্যে একটি হলো বাংলা।
✏️ অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো কতটি হজ প্যাকেজ ঘোষণা করেছে?
উত্তর: দুইটি হজ প্যাকেজ।
✏️ বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত পরিমাণ?
উত্তর: প্রায় ২০ বিলিয়ন।
Daily GK 5 November 2024
✏️ The Jute Diversification Promotion Center (JDPC) is organizing a five-day multi-product jute fair.
Answer: November 26-30, 2024.
✏️ Where will the 92nd General Assembly of Interpol be held?
Answer: United Kingdom.
✏️ Which factory in Bangladesh recently received the 'Lead Certified' certificate?
Answer: Cotton Field BD Ltd. (A total of 230 factories in the country have received this certificate).
✏️ In the fiscal year 2023-24, which country does Bangladesh export the most tea to?
Answer: United Arab Emirates.
✏️ When will the first phase of the World Ijtema in 2025 start?
Answer: January 31 (will continue until February 2).
✏️ Who is the new leader of the Conservative Party in Britain?
Answer: Kemi Badenoch.
✏️ What is the name of the new mayor of Chittagong City Corporation?
Answer: Dr. Shahadat Hossain.
✏️ What is the name of the new coach of the Bangladesh cricket team?
Answer: Philip Verant Simmons.
✏️ On November 5, Tuesday, which presidential election is being held in the United States?
Answer: 60th.
✏️ Which country has severed ties with the UN agency UNRWA, which works for Palestinian refugees?
Answer: Israel.
✏️ For the first time in the history of Hajee Mohammad Danesh Science and Technology University (HSTU), in which position have the students been appointed?
Answer: Pro Vice Chancellor.
✏️ Who has been appointed as the first Pro Vice Chancellor of HSTU?
Answer: Professor Dr. Md. Shafiqul Islam Sikder from the Agronomy Department.
✏️ How many roads in Dhaka will be declared horn-free in January?
Answer: 10 roads.
✏️ In the ballot paper of New York State for the presidential election in the United States, which foreign languages have been included alongside English?
Answer: Among four foreign languages, one is Bengali.
✏️ For the first time, how many Hajj packages has the interim government announced?
Answer: Two Hajj packages.
✏️ What is the current amount of foreign currency reserves in the country?
Answer: Approximately 20 billion.