Daily GK 23 December 2024
Daily GK 23 December 2024
প্রশ্ন: ‘আমার দেশ’ পত্রিকার বর্তমান প্রকাশক ও সম্পাদক কে?
উত্তর: ড. মাহমুদুর রহমান।
প্রশ্ন: বঙ্গবন্ধু রেলসেতুর পরিবর্তিত নাম কী?
উত্তর: ‘যমুনা রেলসেতু’।
প্রশ্ন: ২০২৪ সালে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রানার্সআপ হয়েছে কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিট মুনাফা অর্জন করেছে-
উত্তর: ২৪৯.৬৯ কোটি টাকা।
প্রশ্ন: ‘উইলো’ কী?
উত্তর: গুগলের নতুন কোয়ান্টাম চিপ।
প্রশ্ন: প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযোগ করেছে-
উত্তর: পানামা খাল।
প্রশ্ন: ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: এ বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিন কবে?
উত্তর: ২২শে ডিসেম্বর।
প্রশ্ন: সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন –
উত্তর: আ. ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ)।
প্রশ্ন: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে-
উত্তর: দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন-
উত্তর: যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প।
প্রশ্ন: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে-
উত্তর: সোমবার (২৩-১২-২০২৪)।
প্রশ্ন: ১০ বছরের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল-
উত্তর: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রশ্ন: শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে-
উত্তর: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
প্রশ্ন: সম্প্রতি পাকিস্তানে সামরিক বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে-
উত্তর: ১৬ জন সেনা।
প্রশ্ন: অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ২০২৪: বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয় করেছে-
উত্তর: ভারত।
প্রশ্ন: হুথি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
উত্তর: ইয়েমেন
প্রশ্ন: ‘বেইল আউট’ শব্দটি কীসের সাথে জড়িত?
উত্তর: অর্থনীতি
প্রশ্ন: স্বাধীনতার পর বাংলাদেশে দুর্ভিক্ষ হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।
প্রশ্ন: প্রভাবশালী সাময়িকি ‘দ্য ইকোনমিস্ট’ কোন দেশভিত্তিক?
উত্তর: ব্রিটিশ।
প্রশ্ন: ‘জুবাইল দ্বীপ’ কোন দেশে অবস্থিত?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন: “I am state, What I say is law” উক্তিটি কার?
উত্তর: ফরাসি রাজা চতুর্দশ লুই।
প্রশ্ন: রাখাইন রাজ্যের মোট আয়তন কত?
উত্তর: ৩৬,৭৬২ বর্গকিলোমিটার।
প্রশ্ন: ‘রাখাইন’ মিয়ানমারের একটি স্বাধীন রাজ্যে পরিণত হয় কবে?
উত্তর: ১৯৪৮ সালে।
Daily GK 23 December 2024
Question: Who is the current publisher and editor of the ‘Amar Desh’ newspaper?
Answer: Dr. Mahmudur Rahman.
Question: What is the new name of the Bangabandhu Rail Bridge?
Answer: ‘Jamuna Rail Bridge’.
Question: Which country was the runner-up in the 2024 Women’s U-19 Asia Cup?
Answer: Bangladesh.
Question: What is the net profit of Bangladesh Shipping Corporation in the 2023-24 fiscal year?
Answer: 249.69 crore taka.
Question: What is ‘Willow’?
Answer: Google’s new quantum chip.
Question: What connects the Pacific and Atlantic Oceans?
Answer: Panama Canal.
Question: Which country manufactures the ‘HIMARS’ missile?
Answer: United States.
Question: When was the shortest day of the year in 2024?
Answer: December 22.
Question: Who recently joined as the new Director General of the Islamic Foundation?
Answer: A. Salam Khan (Senior District and Sessions Judge).
Question: Who has started an investigation into the allegations of 300 million dollars’ money laundering by the deposed former Prime Minister Sheikh Hasina and her son Sajeeb Wazed Joy in the US?
Answer: Anti-Corruption Commission (ACC).
Question: Who has announced to withdraw from the US Senate race?
Answer: Lara Trump, daughter-in-law of newly elected President Donald Trump.
Question: When will the national mourning be observed for the death of Interim Government Advisor Hasan Arif?
Answer: Monday (23-12-2024).
Question: Which organization has been allocated the M.A. Aziz Stadium in Chattogram for 10 years?
Answer: Bangladesh Football Federation (BFF).
Question: Who has requested the issuance of a red notice by Interpol for the arrest of Sheikh Hasina?
Answer: The prosecution of the International Criminal Tribunal.
Question: How many soldiers were killed in a terrorist attack targeting the military in Pakistan recently?
Answer: 16 soldiers.
Question: Who won the title in the 2024 Women’s U-19 Asia Cup, defeating Bangladesh?
Answer: India.
Question: Which country is the Houthi rebel group from?
Answer: Yemen.
Question: What is the term ‘bailout’ associated with?
Answer: Economics.
Question: In which year did Bangladesh experience famine after its independence?
Answer: 1974.
Question: Which country is the influential magazine ‘The Economist’ based in?
Answer: Britain.
Question: In which country is ‘Jubail Island’ located?
Answer: United Arab Emirates.
Question: Who said the quote “I am the state, what I say is law”?
Answer: French King Louis XIV.
Question: What is the total area of the Rakhine State?
Answer: 36,762 square kilometers.
Question: When did Rakhine become an independent state of Myanmar?
Answer: 1948.