কবি হেলাল হাফিজ (১৯৪৮-২০২৪)
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
হেলাল হাফিজ
(১৯৪৮–২০২৪)
জন্ম ও জন্মস্থান
৭ অক্টোবর, ১৯৪৮ সাল, বড়তলী, আটপাড়া, নেত্রকোনা।
পরিচিতি
প্রেম ও দ্রোহের কবি হিসেবে সুপরিচিত।
পেশা
- সাংবাদিকতা ও সাহিত্য সম্পাদনা।
- দৈনিক পূর্বদেশ (১৯৭২)
- দৈনিক দেশ (১৯৭৬)
- দৈনিক যুগান্তর (সর্বশেষ)
কাব্যগ্রন্থ
- যে জলে আগুন জ্বলে (১৯৮৬)
- কবিতা ৭১ (বাংলা ও ইংরেজি, ২০১২)
- বেদনাকে বলেছি কেঁদোনা (২০১৯)
উল্লেখযোগ্য কবিতা
নিষিদ্ধ সম্পাদকীয়, অগ্নুৎসব, প্রত্যাবর্তন, কবি ও কবিতা, ক্যাকটাস, উপসংহার, একটি পতাকা পেলে প্রভৃতি।
বিখ্যাত পঙ্ক্তি
“এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়,
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”
(নিষিদ্ধ সম্পাদকীয়)
পুরস্কার
- যশোহর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৬)
- আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৭)
- বাংলা একাডেমি পুরস্কার (২০১৩) প্রভৃতি।
মৃত্যু ও শায়িত
১৩ ডিসেম্বর, ২০২৪, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর।