Today In History 23 December

Share:

Today In History 23 December

Today In History 23 December

ঐতিহাসিক ঘটনাবলী

  • ০৯৩০: পৃথিবীর প্রাচীনতম সংসদ আইসল্যান্ডের আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।
  • ১৫৩৬: জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ববিদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।
  • ১৭২৪: রাশিয়া ও তুরস্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৮৬০: উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ পত্রিকা প্রকাশিত হয়।
  • ১৯১৮: বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ১৯২১: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
  • ১৯২২: রাজদ্রোহের অভিযোগে কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
  • ১৯৩৬: লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
  • ১৯৪৯: মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯৬: শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

উল্লেখযোগ্য জন্ম

  • ১৮৮৯: আনা আখমাতোভা, রুশ কবি।
  • ১৯০২: চৌধুরী চরণ সিং, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী।
  • ১৯১২: অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ এবং কম্পিউটারের জনক।
  • ১৯৩০: আলতাফ মাহমুদ, বাংলাদেশি সুরকার ও শহীদ মুক্তিযোদ্ধা।
  • ১৯৫২: মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশি লেখক ও শিক্ষাবিদ।

মৃত্যু

  • ১৮৩৪: টমাস ম্যালথাস, জনসংখ্যা তত্ত্বের প্রণেতা।
  • ১৯৯০: রুয়াল দাল, বিশ্বখ্যাত সাহিত্যিক।
  • ২০১৩: মিখাইল কালাশনিকভ, একে-৪৭ রাইফেলের উদ্ভাবক।
  • ২০১১: আব্দুর রাজ্জাক, বাংলাদেশি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা।

Today In History 23 December

Historical Events

  • 0930: The world’s oldest parliament, the Icelandic Althing, was established.
  • 1536: French Protestant theologian John Calvin began the Reformation movement in Geneva.
  • 1724: A treaty was signed between Russia and Turkey.
  • 1860: The weekly magazine Monohar was published under the editorship of Umeshchandra Chattopadhyay.
  • 1918: Rabindranath Tagore laid the foundation stone of Visva-Bharati University.
  • 1921: The official inauguration of Visva-Bharati University.
  • 1922: Poet Kazi Nazrul Islam was arrested on charges of sedition, and his books were banned by the government.
  • 1936: The first issue of Life magazine was published.
  • 1949: The Awami Muslim League was founded under the leadership of Maulana Bhashani.
  • 1996: Sheikh Hasina was sworn in as Prime Minister of Bangladesh for the first time.

Notable Births

  • 1889: Anna Akhmatova, Russian poet and writer.
  • 1902: Chaudhary Charan Singh, the fifth Prime Minister of India.
  • 1912: Alan Turing, English mathematician and father of modern computing.
  • 1930: Altaf Mahmud, Bangladeshi composer and martyred freedom fighter.
  • 1952: Muhammad Zafar Iqbal, Bangladeshi writer and physicist.

Deaths

  • 1834: Thomas Malthus, renowned economist and demographer.
  • 1990: Roald Dahl, world-famous author.
  • 2013: Mikhail Kalashnikov, inventor of the AK-47 rifle.
  • 2011: Abdur Razzaq, Bangladeshi politician and freedom fighter.

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

Leave a Comment