Daily Exam 53: বিগত সালের প্রশ্ন থেকে
Daily Exam 53 দিন বিগত সালের প্রশ্ন থেকে এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
1. 91, 101, 117 এবং 123 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?
2. x – y = 2 এবং xy = 24 হলে x + y এর মান-
3. ∛a = √5 হলে a এর মান কত?
4. log₂(√5) 400 এর মান কত?
5. m এর মান কত হলে x² + x – m একটি পূর্ণবর্গ রাশি হবে?
6. দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের স.সা.গু 4 হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
7. a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
8. একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?
9. একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি.মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি.মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি.মি. যায়। স্রোতের বেগ কত?
10. একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
11. 4% হারে মুনাফার কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত?
12. একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত?
13. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে এর উচ্চতা কত?
14. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি 6 একক হলে, ক্ষেত্রফল কত?
15. r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্রে x কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত?
16. 2sin20° + 3cos0° – 3 = 0 হলে, θ এর মান কত? (সেখানে θ সূক্ষ্ম কোণ)