Daily Exam 60: বিসিএস ও জব মডেল টেস্ট
Daily Exam 60 বিসিএস ও জব মডেল টেস্ট দিন এবং চাকরির জন্য নিজেকে প্রস্তুত করুন।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
1. এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে কী বলে?
2. ‘Elegy’ শব্দের পারিভাষিক অর্থ কী?
3. ‘অরুন্তুদ’ শব্দের অর্থ কী?
4. ‘অপসৃয়মান’ শব্দের বিপরীত শব্দ কী?
5. ‘তোলা হাঁড়ি’ বাগধারার অর্থ কী?
6. মহাভারতের সবচেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ অনুবাদক কে?
7. ‘ইয়ংবেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
8. কোন সাহিত্যিক হুগলী জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন?
9. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি?
10. উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কী বলে?
11. ‘Bulletin’ শব্দের পারিভাষিক অর্থ কী?
12. ‘অধমর্ণ’ শব্দের অর্থ কী?
13. ‘অতি আসন্ন’ এর বাক্য সংকোচন কী?
14. ‘লঘূর্মি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
15. মঙ্গলকাব্যের কোন চরিত্রটি ‘দেবতা বিরোধী’ বলে পরিচিত?
16. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
17. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ডি-লিট’ উপাধি প্রদান করে কবে?
18. ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা।’ পঙক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
19. ‘গণতন্ত্রের স্বপক্ষে জনমত গড়ে উঠেছে।’ এ বাক্যে ‘স্বপক্ষে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত?
20. ‘Clemency’ শব্দের পারিভাষিক অর্থ কী?
21. ‘আসক্ত’ শব্দের বিপরীত শব্দ কী?
22. ‘অক্ষির সমক্ষে বর্তমান’ এর বাক্য সংকোচন কী?
23. ‘প্রত্যুষ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
24. ‘জনসেবা মহৎ কাজ।’ এখানে ‘জনসেবা’ কোন কারকে ব্যবহৃত?
25. বাংলা সাহিত্যের প্রথম বা প্রাচীনতম মুসলমান কবি কে?
26. জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
27. শহীদ মিনার নিয়ে লিখিত প্রথম কবিতা কোনটি?