Daily GK 11 January 2025
Daily GK 11 January 2025
প্রশ্ন: বিএফআইইউর নতুন প্রধান কে?
উত্তর: এ এফ এম শাহীনুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশে প্রথমবারের মতো কত জনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে?
উত্তর: ৫ জন।
প্রশ্ন: বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কয়টি দেশের সঙ্গে?
উত্তর: ২৯টি।
প্রশ্ন: ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কয়টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে?
উত্তর: ৭৫টি।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা কোনটি?
উত্তর: ফানেল-ওয়েব।
প্রশ্ন: সারা বিশ্বে ‘ন্যাশনাল সেভ দ্য ঈগলস ডে’ পালিত হয় কবে?
উত্তর: ১০ জানুয়ারি।
প্রশ্ন: ‘তুলারেমিয়া’ রোগটি প্রথম শনাক্ত হয় কোথায়?
উত্তর: যুক্তরাষ্ট্রে।
প্রশ্ন: ‘স্টারবেস’ শহর গড়ার পরিকল্পনা করেছেন কে?
উত্তর: ইলন মাস্ক।
প্রশ্ন: নেপালের কোন জায়গায় বাংলাদেশ প্যাগোডা ও কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছে?
উত্তর: রুমবিনি।
প্রশ্ন: সম্প্রতি লস অ্যাঞ্জেলস এ দাবানল এর সূত্রপাত হয় কত তারিখে?
উত্তর: ৭ জানুয়ারি।
প্রশ্ন: ভারতের আবহাওয়া বিভাগ প্রতিষ্ঠার পেছনে কোন শহরের সাইক্লোনজনিত ধ্বংসযজ্ঞ একটি প্রধান কারণ ছিল?
উত্তর: কলকাতা।
প্রশ্ন: লেবাননে নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম কি?
উত্তর: জোসেফ আউন।
প্রশ্ন: ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: পিসিবি’র “হল অব ফেম” এ বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৪ জন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্লাটফর্ম কোনটি?
উত্তর: সুখী।
প্রশ্ন: আইসিডিডিআরবির তথ্যমতে, অপরিণত শিশুজন্মের হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: “অপহৃত বাংলাদেশ” বইয়ের লেখক কে?
উত্তর: অধ্যাপক মোঃ আনিসুর রহমান।
Daily GK 11 January 2025
Question: Who is the new chief of BFIU?
Answer: A.F.M. Shahinul Islam.
Question: How many people in Bangladesh have been diagnosed with reovirus for the first time?
Answer: 5 people.
Question: With how many countries has Bangladesh signed visa exemption agreements?
Answer: 29 countries.
Question: How many countries’ films will be showcased at the 23rd Dhaka International Film Festival?
Answer: 75 countries.
Question: What is the most venomous spider in the world?
Answer: Funnel-web spider.
Question: When is ‘National Save the Eagles Day’ observed worldwide?
Answer: January 10.
Question: Where was the disease ‘Tularemia’ first identified?
Answer: United States.
Question: Who planned to build the ‘Starbase’ city?
Answer: Elon Musk.
Question: In which place in Nepal is Bangladesh planning to establish a pagoda and cultural center?
Answer: Lumbini.
Question: On what date did the recent wildfire in Los Angeles start?
Answer: January 7.
Question: Which city’s cyclone devastation was a major reason behind the establishment of India’s Meteorological Department?
Answer: Kolkata.
Question: What is the name of the newly elected President of Lebanon?
Answer: Joseph Aoun.
Question: According to the Visual Capitalist report, which country ranks highest in terms of natural resource value?
Answer: Russia.
Question: How many current members are there in PCB’s “Hall of Fame”?
Answer: 14 members.
Question: What is Bangladesh’s first full-fledged digital healthcare platform?
Answer: Sukhii.
Question: According to ICDDR,B, which country has the highest rate of premature births?
Answer: Bangladesh.
Question: Who is the author of the book Ophrito Bangladesh (Abducted Bangladesh)?
Answer: Professor Md. Anisur Rahman.