Daily GK 20 January 2025
Daily GK 20 January 2025
প্রশ্ন: মহান মুক্তিযুদ্ধে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন খেতাবে ভূষিত হয়েছেন?
উত্তর: বীর উত্তম।
প্রশ্ন: এ দেশের প্রথম এআই পাওয়ার্ড ভিলেজ কোথায় নির্মাণ করা হবে?
উত্তর: চান্দিনা, কুমিল্লা।
প্রশ্ন: সরকার আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে কোন উদ্যোগটি গ্রহণ করেছে?
উত্তর: ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (বিএসডব্লিউ)।
প্রশ্ন: দেশের রেল নেটওয়ার্কে ৪৯তম জেলা হিসেবে যুক্ত হয়েছে কোনটি?
উত্তর: নড়াইল।
প্রশ্ন: চীন কত সালে আনুষ্ঠানিকভাবে ‘এক সন্তান নীতি’ বাতিল করে?
উত্তর: ২০১৬ সালে।
প্রশ্ন: মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জেফ বেজোস।
প্রশ্ন: ‘বিগমাউথ বাফেলো’ কী?
উত্তর: নতুন এক প্রজাতির মাছ।
প্রশ্ন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃক চালুকৃত ক্রিপ্টো মুদ্রার নাম কী?
উত্তর: ‘মেমে’।
প্রশ্ন: শিবগঞ্জের চৌকা সীমান্ত যে জেলায় অবস্থিত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান কে?
উত্তর: অধ্যাপক রেহমান সোবহান।
প্রশ্ন: ‘বিহঙ্গ দ্বীপ’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: বরগুনা।
প্রশ্ন: বরিশালকে প্রাচ্যের ভেনিস উপাধি দিয়েছিলেন কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের মোট রাজস্ব আয়ে পরোক্ষ করের অংশ কত?
উত্তর: ৬৫ শতাংশ।
প্রশ্ন: বর্তমান প্রধান বিচারপতির নাম কী?
উত্তর: সৈয়দ রেফাত আহমেদ।
প্রশ্ন: ‘রফিকুন নবীর চিত্রাবলি’ বইয়ের লেখক কে?
উত্তর: সৈয়দ আজিজুল হক।
প্রশ্ন: ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কোনগুলো?
উত্তর: স্পেন, পর্তুগাল ও মরক্কো।
প্রশ্ন: ‘সুপারকো’ কোন দেশ ভিত্তিক মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা প্রতিষ্ঠান?
উত্তর: পাকিস্তান।
প্রশ্ন: আইসিডিডিআরবির তথ্যমতে, অপরিণত শিশুজন্মের হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক ‘কুলীনকুলসর্বস্ব’ এর লেখক কে?
উত্তর: রামনারায়ণ তর্করত্ন।
প্রশ্ন: ‘বগা লেক’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: বান্দরবান।
প্রশ্ন: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন?
উত্তর: ২ নং সেক্টর।
প্রশ্ন: বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট মোট কতটি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে?
উত্তর: ১১৫টি।
প্রশ্ন: বায়ুদূষণের ফলে প্রতি বছর বাংলাদেশে কী পরিমাণ মানুষের অকাল মৃত্যু হচ্ছে?
উত্তর: ১ লাখ ২ হাজার ৪৫৬ জন।
প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছিলেন?
উত্তর: ৪৭তম।
Daily GK 20 January 2025
Question: What title was posthumously awarded to former President Ziaur Rahman for his role in the Liberation War?
Answer: Bir Uttam.
Question: Where will the first AI-powered village in the country be established?
Answer: Chandina, Comilla.
Question: What initiative has the government taken to simplify the import-export process?
Answer: Bangladesh Single Window (BSW).
Question: Which district has been added as the 49th in the country’s rail network?
Answer: Narail.
Question: In which year did China officially abolish the “one-child policy”?
Answer: 2016.
Question: Who is the founder of the space agency Blue Origin?
Answer: Jeff Bezos.
Question: What is “Bigmouth Buffalo”?
Answer: A new species of fish.
Question: What is the name of the cryptocurrency launched by President Donald Trump?
Answer: Meme.
Question: In which district is the Chowka border of Shibganj located?
Answer: Chapai Nawabganj.
Question: Who is the chairman of the Center for Policy Dialogue (CPD)?
Answer: Professor Rehman Sobhan.
Question: In which district is the “Bihanga Island” located?
Answer: Barguna.
Question: Who titled Barishal as the “Venice of the East”?
Answer: Kazi Nazrul Islam.
Question: What is the share of indirect taxes in Bangladesh’s total revenue?
Answer: 65 percent.
Question: What is the name of the current Chief Justice of Bangladesh?
Answer: Syed Refaat Ahmed.
Question: Who is the author of the book Rafiqun Nabi’s Paintings?
Answer: Syed Azizul Haque.
Question: Which countries will host the 2030 FIFA World Cup?
Answer: Spain, Portugal, and Morocco.
Question: “Suparco” is a space and upper atmosphere research organization based in which country?
Answer: Pakistan.
Question: According to ICDDR,B, which country has the highest rate of premature births?
Answer: Bangladesh.
Question: Who wrote the first social drama in Bengali literature, Kulin Kulsarbasva?
Answer: Ramnarayan Tarkaratna.
Question: In which district is “Boga Lake” located?
Answer: Bandarban.
Question: Which sector was late President Ziaur Rahman the commander of during the Liberation War?
Answer: Sector 2.
Question: How many varieties of high-yield rice has the Bangladesh Rice Research Institute developed so far?
Answer: 115 varieties.
Question: How many people die prematurely each year in Bangladesh due to air pollution?
Answer: 102,456 people.
Question: As of his term, which number president of the United States is Donald Trump?
Answer: 47th.