Daily GK 22 January 2025
Daily GK 22 January 2025
প্রশ্ন: ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট কয়টি পদক অর্জন করেছে?
উত্তর: ১০টি।
প্রশ্ন: অর্থনৈতিক খাতে ‘ওএমএস’ কী?
উত্তর: খোলা বাজারে সরকারি উদ্যোগে পণ্য বিক্রি।
প্রশ্ন: ভূমি মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা কে?
উত্তর: আলী ইমাম মজুমদার।
প্রশ্ন: পিডিবি ও পেট্রোবাংলা হিসাবমতে, বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস খাতে বকেয়া কত?
উত্তর: প্রায় ৬৭ হাজার কোটি টাকা।
প্রশ্ন: সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কোন সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার নির্বাহী আদেশে সই করেছেন?
উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রশ্ন: ‘জে০৪১০-০১৩৯’ কী?
উত্তর: কৃষ্ণগহ্বর (ব্ল্যাকহোল)।
প্রশ্ন: জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় কত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে?
উত্তর: প্রায় ১৯ লাখ।
প্রশ্ন: ২০২৫ সালের কত তারিখে রাতের আকাশে সাতটি গ্রহকে একসাথে দেখা যাবে?
উত্তর: ২৮ ফেব্রুয়ারি।
প্রশ্ন: বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলির দায়িত্ব পালন করছেন কে?
উত্তর: করিম এ এ খান।
প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কবে?
উত্তর: ২০২৫ সালের ২০ জানুয়ারি।
প্রশ্ন: পোলারিস ডন মিশনের অংশ হিসেবে মহাকাশে কোন প্রযুক্তি পরীক্ষা করা হবে?
উত্তর: Starlink স্যাটেলাইট যোগাযোগ।
প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজের নামে চালু করেছেন-
উত্তর: ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি।
প্রশ্ন: চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর: ওয়াং ই।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং দিবস পালিত হয় কবে?
উত্তর: জানুয়ারির তৃতীয় সোমবার।
প্রশ্ন: ২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরষ্কার পেয়েছে কোন সংস্থা?
উত্তর: কাতার এয়ারওয়েজ।
প্রশ্ন: সম্প্রতি কোন পাখিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর: বাল্ড ঈগল।
Daily GK 22 January 2025
Q: How many medals did Bangladesh win in the 26th International Robot Olympiad?
Answer: 10 medals.
Q: What is ‘OMS’ in the economic sector?
Answer: Open Market Sales by the government.
Q: Who is the current advisor to the Ministry of Land?
Answer: Ali Imam Majumder.
Q: What is the current outstanding amount in the electricity and gas sectors as per PDB and Petrobangla?
Answer: Approximately 67,000 crore BDT.
Q: Which organization did Donald Trump sign an executive order to withdraw from recently?
Answer: World Health Organization (WHO).
Q: What is ‘J0410-0139’?
Answer: A black hole.
Q: According to the UN, how many people have been displaced in Gaza?
Answer: Approximately 1.9 million.
Q: On which date in 2025 will seven planets be visible together in the night sky?
Answer: February 28.
Q: Who is the current Chief Prosecutor of the International Criminal Court (ICC)?
Answer: Karim A. A. Khan.
Q: When did Donald Trump take the oath as the 47th President of the United States?
Answer: January 20, 2025.
Q: Which technology will be tested as part of the Polaris Dawn mission?
Answer: Starlink satellite communication.
Q: What has the new U.S. First Lady Melania Trump recently launched in her name?
Answer: Digital currency or cryptocurrency.
Q: Who is the current Foreign Minister of China?
Answer: Wang Yi.
Q: When is Martin Luther King Jr. Day observed in the United States?
Answer: The third Monday of January.
Q: Which airline won the award for the world’s best airline in 2024?
Answer: Qatar Airways.
Q: Which bird was recently officially recognized as the national bird of the United States?
Answer: Bald Eagle.