Daily GK 25 January 2025

Share:

Daily GK 25 January 2025

Daily GK 25 January 2025

প্রশ্ন: ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস কবে?
উত্তর: ২৪ জানুয়ারি।

প্রশ্ন: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ কতজনকে দেয়া হয়েছে?
উত্তর: ১০ জন।

প্রশ্ন: সম্প্রতি ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা?
উত্তর: নিউইয়র্ক স্টেট সিনেট।

প্রশ্ন: ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন-
উত্তর: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

🔥 Click Here To Get! 🎯

প্রশ্ন: চলতি বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের কত বছর পূর্তি হয়েছে?
উত্তর: ৫০ বছর।

প্রশ্ন: জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কী?
উত্তর: ফলকার টুর্ক।

প্রশ্ন: ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কী?
উত্তর: রেডিওথেরাপি।

প্রশ্ন: ব্র্যান্ড ফাইন্যান্সের প্রতিবেদন অনুযায়ী ব্র্যান্ড ভ্যালুর শীর্ষে রয়েছে-
উত্তর: অ্যাপল।

প্রশ্ন: বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: ডিপি ওয়ার্ল্ড ও এপি মোলার-মেয়ার্ক।

প্রশ্ন: সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কী?
উত্তর: অপারেশন আয়রন ওয়াল।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রাপ্ত ব্যক্তি কে?
উত্তর: মোহাম্মদ হাননান।

প্রশ্ন: ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ৫৬তম বার্ষিকী পালিত হয় কবে?
উত্তর: ২৪ জানুয়ারি ২০২৫।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের নাম কী?
উত্তর: সুন্দরবন।

প্রশ্ন: সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন কত বর্গকিলোমিটার?
উত্তর: ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার।

প্রশ্ন: ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’ পালিত হয় কবে?
উত্তর: ২৪ জানুয়ারি।

প্রশ্ন: ‘জেসমিন বিপ্লব’ কোথায় সংঘটিত হয়?
উত্তর: তিউনিসিয়া (২০১১ সালে)।

প্রশ্ন: ‘ফরাসি বিপ্লব’ কত সালের ঘটনা?
উত্তর: ১৭৮৯।

প্রশ্ন: ‘ফিলোসফিক্যাল অ্যাসেস’ বইটির লেখক কে?
উত্তর: বার্ট্রান্ড রাসেল।

প্রশ্ন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব কে?
উত্তর: অ্যাগনেস ক্যালামার্ড।

Daily GK 25 January 2025

Question: When is the historic Mass Uprising Day?
Answer: January 24.

Question: How many people received the Bangla Academy Literary Award 2024?
Answer: 10 people.

Question: Which organization recently recognized April 14 as Bengali New Year?
Answer: New York State Senate.

Question: Who was inaugurated as the ‘Colonel of the Regiment’?
Answer: Chief of Army Staff General Waqar-uz-Zaman.

Question: How many years of Bangladesh-China diplomatic relations were completed this year?
Answer: 50 years.

Question: What is the name of the United Nations High Commissioner for Human Rights?
Answer: Volker Türk.

Question: What is used for cancer treatment?
Answer: Radiotherapy.

Question: According to Brand Finance’s report, which brand is at the top of brand value?
Answer: Apple.

Question: What are the two largest port-operating companies in the world?
Answer: DP World and A.P. Moller-Maersk.

Question: What is the name of the recent operation conducted by Israel in the West Bank of Palestine?
Answer: Operation Iron Wall.

Question: Who received the ‘Bangla Academy Literary Award 2024’ for Liberation War literature?
Answer: Mohammad Hannan.

Question: When was the 56th anniversary of the 1969 mass uprising observed?
Answer: January 24, 2025

Question: What is the name of the largest mangrove forest in the world?
Answer: Sundarbans.

Question: What is the area of the Sundarbans in Bangladesh?
Answer: 6,017 square kilometers.

Question: When is ‘International Day of Education’ celebrated?
Answer: January 24.

Question: Where did the ‘Jasmine Revolution’ take place?
Answer: Tunisia (in 2011).

Question: In which year did the French Revolution occur?
Answer: 1789.

Question: Who is the author of the book Philosophical Essays?
Answer: Bertrand Russell.

Question: Who is the Secretary General of Amnesty International?
Answer: Agnès Callamard.

Leave a Comment