Daily GK 30 January 2025
Daily GK 30 January 2025
প্রশ্ন: বর্তমানে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা।
প্রশ্ন: দেশে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হবে কবে?
উত্তর: ৫ আগস্ট।
প্রশ্ন: ২০২৫ সালে জাতীয় চলচ্চিত্র সম্মেলনের প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: “সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ”।
প্রশ্ন: বর্তমানে দেশে অনুমোদিত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান কয়টি?
উত্তর: ৭২৪টি।
প্রশ্ন: DeepSeek AI-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লিয়াং ওয়েনফেং (চীন)।
প্রশ্ন: বিশ্বের প্রথম চ্যাটবট কোনটি?
উত্তর: এলিজা।
প্রশ্ন: “কিমি এআই” কোন দেশের তৈরি চ্যাটবট?
উত্তর: চীন।
প্রশ্ন: “ইএএসটি” কী?
উত্তর: চীনের কৃত্রিম সূর্য।
প্রশ্ন: “আফটার দ্য মুনসুন রেভল্যুশন: আ রেডিম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?
উত্তর: হিউম্যান রাইটস ওয়াচ (HRW)।
প্রশ্ন: এ বছর “বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল” পেয়েছেন কে?
উত্তর: ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।
প্রশ্ন: সুন্দরবন রক্ষায় “পল কে ফেয়ারাবেন্ড অ্যাওয়ার্ড” কে পেয়েছেন?
উত্তর: বনজীবী খয়বার সরদার।
প্রশ্ন: সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
উত্তর: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা।
প্রশ্ন: “MRA”-এর পূর্ণরূপ কী?
উত্তর: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি।
প্রশ্ন: সম্প্রতি ছাত্র বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন?
উত্তর: সার্বিয়া।
প্রশ্ন: আইসিসি-এর বর্তমান বর্ষসেরা ক্রিকেটার কে?
উত্তর: যশপ্রীত বুমরা।
প্রশ্ন: চীনের তৈরি চ্যাটবটের নাম কী?
উত্তর: ডিপসিক।
প্রশ্ন: “দ্য কনভালেসেন্ট” এবং “সানডে মর্নিং” চিত্রকর্মগুলো কার?
উত্তর: ফরাসি চিত্রশিল্পী জেমস তিসো।
প্রশ্ন: হিউম্যান রাইটস ওয়াচ (HRW) কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: “সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।” সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: ২১(২)।
প্রশ্ন: ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর: পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
প্রশ্ন: সম্প্রতি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের নতুন কান্ট্রি রিপ্রেজেনটিভ নিযুক্ত হয়েছেন কে?
উত্তর: ফারুক-উল ইসলাম (প্রথম বাংলাদেশি)।
প্রশ্ন: “বাংলাদেশ মডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স” সম্মাননা পেলেন কোন দেশের রাষ্ট্রদূত?
উত্তর: সৌদি আরব (ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান)।
প্রশ্ন: বিবিএসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ১১ বছরে উৎপাদন খাতে অর্থনৈতিক ইউনিটের (প্রতিষ্ঠানের) সংখ্যা বেড়েছে কত শতাংশ?
উত্তর: ১৫.৩৯ শতাংশ।
প্রশ্ন: “সুখোই সু-৩৫” যুদ্ধবিমান কোন দেশের তৈরি?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: নেপাল।
প্রশ্ন: সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান “পল কে ফেয়ারাবেন্ড অ্যাওয়ার্ড-২০২৪” পুরস্কার পেয়েছেন কোন বাংলাদেশি?
উত্তর: বনজীবী খায়বার সরদার।
Daily GK 30 January 2025
Question: What is the current revenue target of NBR?
Answer: 4,63,500 crore taka.
Question: When will the July Mass Uprising Day be observed in the country?
Answer: August 5.
Question: What is the theme of the National Film Conference 2025?
Answer: “Reforming Cinema, Changing the Nation.”
Question: How many approved microfinance institutions (MFIs) are currently operating in the country?
Answer: 724.
Question: Who is the founder of DeepSeek AI?
Answer: Liang Wenfeng (China).
Question: What is the world’s first chatbot?
Answer: ELIZA.
Question: Which country developed the “Kimi AI” chatbot?
Answer: China.
Question: What is “EAST”?
Answer: China’s artificial sun.
Question: Which organization published the report titled “After the Monsoon Revolution: A Roadmap to Lasting Security Sector Reform in Bangladesh”?
Answer: Human Rights Watch (HRW).
Question: Who received the “Bangladesh Diplomatic Excellence Medal” this year?
Answer: Saudi Ambassador to Bangladesh, Essa Yusuf Essa Alduhailan.
Question: Who won the “Paul K. Feyerabend Award” for protecting the Sundarbans?
Answer: Forest dweller Khoybar Sardar.
Question: Which educational institution has recently been decided to be nationalized?
Answer: Independent Ebtedayi Madrasas.
Question: What is the full form of MRA?
Answer: Microcredit Regulatory Authority.
Question: The Prime Minister of which country recently resigned due to student protests?
Answer: Serbia.
Question: Who is the ICC Men’s Cricketer of the Year?
Answer: Jasprit Bumrah.
Question: What is the name of the chatbot developed by China?
Answer: DeepSeek.
Question: Who painted “The Convalescent” and “Sunday Morning”?
Answer: French artist James Tissot.
Question: Human Rights Watch (HRW) is a human rights organization based in which country?
Answer: United States.
Question: In which article of the constitution is it stated, “It is the duty of every person engaged in the service of the Republic to strive at all times to serve the people”?
Answer: Article 21(2).
Question: What is the name of the Brazilian Ambassador to Bangladesh?
Answer: Paulo Fernando Dias Feres.
Question: Who has been appointed as the new Country Representative of WorldFish Bangladesh?
Answer: Faruk-Ul Islam (first Bangladeshi).
Question: Which country’s ambassador received the “Bangladesh Model for Diplomatic Excellence” award?
Answer: Saudi Arabia (Essa Yusuf Essa Alduhailan).
Question: According to the latest BBS data, by what percentage has the number of economic units in the manufacturing sector increased over the last 11 years?
Answer: 15.39%.
Question: Which country manufactures the “Sukhoi Su-35” fighter jet?
Answer: Russia.
Question: Which country currently tops the list of UN peacekeeping contributors?
Answer: Nepal.
Question: Which Bangladeshi received the “Paul K. Feyerabend Award 2024” from a Switzerland-based organization?
Answer: Forest dweller Khoybar Sardar.