Today In History 25 January

Share:

Today In History 25 January

Today In History 25 January

ঘটনাবলী
১৪৯৪ – প্রথম ফার্দিনান্দের মৃত্যুর পর দ্বিতীয় আলফনসো নেপলসের রাজ সিংহাসনে আরোহণ করেন।
১৬৬২ – ব্রিটিশ সেনাবাহিনী জাঞ্জিবারে স্থায়ী ঘাঁটি স্থাপন করে।
১৮০২ – ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ইতালির প্রেসিডেন্ট নিযুক্ত হন।
১৮৩১ – পোল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৮৭১ – জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।
১৮৯০ – নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।
১৮৯৯ – প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।
১৯১৫ – আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন।
১৯১৭ – যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ ২৫ মিলিয়ন ডলারে ক্রয় করে।


১৯১৮ – ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৯ – লিগ অব ন্যাশনসের প্রতিষ্ঠা হয়।
১৯৪২ – থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৮ – সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন।
১৯৫০ – ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়।
১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে।
১৯৬৩ – বাইতুল মোকারম জামে মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
১৯৬৪ – পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়।
১৯৬৫ – ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় চেকোস্লাভাকিয়া ও টোঙ্গা।
১৯৭৫ – বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৭৯ – চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু।

জন্ম
৭৫০ – বাইজেন্টাইন সম্রাট চতুর্থ লিও খাজার।
১৭৩৬ – জোসেফ-লুইস লাগ্রাঙ্গে, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
১৭৫৯ – স্কটিশ কবি রবার্ট বার্নস।
১৮২৪ – মাইকেল মধুসূদন দত্ত, বাঙালি কবি ও নাট্যকার।
১৮৫0 – অর্ধেন্দুশেখর মুস্তফি, বাঙালি নাট্যকার।
১৮৫৬ – অশ্বিনীকুমার দত্ত, সমাজসেবক ও লেখক।
১৮৬৩ – মানকুমারী বসু, মহিলা কবি।
১৮৭৪ – সমারসেট মম, সাহিত্যিক।
১৮৮۲ – ভার্জিনিয়া উলফ, কথাসাহিত্যিক।
১৮৮৪ – রাধাকুমুদ মুখোপাধ্যায়, ইতিহাসবিদ।
১৯১۷ – ইলিয়া প্রিগোগিন, রসায়নবিদ।
১৯৩৪ – আবুল মাল আবদুল মুহিত, অর্থনীতিবিদ।
১৯४2 – ইউসেবিও, ফুটবলার।
১৯৫৮ – কবিতা কৃষ্ণমূর্তি, সঙ্গীতশিল্পী।

🔥 Click Here To Get! 🎯
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

মৃত্যু
৪৭৭ – রাজা গেন্সেরিক।
১৮৫২ – মানচিত্রাঙ্কনবিদ ভনবেলিংশাউসেন।
১৮৬৮ – রামগোপাল ঘোষ, সমাজ সংস্কারক।
১৯০৮ – লেখক অউইডা।
১৯৫৪ – মানবেন্দ্র নাথ রায়, রাজনীতিবিদ।
১৯৭৯ – অনন্ত সিং, চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের অন্যতম নায়ক।
২০০۴ – মিক্লস ফেহের, ফুটবলার।
২০২১ – ক্যাপ্টেন নুরুল হক, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান।

Today In History 25 January

Events
1494 – After the death of Ferdinand I, Alfonso II ascends the throne of Naples.
1662 – The British Army establishes a permanent base in Zanzibar.
1802 – Napoleon Bonaparte is appointed President of Italy.
1831 – Poland declares independence.
1871 – German physician Hansen discovers the bacteria responsible for leprosy.
1890 – Nellie Bly completes her world tour in 72 days.
1899 – The first radio manufacturing company is established.
1915 – Alexander Graham Bell inaugurates the US transcontinental telephone service, speaking from New York to Thomas Watson in San Francisco.
1917 – The United States purchases the Danish West Indies for $25 million.
1918 – Ukraine declares independence from Bolshevik Russia.
1919 – The League of Nations is established.
1942 – Thailand joins Japan in declaring war against Britain and the United States.
1948 – Satyendra Nath Bose establishes the Bangiya Vigyan Parishad (Bengal Science Society) in Kolkata.
1950 – The Election Commission of India is formed.
1955 – The Soviet Union ends its state of war with Germany.
1963 – The first Friday prayer is held at the Baitul Mukarram National Mosque.
1964 – The Awami League of East Pakistan is revived.
1965 – Indonesia withdraws from the United Nations.
1972 – Bangladesh is recognized by Czechoslovakia and Tonga.
1975 – Bangladesh adopts a presidential system, and Sheikh Mujibur Rahman takes oath as president.
1979 – Ananta Singh, a leader of the Chittagong Youth Rebellion, passes away.

Births
750 – Byzantine Emperor Leo IV the Khazar.
1736 – Joseph-Louis Lagrange, Italian-French mathematician and astronomer.
1759 – Robert Burns, Scottish poet and lyricist.
1824 – Michael Madhusudan Dutt, Bengali poet and playwright.
1850 – Ardhendu Sekhar Mustafi, Bengali actor and playwright.
1856 – Ashwini Kumar Dutta, Bengali politician, social reformer, and writer.
1863 – Manakumari Basu, renowned Bengali poet and writer.
1874 – Somerset Maugham, British playwright and novelist.
1882 – Virginia Woolf, famous English writer.
1884 – Radhakumud Mukherjee, Indian historian and nationalist.
1917 – Ilya Prigogine, Nobel laureate in chemistry.
1934 – Abul Maal Abdul Muhith, Bangladeshi economist and diplomat.
1942 – Eusébio, Portuguese footballer.
1958 – Kavita Krishnamurthy, Indian playback singer.

Deaths
477 – Genseric, King of the Vandals.
1852 – Fabian Gottlieb von Bellingshausen, Russian admiral and explorer.
1868 – Ramgopal Ghosh, leader of the Young Bengal movement and social reformer.
1908 – Ouida, English novelist.
1954 – Manabendra Nath Roy, founder of the Communist Party of India.
1979 – Ananta Singh, a key figure in the Chittagong Armoury Raid.
2004 – Miklós Fehér, Hungarian footballer.
2021 – Captain Nurul Huq (retired), the first Chief of Naval Staff of Bangladesh.

Leave a Comment