Today In History 26 January
Today In History 26 January
ঐতিহাসিক ঘটনা
- ১৫০০ – ভিসেন্ড পিনৎসল ব্রাজিল আবিষ্কার করেন।
- ১৫৩১ – পর্তুগালের লিসবন শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১,০০০ মানুষের প্রাণহানি ঘটে।
- ১৫৬৫ – বিজয়নগর সাম্রাজ্য ও দক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়।
- ১৬৯৯ – কার্লোউইজ সন্ধি অনুসারে তুরস্ক এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যে মহাযুদ্ধের অবসান ঘটে।
- ১৭৮৮ – গভর্নর আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন।
- ১৮৪১ – হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
- ১৯১৮ – ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৩০ – ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে “স্বাধীনতা দিবস” বা “পূর্ণ স্বরাজ দিবস” হিসেবে ঘোষণা করে।
- ১৯৫০
- ভারতের সংবিধান কার্যকর হয়।
- ড. রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
- পশ্চিমবঙ্গ, আসাম, বিহার ও ওড়িশা রাজ্য গঠিত হয়।
- ১৯৫২ – ঢাকার পল্টন ময়দানে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন।
- ১৯৬১ – মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি জেনেট এফ. ট্রাভলকে রাষ্ট্রপতির প্রথম মহিলা চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।
- ১৯৬৫ – হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস।
- ১৯৮২ – বাংলাদেশের তালিবাবাদে ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
- ১৯৮৬ – ইসরায়েল ও মিসরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯১ – সোমালিয়ার ক্ষমতা থেকে সাইদ বারিকে অপসারণ করা হয়।
- ২০০১ – ভারতের গুজরাটে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০,০০০ মানুষের প্রাণহানি ঘটে।
- ২০০৪ – আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাই নতুন সংবিধানে স্বাক্ষর করেন।
জন্ম
- ১৮৪৪ – গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য।
- ১৮৫০ – এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী।
- ১৮৭৮ – ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৮৮৪ – এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।
- ১৮৯০ – গোপালদাস মজুমদার, খ্যাতনামা প্রকাশক।
- ১৯১১ – পলিকার্প কুশ, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।
- ১৯১৮ – নিকালোই চসেস্কু, রুমানীয় নেতা।
- ১৯৬৩ – হোসে মরিনহো, পর্তুগিজ ফুটবল ব্যবস্থাপক।
মৃত্যু
- ১৮২৩ – এডওয়ার্ড জেনার, গুটি বসন্তের টিকার আবিষ্কারক।
- ২০১৪ – হোসে এমিলিও পাচেকো, মেক্সিকান কবি ও লেখক।
- ২০১৫ – আর কে লক্ষ্মণ, ভারতীয় ব্যঙ্গচিত্রশিল্পী।
- ২০১৬ – সাহেবজাদা ইয়াকুব খান, সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর।
- ২০১৮ – সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
Today In History 26 January
Historical Events
- 1500 – Vicente Pinzon discovered Brazil.
- 1531 – A powerful earthquake struck Lisbon, Portugal, killing around 1,000 people.
- 1565 – The Battle of Talikota was fought between the Vijayanagara Empire and the Sultanates of the Deccan, accelerating the downfall of India’s last Hindu empire.
- 1699 – The Treaty of Karlowitz ended the Great Turkish War between Turkey and Austria, Poland, Venice, and Russia.
- 1788 – Governor Arthur Phillip founded Sydney, Australia.
- 1841 – Hong Kong became a British sovereign territory.
- 1918 – Ukraine declared independence.
- 1930 – The Indian National Congress declared January 26 as “Independence Day” or “Purna Swaraj Day.”
- 1950
- The Constitution of India came into effect.
- Dr. Rajendra Prasad took oath as the first President of India.
- The states of West Bengal, Assam, Bihar, and Odisha were formed.
- 1952 – Pakistan’s Prime Minister Khawaja Nazimuddin declared Urdu as the state language of Pakistan at Dhaka’s Paltan Maidan.
- 1961 – U.S. President John F. Kennedy appointed Janet G. Travell as the first female presidential physician.
- 1965 – Hindi was recognized as the official language of the Indian central government.
- 1972 – Cyprus recognized Bangladesh as an independent country.
- 1982 – A satellite ground station was established at Talibabad, Bangladesh.
- 1986 – Diplomatic relations were established between Israel and Egypt.
- 1991 – Siad Barre was removed from power in Somalia, and Ali Mahdi took over.
- 2001 – A massive earthquake in Gujarat, India, claimed around 20,000 lives.
- 2004 – Afghan President Hamid Karzai signed the country’s new constitution.
Births
- 1844 – Gurudas Banerjee, the first Indian Vice-Chancellor of the University of Calcutta and a Bengali judge of the Calcutta High Court.
- 1850 – Edward Bellamy, American writer and socialist.
- 1878 – Dave Nourse, South African cricketer.
- 1884 – Edward Sapir, American linguist.
- 1890 – Gopaldas Majumdar, renowned publisher.
- 1911 – Polykarp Kusch, Nobel Prize-winning American physicist.
- 1918 – Nicolae Ceaușescu, Romanian leader.
- 1963 – José Mourinho, Portuguese football manager and former player.
Deaths
- 1823 – Edward Jenner, English physician and pioneer of the smallpox vaccine.
- 2014 – José Emilio Pacheco, Mexican poet and writer.
- 2015 – R.K. Laxman, Indian cartoonist and satirist.
- 2016 – Sahibzada Yaqub Khan, former Governor of East Pakistan.
- 2018 – Supriya Devi, Indian Bengali actress.