Daily Exam 100: দিন বিগত সালের প্রশ্ন থেকে
Daily Exam 100 দিন বিগত সালের প্রশ্ন থেকে এবং চাকরির জন্য নিজেকে যোগ্য করে তুলুন।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
1. একটি ট্রেন ১/৫ সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?
2. যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়-
3. RESENT, RESERVE- এই শব্দগুলো কী?
4. ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?
5. সুশাসনের পূর্বশর্ত কী?
6. ‘Utilitarianism’ গ্রন্থের লেখক কে?
7. সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে?
8. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
9. ‘জ্ঞানে পুণ্য হয়’— এই উক্তিটি কার?
10. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
11. মূল্যবোধের উৎস কোনটি?
12. ‘শর্তহীন আদেশ’ ধারণাটির প্রবর্তক কে?
13. কোন শব্দটি নিত্য পুরুষবাচক?
14. বাক্যের ‘একক’ কী?
15. ‘অতি ভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির ‘অতি’ শব্দটি-
16. ‘সৌম্য’ এর বিপরীত শব্দ কোনটি?
17. সুশাসনের মূলভিত্তি কোনটি?