Daily Exam 113: বিগত সালের প্রশ্ন থেকে
Daily Exam 113 দিন বিগত সালের প্রশ্ন থেকে এবং চাকরির জন্য নিজেকে প্রস্তুত করুন।
১. বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?
২. কোনটি গ্রীন হাউস গ্যাস?
৩. কোন নদীর উৎপত্তি সিকিমের পাহাড়ি এলাকা থেকে?
৪. সাগর মহাসাগর কোন ধরণের সম্পদ?
৫. পূর্ববাংলার মুক্তি সনদ কোনটি?
৬. পরিবার গঠনের পূর্বশর্ত কোনটি?
৭. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
৮. বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
৯. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
১০. ০.৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
১১. আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে, কমলের বয়স আলমের বয়সের কত % হবে?
১২. কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
১৩. a+b= ৭, ab = ১০ হলে a২+b২ + ৩ab এর মান কত?
১৪. একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?
১৫. ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পালন করতে যে ব্যয় হবে, তাতে কতটি গরু পালন করা যাবে?