Daily GK 16 February 2025
Daily GK 16 February 2025
প্রশ্ন: দ্য ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৫’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়
উত্তর: ৩০০ কোটি মার্কিন ডলার।
প্রশ্ন: বর্তমানে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান কে?
উত্তর: ড. মো. কামরুল হুদা।
প্রশ্ন: পর্তুগিজ বণিকেরা চট্টগ্রামে স্থায়ীভাবে বসতি স্থাপন করে কবে?
উত্তর: ১৫৩৭ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: ‘ডেভিলস ব্রেথ’ হিসেবে পরিচিত ‘স্কোপোলামিন’ ড্রাগের মূল উপাদান কী?
উত্তর: ধুতরা ফুল।
প্রশ্ন: ২০২৫ সালে জি-৭ জোটের সভাপতি কোন দেশ?
উত্তর: কানাডা।
প্রশ্ন: ‘ইএসএমএ বন্দিশালা’ কোথায় অবস্থিত?
উত্তর: আর্জেন্টিনা।
প্রশ্ন: ‘সিরিয়া বিষয়ক প্যারিস সম্মেলন’ এ কয়টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে?
উত্তর: ২০টি দেশ।
প্রশ্ন: সম্প্রতি, ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে?
উত্তর: মণিপুর।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
প্রশ্ন: অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কতটি সংস্কার কমিশন গঠন করেছে?
উত্তর: ১১ টি।
প্রশ্ন: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক কে?
উত্তর: সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
প্রশ্ন: এ বছর চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক কোন সংস্থা?
উত্তর: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রশ্ন: কোন ক্রীড়া দল প্রথম একুশে পদক লাভ করে?
উত্তর: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
প্রশ্ন: কোন ক্রীড়া সংস্থা প্রথম স্বাধীনতা পদক পেয়েছিল?
উত্তর: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রশ্ন: বিশ্বের কোন দেশ প্রথম ‘গ্রহ প্রতিরক্ষা বাহিনী’ গড়ছে?
উত্তর: চীন।
প্রশ্ন: ‘কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার ২০২৫’ পেয়েছেন কে?
উত্তর: কবি আল মুজাহিদী।
প্রশ্ন: রাষ্ট্রের মধ্যে আরেকটি সমান্তরাল রাষ্ট্রকে বলা হয়?
উত্তর: ডিপ স্টেট।
প্রশ্ন: FTA-এর পূর্ণরূপ কী?
উত্তর: Free Trade Agreements।
প্রশ্ন: ১৪ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন রক্ষা দিবস ঘোষণার দাবি করেছে কোন সংস্থা?
উত্তর: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
প্রশ্ন: ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেয়েছেন কে?
উত্তর: অধ্যাপক হান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা।
প্রশ্ন: ‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?
উত্তর: আল-মাহমুদ।
প্রশ্ন: ‘বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন ২০২৫’ কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৭-২০ ফেব্রুয়ারি (৫৫তম)।
প্রশ্ন: যমুনা সার কারখানা কত সালে যাত্রা শুরু করে?
উত্তর: ১৯৯১ সালে।
প্রশ্ন: ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে কোন দেশ শীর্ষে রয়েছে?
উত্তর: সিঙ্গাপুর।
প্রশ্ন: কোন দেশটি ১৯৯৮ সালে G7-এ যোগ দিয়ে G8 গঠন করেছিল কিন্তু বর্তমানে সদস্য নয়?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: বর্তমানে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে?
উত্তর: আমেরিকা উপসাগর।
Daily GK 16 February 2025
Question: According to the Climate Risk Index 2025 report, how much economic loss does the country suffer due to natural disasters?
Answer: 3 billion US dollars.
Question: Who is the current chairman of the Bangladesh Atomic Energy Commission?
Answer: Dr. Md. Kamrul Huda.
Question: When did Portuguese traders permanently settle in Chittagong?
Answer: In 1537 AD.
Question: What is the main ingredient of the drug ‘Scopolamine,’ known as ‘Devil’s Breath’?
Answer: Datura flower.
Question: Which country will preside over the G7 in 2025?
Answer: Canada.
Question: Where is the ‘ESMA Prison’ located?
Answer: Argentina.
Question: How many countries participated in the ‘Paris Conference on Syria’?
Answer: 20 countries.
Question: Recently, in which Indian state has presidential rule been imposed?
Answer: Manipur.
Question: How many reform commissions has the interim government formed so far?
Answer: 11.
Question: Who is the Executive Director of the Bangladesh Institute of Labour Studies (BILS)?
Answer: Syed Sultan Uddin Ahmed.
Question: Which organization is hosting the Champions Trophy this year?
Answer: Pakistan Cricket Board (PCB).
Question: Which sports team was the first to receive the Ekushey Padak?
Answer: Bangladesh National Women’s Football Team.
Question: Which sports organization was the first to receive the Independence Award?
Answer: Bangladesh Cricket Board (BCB).
Question: Which country is the first to establish a ‘Planetary Defense Force’?
Answer: China.
Question: Who won the ‘Kabi Jasimuddin Literary Award 2025’?
Answer: Poet Al Mujahidi.
Question: What is the term for a parallel state within a state?
Answer: Deep State.
Question: What is the full form of FTA?
Answer: Free Trade Agreements.
Question: Which organization has demanded February 14 to be declared National Sundarbans Protection Day?
Answer: Bangladesh Environmental Movement (BAPA).
Question: Who won the ‘Syed Waliullah Literary Award 2024’?
Answer: Professor Hans Harder and writer Barnali Saha.
Question: Who is the author of ‘Sonali Kabin’?
Answer: Al-Mahmud.
Question: When will the ‘Bangladesh-India Border Conference 2025’ be held?
Answer: February 17-20 (55th edition).
Question: In which year did the Jamuna Fertilizer Factory begin operations?
Answer: 1991.
Question: Which country ranks first in the world’s most powerful passport index in 2025?
Answer: Singapore.
Question: Which country joined the G7 in 1998 to form the G8 but is no longer a member?
Answer: Russia.
Question: What is the new name of the Gulf of Mexico?
Answer: America Gulf.