Daily GK 23 February 2025

বিজ্ঞাপন Click Here
Click here
Share:

Daily GK 23 February 2025

Daily GK 23 February 2025

প্রশ্ন: দেশে প্রথম পাতাল মেট্রোরেল চালু হবে কবে?
উত্তর: ২০২৬ সালে।

প্রশ্ন: ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’- এর প্রস্তাবিত নতুন নাম কী?
উত্তর: ‘শহীদ জিয়া শিশু পার্ক’।

প্রশ্ন: বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি ও লতাগুল্মের সমাহারকে বলা হয়-
উত্তর: ‘কুঞ্জবন’।

প্রশ্ন: সম্প্রতি, ইউনিসেফের সাথে বাংলাদেশের কত ডলারের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
উত্তর: ৩,৬৬,৫০০ ডলার।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান কে?
উত্তর: ক্যাশ প্যাটেল।

প্রশ্ন: সৌদি আরবের মুদ্রার নাম কী?
উত্তর: রিয়াল।

প্রশ্ন: সাগরের তলদেশে বিশ্বজুড়ে ইন্টারনেট কেবল স্থাপন করেছে কোন প্রযুক্তি প্রতিষ্ঠান?
উত্তর: মেটা।

প্রশ্ন: সম্প্রতি, ‘গ্রোক-৩’ এআই চ্যাটবটের নতুন সংস্করণ উন্মোচন করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: এক্স এআই।

প্রশ্ন: সম্প্রতি ইউনেস্কো কোন দিবসের রজতজয়ন্তী পালন করেছে?
উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রশ্ন: আইভাস- এর পূর্ণরূপ কী?
উত্তর: ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম।

প্রশ্ন: ‘এফবিআই’ এর বর্তমান প্রধান কে?
উত্তর: ক্যাশ প্যাটেল।

প্রশ্ন: ‘তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি’ কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী?
উত্তর: মিয়ানমার।

প্রশ্ন: ‘একেপিএস’ কোন দেশের নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা?
উত্তর: মালয়েশিয়া।

প্রশ্ন: বাংলাদেশের মোট গ্রামীণ পরিবারের কত শতাংশ পরিবার ভূমিহীন?
উত্তর: ৫৬ শতাংশ।

প্রশ্ন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে?
উত্তর: ২০২২ সালের ২৪ শে ফেব্রুয়ারি।

প্রশ্ন: শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ২০২৫ সালে একুশে পদক পেয়েছেন-
উত্তর: ড. নিয়াজ জামান।

প্রশ্ন: দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি কতটি?
উত্তর: ৭টি।

প্রশ্ন: আত্মজীবনীমূলক বই ‘জীবনজালের এপার-ওপার’ এই বইটির লেখক কে?
উত্তর: জোবেরা রহমান লিনু।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
উত্তর: ৩ স্তর।

প্রশ্ন: জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে?
উত্তর: ৪টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা)।

প্রশ্ন: বাংলাদেশে মোট কতটি ভাষা প্রচলিত রয়েছে?
উত্তর: ৪১টি (১৬টি ভাষার নিজস্ব লিপি রয়েছে)।

প্রশ্ন: ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত কে?
উত্তর: ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

প্রশ্ন: ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত (১১-১৩ ফেব্রুয়ারি)।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে ইউএসএআইডির সহযোগিতা কার্যক্রম স্থগিত করার বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন?
উত্তর: ২১ জানুয়ারি, ২০২৫।

প্রশ্ন: ইউনেস্কো প্রথম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কত সালে?
উত্তর: ১৯৭৮ সালে।

Daily GK 23 February 2025

Question: When will the first underground metro rail be launched in Bangladesh?
Answer: In 2026.

Question: What is the proposed new name for ‘Hossain Shaheed Suhrawardy Children’s Park’?
Answer: ‘Shaheed Zia Children’s Park’.

Question: What is the term for a collection of various species of trees and vines?
Answer: ‘Kunjaban’.

Question: Recently, how much grant agreement has Bangladesh signed with UNICEF?
Answer: $366,500.

Question: Who is the head of the Federal Bureau of Investigation (FBI) in the United States?
Answer: Kash Patel.

Question: What is the currency of Saudi Arabia?
Answer: Riyal.

Question: Which tech company has installed underwater internet cables worldwide?
Answer: Meta.

Question: Which company has recently unveiled the new version of the AI chatbot ‘Grok-3’?
Answer: xAI.

Question: Recently, which anniversary did UNESCO celebrate for International Mother Language Day?
Answer: Silver Jubilee (25th anniversary).

Question: What is the full form of IVAS?
Answer: Integrated VAT Administration System.

Question: Who is the current head of the FBI?
Answer: Kash Patel.

Question: The ‘Ta’ang National Liberation Army’ is an armed group based in which country?
Answer: Myanmar.

Question: ‘AKPK’ is the financial regulatory and security agency of which country?
Answer: Malaysia.

Question: What percentage of rural households in Bangladesh are landless?
Answer: 56%.

Question: In which year did the Russia-Ukraine war begin?
Answer: February 24, 2022.

Question: Who received the Ekushey Padak in 2025 for outstanding contributions to education?
Answer: Dr. Niaz Zaman.

Question: How many cement companies are listed in the Bangladesh stock market?
Answer: 7.

Question: Who is the author of the autobiography ‘Jibon Jaler Epar-Opar’?
Answer: Zobera Rahman Linu.

Question: How many tiers does the local government system in Bangladesh currently have?
Answer: Three tiers.

Question: How many provinces has the Public Administration Reform Commission proposed for Bangladesh?
Answer: Four (Dhaka, Chattogram, Rajshahi, and Khulna).

Question: How many languages are currently spoken in Bangladesh?
Answer: 41 (16 of them have their own scripts).

Question: Who is the Saudi Arabian ambassador to Bangladesh?
Answer: Essa Youssef Essa Al-Duhailan.

Question: Where was the World Government Summit 2025 held?
Answer: Dubai, United Arab Emirates (February 11-13).

Question: When did US President Donald Trump issue an executive order to suspend USAID cooperation activities?
Answer: January 21, 2025.

Question: In which year did UNESCO first declare a World Heritage Site?
Answer: 1978.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment