Daily GK 25 February 2025

বিজ্ঞাপন Click Here
Click here
Share:

Daily GK 25 February 2025

প্রশ্ন: পরিবেশ সুরক্ষা সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: এস্তোনিয়া।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের Department of Defense এর সদর দপ্তরের নাম কী?

উত্তর: পেন্টাগন।

প্রশ্ন: ‘এইচকেইউ৫-কোভ-২’ কী?

উত্তর: নতুন করোনা ভাইরাস।

প্রশ্ন: ‘নাভাক’ কোন দেশের উপগ্রহ?

উত্তর: ইরান।

প্রশ্ন: সরকার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে-

উত্তর: ২৫ ফেব্রুয়ারি।

প্রশ্ন: ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ বইটির রচয়িতা কে?

উত্তর: অ্যালেক্স কাউন্টস।

প্রশ্ন: ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের নতুন সংগঠনের নাম কী?

উত্তর: ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’।

প্রশ্ন: বাংলাদেশে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় কবে?

উত্তর: ১৯৭৪ সালে।

প্রশ্ন: চলতি অর্থবছর (২০২৪-২০২৫) এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার কোনটি?

উত্তর: ইউরোপীয় ইউনিয়ন।

প্রশ্ন: দেশের দ্রুততম মানব কে?

উত্তর: মোহাম্মদ ইসমাইল।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

প্রশ্ন: মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম কী?

উত্তর: পেন্টাগন।

প্রশ্ন: বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা কে?

উত্তর: ফারুক-ই-আজম।

প্রশ্ন: সরকারি লেনদেন ‘ক্যাশলেস’ করার উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহক হিসেবে সঠিকতা যাচাইয়ে পরীক্ষামূলক পদ্ধতির নাম কী?

উত্তর: অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)।

প্রশ্ন: ‘লাবণী পয়েন্ট’ কোথায় অবস্থিত?

উত্তর: কক্সবাজার।

প্রশ্ন: জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত কে?

উত্তর: জুলি বিশপ।

প্রশ্ন: প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ কে?

উত্তর: খলিলুর রহমান।

প্রশ্ন: সম্প্রতি ভিয়েতনাম চীন থেকে আমদানীকৃত পণ্যে কত শতাংশ অ্যান্টি-ডাম্পিং লেভি (শুল্ক) আরোপের সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর: ২৭ দশমিক ৮৩ শতাংশ।

প্রশ্ন: মালিক-১ কী?

উত্তর: উন্নত জাতের তরমুজ।

প্রশ্ন: চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে?

উত্তর: ১ হাজার ৯৮৯ কোটি মার্কিন ডলার।

প্রশ্ন: চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে কত ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়?

উত্তর: ৬৬ কোটি ৯০ লাখ ডলার।

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে প্রবীণ বা সিনিয়র সিটিজেনের সংখ্যা কত?

উত্তর: ১ কোটি ৫০ লাখ।

প্রশ্ন: জাতীয় শহীদ মিনার কবে নির্মাণ করা হয়?

উত্তর: ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে।

প্রশ্ন: সম্প্রতি চীনে শনাক্ত হওয়া নতুন করোনা ভাইরাসের নাম কী?

উত্তর: “এইচকেইউ৫-কোভ-২”।

প্রশ্ন: রাশিয়ায় বার্ধক্য নিয়ে সর্বপ্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৯৩৮ সালে।

প্রশ্ন: বম ভাষায় প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?

উত্তর: মুনখাত দুত হেন (বাংলা নাম- বন্ধন)।

প্রশ্ন: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ জার্মান পার্লামেন্টের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তর: ২১তম।

Question: Which country ranks first in the Environmental Protection Index?

Answer: Estonia.

Question: What is the name of the headquarters of the United States Department of Defense?

Answer: The Pentagon.

Question: What is ‘HKU5-CoV-2’?

Answer: A new coronavirus.

Question: ‘Navak’ is a satellite of which country?

Answer: Iran.

Question: On which date has the government declared ‘National Martyr Soldier Day’?

Answer: February 25.

Question: Who is the author of the book ‘Small Loans, Big Dreams’?

Answer: Alex Counts.

Question: What is the name of the new organization formed by the families of martyrs in the student-public movement?

Answer: ‘July 24 Martyrs’ Family Society’.

Question: When was the first Kabaddi Test Series held in Bangladesh?

Answer: In 1974.

Question: According to the fiscal year 2024-2025, which is the largest market for Bangladesh’s garment sector?

Answer: The European Union.

Question: Who is the fastest man in Bangladesh?

Answer: Mohammad Ismail.

Question: What is the name of the U.S. Department of Defense?

Answer: The Pentagon.

Question: Who is the current Liberation War Affairs Adviser?

Answer: Farooq-e-Azam.

Question: What is the name of the experimental method introduced by Bangladesh Bank for verifying customers in the initiative to make government transactions ‘cashless’?

Answer: Account Verification System (AVS).

Question: Where is ‘Laboni Point’ located?

Answer: Cox’s Bazar.

Question: Who is the UN Secretary-General’s Special Envoy on Myanmar?

Answer: Julie Bishop.

Question: Who is the High Representative for Rohingya Affairs under the Chief Adviser?

Answer: Khalilur Rahman.

Question: What percentage of anti-dumping levy (tariff) has Vietnam recently decided to impose on imported goods from China?

Answer: 27.83%.

Question: What is ‘Malik-1’?

Answer: A high-yield variety of watermelon.

Question: How much did Bangladesh export in ready-made garments in the first six months (July-December) of the fiscal year 2024-25?

Answer: $19.89 billion.

Question: How much did Bangladesh export in leather and leather products in the first seven months of the current fiscal year?

Answer: $669 million.

Question: What is the current number of senior citizens in Bangladesh?

Answer: 15 million.

Question: When was the National Martyrs’ Monument built?

Answer: February 23, 1952.

Question: What is the name of the newly identified coronavirus in China?

Answer: “HKU5-CoV-2”.

Question: In which year was the first conference on aging held in Russia?

Answer: In 1938.

Question: What is the name of the first short film in the Bom language?

Answer: Munkhat Dut Hen (Bengali name: Bondhon).

Question: How many times has the German parliamentary election been held as of February 23, 2025?

Answer: 21 times.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment