Today In History 11 February
Today In History 11 February
আজকের উল্লেখযোগ্য ঘটনা
১৫৫৬: সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন।
১৭৫২: বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রথম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম শুরু হয়।
১৭৯৪: যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম অধিবেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৯১৬: জন্মনিয়ন্ত্রণ বিষয়ে বক্তৃতা দেওয়ার কারণে ইমা গোল্ডম্যান গ্রেফতার হন।
১৯১৯: এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৩৭: ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেওয়ায় কর্মবিরতি শেষ হয়।
১৯৪৩: দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর ইউরোপীয় সেনাপ্রধান হিসেবে জেনারেল ডুইট আইসেনহাওয়ারকে মনোনীত করা হয়।
১৯৫৩: সোভিয়েত ইউনিয়ন ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
১৯৫৩: গ্রীস ও তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু হয়।
১৯৬৪: তাইওয়ান ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
১৯৭২: বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
১৯৭৮: চীনে এরিস্টটল, শেক্সপিয়ার এবং চার্লস ডিকেন্সের ওপর গবেষণা নিষিদ্ধ করা হয়।
১৯৭৯:
- ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলকে জাতীয় স্মারকস্তম্ভ হিসেবে ঘোষণা করেন।
- আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনির নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়।
১৯৯০: দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বছরের রাজনৈতিক বন্দিত্ব শেষে মুক্তি পান নেলসন ম্যান্ডেলা।
জন্ম
১৮৪৭: টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী। (মৃ. ১৯৩১)
১৮৬১: ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী। (মৃ. ১৯০৭)
১৮৮২: ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালি কবি ও ছড়াকার। (মৃ. ১৯২২)
১৯০২: গোপাল হালদার, সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী। (মৃ. ১৯৯৩)
১৯১৫: রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৮: বেভান কংডন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
১৯৪৩: আসাদ চৌধুরী, বাংলাদেশি লেখক ও কবি।
১৯৪৪: বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি। (মৃ. ২০২১)
মৃত্যু
৬৪১: হেরাক্লিউস, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট।
১৬৫০: রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ। (জ. ১৫৯৬)
১৯৪৮: সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র তাত্ত্বিক।
১৯৬২: সজনীকান্ত দাস, ভারতের বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও সম্পাদক। (জ. ১৯০০)
১৯৭৪: সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশি সাহিত্যিক। (জ. ১৯০৪)
১৯৭৮: সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের নেতা। (জ. ১৯০৭)
১৯৮০: রমেশচন্দ্র মজুমদার, ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ। (জ. ১৮৮৪)
২০২২: ভীষ্ম গুহঠাকুরতা, ভারতীয় বাঙালি অভিনেতা।
Today In History 11 February
Significant Events of the Day
1556: Emperor Akbar ascends the Mughal throne.
1752: Benjamin Franklin inaugurates Pennsylvania Hospital, the first hospital in the United States.
1794: The U.S. Senate opens its first session to the public.
1916: Emma Goldman is arrested for giving a lecture on birth control.
1919: Friedrich Ebert of the SPD party is elected as the President of Germany.
1937: General Motors recognizes the sit-down strike of the United Auto Workers Union, ending the strike.
1943: During World War II, General Dwight D. Eisenhower is appointed as the Supreme Commander of Allied forces in Europe.
1953: The Soviet Union severs diplomatic ties with Israel.
1953: A war begins between Greece and Turkey in Limassol, Cyprus.
1964: Taiwan cuts diplomatic ties with France.
1972: Luxembourg, the Netherlands, Belgium, and Ireland recognize Bangladesh.
1978: China bans research on Aristotle, Shakespeare, and Dickens.
1979:
- Indian Prime Minister Morarji Desai declares the Cellular Jail of the Andaman Islands a national memorial.
- Under the leadership of Ayatollah Ruhollah Khomeini, Islamic rule is established in Iran.
1990: Nelson Mandela is released from Victor Verster Prison near Cape Town, South Africa, after 27 years of political imprisonment.
Births
1847: Thomas Alva Edison, American inventor and businessman. (d. 1931)
1861: Brahmabandhab Upadhyay, Indian Bengali theologian, journalist, and freedom fighter. (d. 1907)
1882: Satyendranath Dutta, Bengali poet and rhymester. (d. 1922)
1902: Gopal Haldar, writer, literary theorist, and freedom fighter. (d. 1993)
1915: Richard Hamming, American mathematician and computer scientist.
1938: Bevan Congdon, New Zealand cricketer.
1943: Asad Chowdhury, Bangladeshi writer and poet.
1944: Buddhadeb Dasgupta, renowned Indian Bengali filmmaker and poet. (d. 2021)
Deaths
641: Heraclius, Emperor of the Byzantine Empire.
1650: René Descartes, French philosopher, mathematician, and scientist. (b. 1596)
1948: Sergei Eisenstein, Soviet film director and theorist.
1962: Sajanikanta Das, Indian Bengali poet, literary critic, and editor. (b. 1900)
1974: Syed Mujtaba Ali, Bangladeshi Bengali writer. (b. 1904)
1978: Satyapriya Ray, West Bengal teacher and leader of the education movement. (b. 1907)
1980: Ramesh Chandra Majumdar, Indian Bengali professor and historian. (b. 1884)
2022: Bhishma Guhathakurta, Indian Bengali actor.