Today In History 14 February
Today In History 14 February
আজকের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা
৭৪৮ – আব্বাসীয় বিপ্লবের ধারাবাহিকতায় আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে বিদ্রোহীরা উমাইয়া খিলাফতের অন্তর্গত খোরাসানের রাজধানী মার্ভ দখল করে।
১১৩০ – ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন।
১৫০২ – স্প্যানিশ ইনকুইজিশনের নির্দেশ অনুযায়ী, গ্রানাডার মুসলিমদের ক্যাথলিক ধর্ম গ্রহণ অথবা স্পেন ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।
১৫৩৭ – পর্তুগিজদের হাত থেকে রক্ষা পেতে গুজরাটের সুলতান বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।
১৫৫৬ – মাত্র ১৪ বছর বয়সে সম্রাট আকবর তাঁর পিতা হুমায়ুনের স্থলাভিষিক্ত হয়ে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন।
১৬৬৩ – ফ্রান্সের রাজকীয় প্রদেশ হিসেবে কানাডাকে স্বীকৃতি দেওয়া হয়।
১৭৭৯ – আমেরিকান স্বাধীনতা যুদ্ধের অংশ হিসেবে জর্জিয়ার কেটল ক্রিকের যুদ্ধ সংঘটিত হয়।
১৭৭৯ – বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক হাওয়াই দ্বীপে স্থানীয়দের হাতে নিহত হন।
১৮৫৫ – টেক্সাস টেলিগ্রাফের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের সঙ্গে সংযুক্ত হয়।
১৮৮১ – অবিভক্ত ভারতে প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলকাতায় স্থাপিত হয়।
১৯১২ – চীনা প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ইউয়ান শি-কাই দায়িত্ব গ্রহণ করেন।
১৯২৯ – “ভালোবাসা দিবসের হত্যাকাণ্ড” নামে পরিচিত শিকাগোর গ্যাং সংঘর্ষে অল ক্যাপন দলের প্রতিদ্বন্দ্বী ৭ জন নিহত হন।
১৯৪৫ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও সৌদি বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যা সৌদি-আমেরিকা কূটনৈতিক সম্পর্কের ভিত্তি গড়ে দেয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কানাডা ও ফ্রান্স।
২০০৫ – বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আনুষ্ঠানিকভাবে চালু হয়।
২০১৯ – ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সৈন্য নিহত হন।
আজকের উল্লেখযোগ্য জন্মবার্ষিকী
১৪৮৩ – মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর জন্মগ্রহণ করেন।
১৭৬৬ – বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জন্মগ্রহণ করেন।
১৮১৮ – আমেরিকান লেখক ও মানবাধিকার কর্মী ফ্রেডেরিক ডগলাস জন্মগ্রহণ করেন।
১৮৫৯ – বিশ্বখ্যাত ফেরিস হুইলের উদ্ভাবক জর্জ ওয়াশিংটন ফেরিস জুনিয়র জন্মগ্রহণ করেন।
১৯৩৩ – বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা (মমতাজ জাহান দেহলভী) জন্মগ্রহণ করেন।
১৯৫২ – ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জন্মগ্রহণ করেন।
Today In History 14 February
Notable Historical Events of Today
748 – As part of the Abbasid Revolution, Abu Muslim Khorasani led rebels to capture Merv, the capital of the Umayyad province of Khorasan.
1130 – Pope Innocent II was elected as the head of the Catholic Church.
1502 – During the Spanish Inquisition, the Catholic rulers ordered the Muslims of Granada to either convert to Christianity or leave Spain.
1537 – Sultan Bahadur Shah of Gujarat drowned while fleeing from the Portuguese.
1556 – At the age of 14, Akbar succeeded his father, Humayun, and became the Mughal Emperor.
1663 – Canada was officially recognized as a royal province of France.
1779 – The Battle of Kettle Creek occurred in Georgia during the American Revolutionary War.
1779 – British explorer James Cook was killed by native Hawaiians in Hawaii.
1855 – Texas was connected to the rest of the United States through telegraph communication.
1881 – The first homeopathic medical college in undivided India was established in Kolkata.
1912 – Yuan Shikai became the first President of the Republic of China.
1929 – The infamous “Valentine’s Day Massacre” occurred in Chicago, where seven members of a rival gang were killed by Al Capone’s men.
1945 – U.S. President Franklin D. Roosevelt met Saudi King Abdul Aziz Ibn Saud, marking the beginning of U.S.-Saudi diplomatic relations.
1972 – Canada and France officially recognized Bangladesh as an independent country.
2005 – The popular video-sharing platform YouTube was officially launched.
2019 – A deadly terrorist attack in Pulwama, Jammu and Kashmir, killed 40 Indian paramilitary personnel.
Notable Birthdays Today
1483 – Babur, the founder of the Mughal Empire, was born.
1766 – Thomas Robert Malthus, renowned British economist and demographer, was born.
1818 – Frederick Douglass, American writer and abolitionist, was born.
1859 – George Washington Gale Ferris Jr., inventor of the famous Ferris wheel, was born.
1933 – Madhubala (Mumtaz Jehan Dehlavi), a legendary Bollywood actress, was born.
1952 – Sushma Swaraj, former Indian Minister of External Affairs, was born.