Today In History 2 February

Share:

Today In History 2 February

Today In History 2 February

ঐতিহাসিক ঘটনাবলি

  • ১৮১৪ – কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
  • ১৮১৭ – শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখা কলকাতায় স্থাপিত হয়।
  • ১৮৫৩শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন।
  • ১৮৬২শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
  • ১৮৮৮ – জন্মগ্রহণ করেন খান বাহাদুর হাশেম আলি খান, বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ।
  • ১৯০১রাণী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
  • ১৯১৩নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল চালু হয়।
  • ১৯২০ – নিউইয়র্ক শহরে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল উদ্বোধন হয়।
  • ১৯২২ – প্রকাশিত হয় জেমস জয়েসের বিখ্যাত উপন্যাস “ইউলিসিস”
  • ১৯৩৫ – যুক্তরাষ্ট্রের আদালতে প্রথমবারের মতো ফটোগ্রাফকে স্বাক্ষী ও প্রমাণ হিসেবে অনুমোদন করা হয়।
  • ১৯৪৩দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্টালিনগ্রাদের যুদ্ধ সমাপ্ত হয়; জার্মান সেনারা সোভিয়েতের কাছে আত্মসমর্পণ করে।
  • ১৯৫৭ইসকান্দার মির্জা পাকিস্তানে গুড্ডু ব্যারেজের ভিত্তি স্থাপন করেন।
  • ১৯৫৯ – বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শিশিরকুমার ভাদুড়ী ভারত সরকারের প্রদত্ত “পদ্মভূষণ” সম্মান প্রত্যাখ্যান করেন।
  • ১৯৮৯ – কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ফ্রান্সের সর্বোচ্চ সম্মান “লিজিয়ন ডি অনার” লাভ করেন।
  • ২০০৪ – সুইস টেনিস তারকা রজার ফেদারার টানা ২৩৭ সপ্তাহ ধরে টেনিসে এক নম্বর র‍্যাংকিং ধরে রাখার রেকর্ড গড়েন।
  • ২০১২পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি “এমভি রাবাউল কুইন” ডুবে দেড়শতাধিক প্রাণহানি ঘটে।

উল্লেখযোগ্য জন্ম

  • ১২০৮আরাগনের প্রথম জেমস, বার্সেলোনার কাউন্ট, আরাগণের রাজা। (মৃ. ১২৭৬)
  • ১৬৫০পোপ ত্রয়োদশ বেনেডিক্ট। (মৃ. ১৭৩০)
  • ১৮৮২জেমস জয়েস, আইরিশ ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও কবি। (মৃ. ১৯৪১)
  • ১৮৮৬উইলিয়াম রোজ বেনেট, মার্কিন কবি ও লেখক। (মৃ. ১৯৫০)
  • ১৮৮৯রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক। (মৃ. ১৯৬৪)
  • ১৯১৫খুশবন্ত সিং, বিশিষ্ট ভারতীয় সাংবাদিক ও লেখক। (মৃ. ২০১৪)
  • ১৯৩১পূর্ণেন্দু পত্রী, বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সাহিত্য গবেষক ও চিত্রপরিচালক। (মৃ. ১৯৯৭)
  • ১৯৩৬সুমিতা দেবী, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৩৯
    • ডেল টমাস মর্টেনসেন, মার্কিন অর্থনীতিবিদ, অর্থনীতিতে নোবেল বিজয়ী। (মৃ. ২০১৪)
    • হাসান আজিজুল হক, বাংলাদেশি গল্পকার ও কথাসাহিত্যিক। (মৃ. ২০২১)
  • ১৯৫৩হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা। (মৃ. ১৯৭১)
  • ১৯৭7শাকিরা, কলম্বিয়ান গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
  • ১৯৮৭
    • জেরার্ড পিকে, স্পেনীয় ফুটবলার।
    • ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার।
  • ১৯৯২নেইমার জুনিয়র, ব্রাজিলিয়ান ফুটবলার।

উল্লেখযোগ্য মৃত্যু

  • ১৪৪৮ইবনে হাজার আল-আসকালানি, মিশরীয় আইনবিদ ও পণ্ডিত। (জ. ১৩৭২)
  • ১৯০৭দিমিত্রি মেন্ডেলেভ, রুশ রসায়নবিদ ও পর্যায় সারণির জনক। (জ. ১৮৩৪)
  • ১৯৭০বারট্রান্ড রাসেল, ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক ও নোবেল বিজয়ী সাহিত্যিক। (জ. ১৮৭২)
  • ১৯৮৮কামরুল হাসান, বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। (জ. ১৯২১)
  • ২০০৬মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

Today In History 2 February

Historical Events

  • 1814 – The Indian Museum was established in Kolkata.
  • 1817 – The first branch of the Church Missionary Society was established in Kolkata for education and Christian missionary work.
  • 1853Shambhunath Pandit became the first Bengali to be appointed as a government lawyer at the Calcutta High Court.
  • 1862Shambhunath Pandit became the first Bengali to be appointed as the Chief Justice of the Calcutta High Court.
  • 1888 – Birth of Khan Bahadur Hashem Ali Khan, a prominent Bengali politician.
  • 1901Funeral of Queen Victoria was held.
  • 1913Grand Central Terminal in New York City was opened.
  • 1920Grand Central Terminal in New York City was inaugurated.
  • 1922James Joyce’s novel “Ulysses” was published.
  • 1935 – For the first time, a photograph was accepted as evidence in a United States court.
  • 1943World War II: The Battle of Stalingrad ended as German forces surrendered to the Soviet Union.
  • 1957Iskander Mirza laid the foundation stone of the Guddu Barrage in Pakistan.
  • 1959 – Noted theatre personality Shishir Kumar Bhaduri rejected the “Padma Bhushan” award conferred by the Government of India.
  • 1989Satyajit Ray received France’s highest honor, “Légion d’honneur”.
  • 2004 – Swiss tennis star Roger Federer set a record by holding the No. 1 ranking for 237 consecutive weeks.
  • 2012 – The ferry MV Rabaul Queen sank off the coast of Papua New Guinea, causing the deaths of more than 150 people.

Notable Birthdays

  • 1208James I of Aragon, Count of Barcelona and King of Aragon, Valencia, and Majorca. (d. 1276)
  • 1650Pope Benedict XIII. (d. 1730)
  • 1882James Joyce, Irish novelist, short story writer, and poet. (d. 1941)
  • 1886William Rose Benét, American poet and writer. (d. 1950)
  • 1889Princess Bibiji Amrit Kaur, Indian freedom fighter and politician. (d. 1964)
  • 1915Khushwant Singh, Indian journalist and writer. (d. 2014)
  • 1931Purnendu Patri, Indian Bengali poet, novelist, essayist, literary researcher, filmmaker, and cover designer. (d. 1997)
  • 1936Sumita Devi, Bangladeshi film actress.
  • 1939
    • Dale T. Mortensen, American economist and Nobel laureate in economics. (d. 2014)
    • Hasan Azizul Haque, Bangladeshi short story writer and novelist. (d. 2021)
  • 1953Hamidur Rahman, a martyr of the Bangladesh Liberation War, awarded the title Bir Sreshtho. (d. 1971)
  • 1977Shakira, Colombian singer, songwriter, and actress.
  • 1987
    • Gerard Piqué, Spanish footballer.
    • Imrul Kayes, Bangladeshi cricketer.
  • 1992Neymar Jr., Brazilian footballer.

Notable Deaths

  • 1448Ibn Hajar al-Asqalani, Egyptian scholar and jurist. (b. 1372)
  • 1907Dmitri Mendeleev, Russian chemist and inventor of the periodic table. (b. 1834)
  • 1970Bertrand Russell, British mathematician, educator, philosopher, writer, and Nobel Prize-winning author. (b. 1872)
  • 1988Kamrul Hasan, renowned Bengali painter from Bangladesh. (b. 1921)
  • 2006Mizanur Rahman Chowdhury, former Prime Minister of Bangladesh.

Leave a Comment