Today In History 26 February 2025

বিজ্ঞাপন Click Here
Click here
Share:

Today In History 26 February 2025

Today In History 26 February 2025

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুবার্ষিকী

ঘটনাবলী

  • ৩১৯ – চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (বর্তমান পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।
  • ১৫৩১ – পর্তুগালের লিসবনে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২০ হাজার লোক নিহত হয়।
  • ১৭৯৭ – ব্যাংক অব ইংল্যান্ড প্রথমবারের মতো এক পাউন্ডের নোট প্রচলন করে।
  • ১৮৪৮ – ফ্রান্সে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬৩ – মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।
  • ১৮৭০ – নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন চালু হয়।
  • ১৮৭১ – ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৮৮৪ – ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯০৭ – রয়েল ডাচ শেল ও ব্রিটিশ অয়েল একত্রিত হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের (BP) যাত্রা শুরু করে।
  • ১৯২১ – ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৩১ – কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
  • ১৯৩৭ – ব্রিটিশ বাংলায় প্রায় ২.২৫ লক্ষ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু হয়।
  • ১৯৫২ – ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির ঘোষণা দেয়।
  • ১৯৬৯ – রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
  • ১৯৮০ – ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
  • ১৯৮৭ – বাংলাদেশ জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয়।
  • ১৯৯১উপসাগরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।

জন্মবার্ষিকী

  • ১৮০২ – ভিক্টর হুগো, বিশ্বখ্যাত ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী।
  • ১৮৬১ – প্রথম ফার্দিনান্দ, বুলগেরিয়ার রাজা।
  • ১৮৬৯ – নাদেজদা ক্রুপস্কায়া, রুশ বিপ্লবী ও লেনিনের স্ত্রী।
  • ১৯০০ – অনাথনাথ বসু, বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ।
  • ১৯০৮ – লীলা মজুমদার, খ্যাতনামা শিশু সাহিত্যিক।
  • ১৯০৯ – তালাল বিন আবদুল্লাহ, জর্ডানের দ্বিতীয় বাদশাহ।
  • ১৯৩৬ – নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের বীর শহীদ মুক্তিযোদ্ধা।
  • ১৯৩৭ – মনমোহন দেসাই, বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
  • ১৯৬৩ – চন্দন সেন, বিশিষ্ট ভারতীয় বাঙালি নাট্যকার, নির্দেশক ও অভিনেতা।
  • ১৯৭৩ – ওলে গানার সলশেয়ার, নরওয়েজীয় ফুটবলার ও কোচ।
  • ১৯৮২ – লি না, চীনের টেনিস তারকা, যিনি প্রথম এশিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয় করেন।

মৃত্যুবার্ষিকী

  • ১৫৭৭ – ষোড়শ এরিক, সুইডেনের রাজা।
  • ১৯৬৬ – বিনায়ক দামোদর সাভারকর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা।
  • ১৯৮০ – শ্যামমোহিনী দেবী, নারীশিক্ষা বিস্তার ও ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিত্ব।
  • ১৯৮৫ – সন্তোষকুমার ঘোষ, খ্যাতিমান ভারতীয় বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
  • ১৯৮৬ – গোলাম মোহসিন বানান, ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও শিল্পী।
  • ২০০৮ – শিবনারায়ণ রায়, বিশিষ্ট বাঙালি দার্শনিক, সাহিত্য সমালোচক ও শিক্ষাবিদ।
  • ২০১৫ – অভিজিৎ রায়, বাংলাদেশি মুক্তচিন্তক, লেখক এবং “মুক্তমনা” ব্লগের প্রতিষ্ঠাতা
  • ২০২৪ – পঙ্কজ উদাস, বিখ্যাত ভারতীয় গজল শিল্পী।

Today In History 26 February 2025

Significant Events, Birthdays, and Death Anniversaries of This Day

Events

  • 319 – Chandragupta Maurya ascends the throne of Pataliputra (modern-day Patna) as Emperor.
  • 1531 – A devastating earthquake in Lisbon, Portugal, kills 20,000 people.
  • 1797 – The Bank of England issues the first £1 banknote.
  • 1848 – The Second French Republic is established.
  • 1863 – US President Abraham Lincoln signs the National Currency Act.
  • 1870 – The first subway line opens in New York.
  • 1871 – The Treaty of Versailles is signed between France and Germany.
  • 1884 – The first treaty between Britain and Portugal is signed.
  • 1907 – Royal Dutch Shell merges with British Oil to form British Petroleum (BP).
  • 1921 – A friendship treaty is signed between Iran and the Soviet Union.
  • 1931 – The foundation stone of the Muslim Institute is laid in Kolkata.
  • 1937 – A 74-day general strike begins in British Bengal, involving about 225,000 jute mill workers.
  • 1952 – Britain announces its nuclear bomb program.
  • 1969 – A roundtable conference is held between the government and opposition in Rawalpindi.
  • 1980 – Diplomatic relations are established between Israel and Egypt.
  • 1987 – The Bangla Language Act is passed in the Bangladesh Parliament.
  • 1991 – The Gulf War comes to an end.

Birth Anniversaries

  • 1802Victor Hugo, renowned French writer, politician, and human rights activist.
  • 1861Ferdinand I, Tsar of Bulgaria.
  • 1869Nadezhda Krupskaya, Russian revolutionary and wife of Lenin.
  • 1900Anathanath Bose, prominent Bengali educationist.
  • 1908Leela Majumdar, acclaimed children’s literature writer.
  • 1909Talal bin Abdullah, King of Jordan.
  • 1936Noor Mohammad Sheikh, a heroic freedom fighter of Bangladesh.
  • 1937Manmohan Desai, famous Indian film director and producer.
  • 1963Chandan Sen, notable Indian Bengali playwright, director, and actor.
  • 1973Ole Gunnar Solskjær, Norwegian footballer and coach.
  • 1982Li Na, the first Asian tennis player to win a Grand Slam title.

Death Anniversaries

  • 1577Eric XVI, King of Sweden.
  • 1966Vinayak Damodar Savarkar, Indian freedom fighter and Hindutva ideologue.
  • 1980Shyam Mohini Devi, a pioneer in women’s education and Indian independence movement.
  • 1985Santosh Kumar Ghosh, renowned Bengali writer and journalist from India.
  • 1986Gholam Mohsen Banān, eminent Iranian musician and singer.
  • 2008Shibnarayan Ray, renowned Bengali philosopher, literary critic, and educator.
  • 2015Avijit Roy, Bangladeshi free-thinker, writer, and founder of the “Mukto-Mona” blog.
  • 2024Pankaj Udhas, legendary Indian ghazal singer.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment