Daily GK 03 March 2025
Daily GK 03 March 2025
প্রশ্ন: ‘জুলাই- ২৪ স্কয়ার’ কোথায় অবস্থিত?
উত্তর: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
প্রশ্ন: জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে?
উত্তর: ২ মার্চ।
প্রশ্ন: ম্রো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তর: ম্রো রূপকথা।
প্রশ্ন: দেশে প্রথম এপিআই তৈরি শুরু করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস।
প্রশ্ন: তুরস্কের সাথে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে কোন গোষ্ঠী?
উত্তর: কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।
প্রশ্ন: সম্প্রতি, ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: সম্প্রতি, ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে কোন দেশ?
উত্তর: স্লোভাকিয়া।
প্রশ্ন: সম্প্রতি, যুক্তরাষ্ট্র কোন ভাষাকে সরকারি ভাষা করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে?
উত্তর: ইংরেজি।
প্রশ্ন: জাতীয় পতাকা দিবস পালিত হয় কবে?
উত্তর: ২ মার্চ।
প্রশ্ন: জনপ্রশাসন সংস্কার কমিশন ২৬টি ক্যাডার সার্ভিসকে কতটি সার্ভিসে রূপান্তরের প্রস্তাব করে?
উত্তর: ১৩টি সার্ভিস।
প্রশ্ন: নির্বাচন কমিশনের (২ মার্চ ২০২৫) তথ্যানুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা কত?
উত্তর: ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
প্রশ্ন: IMF এর তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র (জিডিপি- ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার)।
প্রশ্ন: GDP’র চূড়ান্ত হিসাব ২০২৩-২৪ অনুযায়ী, সেবা খাতে অবদানের হার কত?
উত্তর: ৫১.৪৪%।
প্রশ্ন: পিকেকে কোন দেশ ভিত্তিক মিলিশিয়া সংগঠন?
উত্তর: তুরস্ক (টানা ৪০ বছর যুদ্ধের পর যুদ্ধবিরতির ঘোষণা)।
প্রশ্ন: ইউরোপের কোন দেশ জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে?
উত্তর: সুইজারল্যান্ড।
Daily GK 03 March 2025
Question: Where is ‘July-24 Square’ located?
Answer: Jatiya Kabi Kazi Nazrul Islam University, Mymensingh.
Question: When is National Voter’s Day observed?
Answer: March 2.
Question: What is the name of the first Mro-language film?
Answer: Mro Rupkotha.
Question: Which company first started API production in Bangladesh?
Answer: Gonoshasthaya Pharmaceuticals.
Question: Which group has officially declared a ceasefire with Turkey?
Answer: Kurdistan Workers’ Party (PKK).
Question: Which country has recently approved the sale of $3 billion in arms to Israel?
Answer: The United States.
Question: Which country has recently announced the suspension of financial and military aid to Ukraine?
Answer: Slovakia.
Question: Which language has the United States recently declared as its official language through an executive order?
Answer: English.
Question: When is National Flag Day observed?
Answer: March 2.
Question: How many services has the Public Administration Reform Commission proposed to convert 26 cadre services into?
Answer: 13 services.
Question: According to the Election Commission’s latest (March 2) data, what is the total number of voters in Bangladesh?
Answer: 123,732,274 voters.
Question: According to the IMF, which is the world’s largest economy?
Answer: The United States (GDP – $30.34 trillion).
Question: What is the contribution of the service sector in the final GDP estimate for 2023-24?
Answer: 51.44%.
Question: PKK is a militia group based in which country?
Answer: Turkey (Declared a ceasefire after 40 years of conflict).
Question: Which European country has launched eco-friendly apartments?
Answer: Switzerland.