কাজী নজরুল ইসলাম রচিত কবিতা (কাব্য)
কাজী নজরুল ইসলাম রচিত কবিতা (কাব্য)
কবিতা (কাব্য) | কাব্যগ্রন্থ |
---|---|
নারী | সাম্যবাদী |
জীবন বন্দনা | সন্ধ্যা |
দারিদ্র্য | সিন্ধু-হিন্দোল |
বাতায়ন পাশে গুবাক তরুর সারি | চক্রবাক |
পূজারিণী | দোলন-চাঁপা |
সংকল্প | অগ্রপথিক (জিঞ্জির) |
মানুষ | সাম্যবাদী |
সিন্ধু | সিন্ধু-হিন্দোল |
সব্যসাচী | ফণি-মনসা |
গাহি তাহাদেরই গান | সন্ধ্যা |
চল্ চল্ চল্ | সন্ধ্যা (বাংলাদেশের রণসঙ্গীত) |
কুলি-মজুর | সাম্যবাদী |
বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর:
০১. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? [৪০তম বিসিএস]
উত্তর: ১৯২১ সন
০২. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [৩১, ১৯তম বিসিএস]
উত্তর: অগ্নি-বীণা
০৩. প্রশ্ন: ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? [২৬তম বিসিএস]
উত্তর: সিন্ধু-হিন্দোল
০৪. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? [২০তম বিসিএস]
উত্তর: রাঙাজবা
নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর:
০১. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী? [দুদক, কোর্ট পরিদর্শক ‘২২] অথবা, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম- [ডাক অধিদপ্তরের অধীন উপজেলা পোস্টমাস্টার ‘১৬; থানা সহকারী শিক্ষা অফিসার ‘০৩]
উত্তর: মুক্তি
০২. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [পরিবেশ অধিদপ্তরে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ‘২০]
উত্তর: অগ্নি-বীণা
০৩. প্রশ্ন: ‘নারী’ কবিতার রচয়িতা কে? [পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি এটেনডেন্ট ‘২০]
উত্তর: কাজী নজরুল ইসলাম
০৪. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [জুনিয়র পরিসংখ্যান সহকারী ‘২০]
উত্তর: অগ্নি-বীণা
০৫. প্রশ্ন: ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ কার কবিতার অংশ? [বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর ‘২০]
উত্তর: কাজী নজরুল ইসলাম
০৬. প্রশ্ন: কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? [এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার ‘১৯; সহকারী জজ ‘১৯]
উত্তর: আনন্দময়ীর আগমনে
০৭. প্রশ্ন: কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়? [পিটিআইসমূহের ইন্সট্রাক্টর ‘১৯]
উত্তর: আনন্দময়ীর আগমনে
০৮. প্রশ্ন: ‘নারী’ কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ‘১৬]
উত্তর: সাম্যবাদী
০৯. প্রশ্ন: নজরুলের বিখ্যাত কবিতা কোনটি? [SESIP গবেষণা কর্মকর্তা ‘১৫; সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ‘১৩]
উত্তর: বিদ্রোহী
১০. প্রশ্ন: নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? [৯ম বিজেএস (সহকারী জজ) ‘১৪]
উত্তর: সাপ্তাহিক বিজলীতে
১১. প্রশ্ন: ‘পূজারিণী’ কবিতার লেখক কে? [পল্লী উন্নয়ন বোর্ডের মাঠকর্মী ‘১৪ ও উপ-প্রকল্প কর্মকর্তা ‘১৩]
উত্তর: কাজী নজরুল ইসলাম
১২. প্রশ্ন: কাজী নজরুলের ‘মোহররম’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? [শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা ‘০৯]
উত্তর: অগ্নি-বীণা
১৩. প্রশ্ন: কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? [যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ‘০৯]
উত্তর: ছায়াহরিণ
১৪. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়? [সহকারী জজ ‘০৮]
উত্তর: ১৯২১
১৫. প্রশ্ন: কোনটি নজরুলের রচনা? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ‘০৭]
উত্তর: শিশু ভোলানাথ
১৬. প্রশ্ন: কোনটি নজরুল ইসলামের রচিত নয়? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক ‘০৬]
উত্তর: অশ্রুমালা
১৭. প্রশ্ন: ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? [নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ‘০৬]
উত্তর: খেয়াপারের তরণী
১৮. প্রশ্ন: ‘ঝিঙেফুল’ কবিতার কবি হচ্ছেন- [স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডিতে সহকারী প্রকৌশলী ‘০৫]
উত্তর: কাজী নজরুল ইসলাম
১৯. প্রশ্ন: কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম প্রণীত? [তথ্য মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশলী গ্রেড-২ ‘০৪]
উত্তর: সাম্যবাদী
২০. প্রশ্ন: ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কাজী নজরুল ইসলামের এ কবিতায় ‘গুবাক’ শব্দের অর্থ: [থানা সহকারী অফিসার ‘০৪]
উত্তর: সুপারি
২১. প্রশ্ন: ‘খেয়াপারের তরণী’ কবিতার কবি কে? [উপজেলা/থানা শিক্ষা অফিসার ‘০৪]
উত্তর: কাজী নজরুল ইসলাম
২২. প্রশ্ন: ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কে রচনা করেন? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের চীফ ইন্সট্রাক্টর ‘০৩]
উত্তর: কাজী নজরুল ইসলাম
২৩. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? [সাব-রেজিস্ট্রার ‘০৩]
উত্তর: লাঙল
২৪. প্রশ্ন: কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? [প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‘০১]
উত্তর:
২৫. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? [থানা প্রকৌশলী ‘৯৯]
উত্তর: সর্বহারা
ব্যাংক/বিমা পরীক্ষার প্রশ্নোত্তর:
০১. প্রশ্ন: কোন রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? [BSBK, ওয়ারহা, সুপার, ও ক্যাশিয়ার ‘২২]
উত্তর: আনন্দময়ীর আগমনে
০২. প্রশ্ন: কাজী নজরুলের ‘চল চল চল’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? [পূবালী ব্যাংক জুনিয়র অফিসার ‘১৩]
উত্তর: কোনোটিই নয়
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর:
০১. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতায় উল্লেখকৃত ‘শাক্যমুনি’ কে? [ঢাবি (D ইউনিট) ‘২০-২১]
উত্তর: গৌতম বুদ্ধ
০২. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? [রাবি (A ইউনিট) ‘২০-২১]
উত্তর: সঞ্চিতা
০৩. প্রশ্ন: কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? [চবি (B ইউনিট) ‘২০-২১]
উত্তর: হোমশিখা
০৪. প্রশ্ন: কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ নয়? [জাবি (AP ইউনিট) ‘১৮-১৯]
উত্তর: কারাগার