Today In History 4 March

বিজ্ঞাপন Click Here
Click here
Share:

Today In History 4 March

Today In History 4 March

আজকের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা

ঘটনাবলী:

  • ১১৫২ – ফ্রেডেরিক বারবারোসা জার্মান রাজা নির্বাচিত হন।
  • ১৩৮৬ – ভ্লাদিস্লাভ দ্বিতীয় পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।
  • ১৩৯৭ – অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
  • ১৬৬৫ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
  • ১৭৮৪ – ফ্রান্সিস গ্লাডউইনের সম্পাদনায় ‘ক্যালকাটা গেজেট’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৭৮৯ – মার্কিন সংবিধান কার্যকর হয়।
  • ১৮২৩ – গ্রীসের সেনারা ত্রিপোলিৎজা শহরে ১২ হাজার মুসলমানকে হত্যা করে।
  • ১৮৩৬ – লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।
  • ১৮৪৮ – অস্ট্রিয়ার বিরুদ্ধে হাঙ্গেরীর স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
  • ১৮৫১ – ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৫৭ – কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়।
  • ১৮৭৯ – নারীদের জন্য উচ্চশিক্ষা প্রসারে কলকাতায় ‘বেথুন কলেজ’ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১৯ – কমিনটার্ন (কমিউনিস্ট আন্তর্জাতিক) গঠিত হয়।
  • ১৯২৪ – ভারতের পতাকা সংগীত ‘বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা, ঝণ্ডা উঁচা রহে হমারা’ শ্যামলাল গুপ্ত ‘পার্ষদ’ রচনা করেন।
  • ১৯৩১ – বন্দি মুক্তি দিবসে গান্ধী-আর উইন চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৩৩ – ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হন।
  • ১৯৫১ – নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু হয়।
  • ১৯৭০ – ভূমধ্যসাগরের বিভিয়েরায় ৫৭ যাত্রীসহ একটি ফরাসি ডুবোজাহাজ নিখোঁজ হয়।
  • ১৯৭১ – রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়।
  • ১৯৭২ – স্বাধীন বাংলাদেশে প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট চালু হয়।
  • ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা
  • ১৯৭৪ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কাতার
  • ১৯৭৭ – রুমানিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক মানুষ নিহত হয়।
  • ১৯৮৮ – বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
  • ১৯৯০ – দক্ষিণ আফ্রিকার সিসকেইয়ের সরকার উৎখাত হয়।
  • ১৯৯১ – ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু হয়।
  • ১৯৯৮ – পাকিস্তানে আকস্মিক বন্যায় ৩০০ জন নিহত এবং ১৫০০ জন নিখোঁজ হয়।

আজকের বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন

  • ১৮৫৬ – বিদুষী কবি তরু দত্ত (মৃত্যু: ১৮৭৭)।
  • ১৯৩২ – গ্র্যামি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা মিরিয়াম মাকেবা
  • ১৯৬৫ – বাংলাদেশি লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক

আজকের উল্লেখযোগ্য মৃত্যু

  • ১১৯৩ – কুর্দি সুলতান সালাউদ্দিন
  • ১৫৫২ – দ্বিতীয় শিখ গুরু গুরু অঙ্গদ
  • ১৮৫২ – রুশ লেখক নিকোলাই গোগোল (জন্ম: ১৮০৯)।
  • ১৯২৫ – চিত্রশিল্পী, সংগীতজ্ঞ ও নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (জন্ম: ১৮৪৯)।
  • ১৯৩৯ – ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী লালা হর দয়াল (জন্ম: ১৮৮৪)।
  • ১৯৪১ – মার্কিন ঔপন্যাসিক শেরউড অ্যান্ডারসন
  • ১৯৬৩ – মার্কিন চিকিৎসক ও কবি উইলিয়াম কার্লোস উইলিয়াম
  • ১৯৬৭ – ইরানের প্রাক্তন প্রধানমন্ত্রী মোহাম্মাদ মোসাদ্দেক
  • ১৯৭৬ – বাংলা সাহিত্যের বিশিষ্ট ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায়
  • ১৯৭৮ – বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন
  • ১৯৮৩ – জনপ্রিয় বাঙালি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় (জন্ম: ১৯২০)।
  • ১৯৯০ – ইরানীয় গবেষক ও শিক্ষাবিদ আলী শাফায়ী
  • ২০১১ – নোবেল পুরস্কার বিজয়ী ওলন্দাজ চিকিৎসক সাইমন ভ্যান ডের মার
  • ২০১২ – মার্কিন অভিনেতা ও লেখক জন টেলর
  • ২০১৬ – বাঙালি অধ্যাপক ও ভাষাবিদ নির্মল দাশ (জন্ম: ১৯৪০)।
  • ২০২১ – বাংলাদেশি রাজনীতিবিদ ও বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম (জন্ম: ১৯৩৯)।
  • ২০২২ – বিশ্বখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন (জন্ম: ১৯৬৯)।

আজকের দিনের ঐতিহাসিক ঘটনাবলী ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ করে আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি এবং ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারি।

Today In History 4 March

Important Historical Events of the Day

Events:

  • 1152 – Frederick Barbarossa is elected King of Germany.
  • 1386 – Władysław II is elected King of Poland.
  • 1397 – The foundation stone of New College, Oxford, is laid.
  • 1665 – King Charles II of England declares war against the Netherlands.
  • 1784 – The first edition of Calcutta Gazette, edited by Francis Gladwin, is published.
  • 1789 – The United States Constitution comes into effect.
  • 1823 – Greek forces massacre 12,000 Muslims in the city of Tripolitsa.
  • 1836 – Lord Auckland is appointed Governor-General of India.
  • 1848 – The Hungarian Revolution against Austria begins.
  • 1851 – The Geological Survey of India is established in Kolkata.
  • 1857 – The first photography exhibition by the Photographic Society of Bengal is held at Kolkata Town Hall.
  • 1879Bethune College is founded in Kolkata to promote higher education for women.
  • 1919 – The Communist International (Comintern) is established.
  • 1924 – Indian flag anthem “Vijayi Vishwa Tiranga Pyara, Jhanda Ooncha Rahe Hamara” is composed by Shyamlal Gupta ‘Parshad’.
  • 1931 – The Gandhi-Irwin Pact is signed on Prisoner Release Day.
  • 1933 – Franklin D. Roosevelt is inaugurated as President of the United States.
  • 1951 – The first Asian Games begin in New Delhi, India.
  • 1970 – A French submarine with 57 passengers goes missing in the Mediterranean Sea.
  • 1971Radio Pakistan Dhaka is renamed Dhaka Betar Kendra (Dhaka Radio Center).
  • 1972 – The first 1 Taka and 100 Taka banknotes are introduced in independent Bangladesh.
  • 1972 – Sri Lanka recognizes Bangladesh as an independent country.
  • 1974 – Qatar recognizes Bangladesh as an independent nation.
  • 1977 – A devastating earthquake in Romania kills over a thousand people.
  • 1988 – The Jatiya Party wins a majority in Bangladesh’s national parliamentary elections.
  • 1990 – The government of Ciskei, South Africa, is overthrown.
  • 1991 – Kurdish uprisings begin in Iraq.
  • 1998 – A sudden flood in Pakistan kills 300 people and leaves 1,500 missing.

Notable Birthdays

  • 1856Toru Dutt, distinguished poet (d. 1877).
  • 1932Miriam Makeba, Grammy Award-winning South African singer.
  • 1965Anisul Hoque, Bangladeshi writer, playwright, and journalist.

Notable Deaths

  • 1193Salahuddin (Saladin), Kurdish Sultan.
  • 1552Guru Angad, the second Sikh Guru.
  • 1852Nikolai Gogol, Russian writer (b. 1809).
  • 1925Jyotirindranath Tagore, artist, musician, and playwright (b. 1849).
  • 1939Lala Har Dayal, Indian revolutionary freedom fighter (b. 1884).
  • 1941Sherwood Anderson, American novelist.
  • 1963William Carlos Williams, American physician and poet.
  • 1967Mohammad Mosaddegh, Iranian politician and former Prime Minister.
  • 1976Shailajananda Mukhopadhyay, Bengali novelist.
  • 1978Abul Kalam Shamsuddin, Bengali writer, journalist, and editor.
  • 1983Bhanu Bandopadhyay, renowned Bengali actor (b. 1920).
  • 1990Ali Shafayi, Iranian researcher and scholar.
  • 2011Simon van der Meer, Dutch physician and Nobel Laureate.
  • 2012John Taylor, American actor and writer.
  • 2016Nirmal Das, Bengali professor and linguist (b. 1940).
  • 2021Hossain Toufique Imam, Bangladeshi politician and the first Cabinet Secretary of Bangladesh (b. 1939).
  • 2022Shane Warne, legendary Australian cricketer (b. 1969).

By remembering these historical events and notable individuals, we can learn from the past and move towards a better future.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment