Today In History 9 March

বিজ্ঞাপন Click Here
Click here
Share:

Today In History 9 March

Today In History 9 March

ঐতিহাসিক ঘটনাবলী

  • ১০৭৪ – পোপ সপ্তম গ্রেগরী বিবাহিত পাদ্রীদের ধর্মচ্যুত করেন।
  • ১৪৫১ – ইতালীয় নৌ-অভিযাত্রী আমেরিগো ভেসপুচির জন্ম, যার নামানুসারে আমেরিকার নামকরণ করা হয়।
  • ১৭৭৬ – আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েল্থ অব নেশন্স প্রকাশিত হয়।
  • ১৮৫৮ – সম্রাট বাহাদুর শাহ জাফর (২) ব্রিটিশদের দ্বারা রেঙ্গুনে নির্বাসিত হন।
  • ১৮৭২ – ব্রাহ্মধর্ম প্রচারের লক্ষ্যে ব্রাহ্মধর্ম বোধিনী সভা প্রতিষ্ঠিত হয়।
  • ১৯০২ – ব্রিটিশ সেনাদের দায়িত্ব পালনকালে কিংবা অন্য সময়ে চশমা ব্যবহারের অনুমতি প্রদান করা হয়।
  • ১৯১৮ – রাশিয়ার রাজধানী পেত্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।
  • ১৯৩০ – লন্ডনে প্রথমবারের মতো হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
  • ১৯৪৪ – মার্কিন বাহিনী বার্লিনে দিবালোকে বোমাবর্ষণ শুরু করে।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
  • ১৯৫৬
    • মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
    • আবুল কাসেম ফয়জুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন।
  • ১৯৬১ – সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-৯ নভোযানের মাধ্যমে প্রথমবারের মতো মহাশূন্যে লাইকা নামের একটি কুকুর প্রেরণ করে।
  • ২০১৫ – বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো ইংল্যান্ডকে পরাজিত করে নকআউট পর্বে উন্নীত হয়।

উল্লেখযোগ্য জন্ম

  • ১৪৫২ – আমেরিগো ভেসপুচি, বিখ্যাত নৌ-অভিযাত্রী ও মানচিত্রকার।
  • ১৭৬৭ – উইলিয়াম কচেট, প্রাবন্ধিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
  • ১৮০৯ – পাগলা কানাই, খ্যাতিমান মরমী কবি।
  • ১৮১৪ – টারাস শেভচেঙ্কো, ইউক্রেনীয় কবি ও নাট্যকার।
  • ১৮৯০ – ভ্যাচেস্লাভ মলোটভ, রাশিয়ান রাজনীতিবিদ ও মন্ত্রী।
  • ১৯০৭ – মির্চা এলিয়াদ, রোমানিয়ান লেখক ও দার্শনিক।
  • ১৯২৩ – ওয়াল্টার কোন, নোবেল বিজয়ী পদার্থবিদ।
  • ১৯২৯ – জিল্লুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি।
  • ১৯৩৪
    • কাইয়ুম চৌধুরী, স্বনামধন্য চিত্রশিল্পী।
    • ইউরি গ্যাগারিন, বিশ্বের প্রথম মহাকাশচারী।
  • ১৯৪২ – জন কালে, ওয়েলশ গায়ক, গীতিকার ও সুরকার।
  • ১৯৪৩ – রবার্ট জেমস ববি ফিশার, কিংবদন্তি দাবা খেলোয়াড়।
  • ১৯৫১ – জাকির হুসেইন, খ্যাতিমান ভারতীয় তবলা বাদক।
  • ১৯৬4 – জুলিয়েট বিনোচে, ফরাসি অভিনেত্রী।
  • ১৯৭৫ – হুয়ান সেবাস্তিয়ান ভেরন, আর্জেন্টিনার ফুটবলার।

উল্লেখযোগ্য মৃত্যু

  • ১৩৫৪ – আয়াতুল্লাহ সাইয়্যেদ হাসান সাদর, প্রখ্যাত ইসলামি পণ্ডিত।
  • ১৬৬১ – কার্ডিনাল মাজারিন, ইতালীয়-ফরাসি শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
  • ১৮৫১ – হান্স ক্রিশ্চিয়ান অরস্টেড, ডেনিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
  • ১৮৫৮ – মদনমোহন তর্কালঙ্কার, বিশিষ্ট কবি ও নাট্যকার।
  • ১৯৭৪ – আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, নোবেল বিজয়ী শারীরবিজ্ঞানী।
  • ১৯৮১ – ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী জীববিজ্ঞানী।
  • ১৯৮৮ – কার্ট গেয়র্গ কিয়েসিঙ্গের, জার্মান রাজনীতিবিদ।
  • ১৯৯২ – মেনাখেম বেগিন, নোবেল বিজয়ী ইসরায়েলি রাজনীতিবিদ।
  • ১৯৯৪ – দেবিকা রাণী, ভারতীয় চলচ্চিত্রের ‘ফার্স্ট লেডি’ খ্যাত অভিনেত্রী।
  • ২০১২ – জয় মুখার্জি, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
  • ২০১৫ – অ্যালেক্সিস ভাস্টিন, ফরাসি মুষ্টিযোদ্ধা।

এই দিনটির ইতিহাস বহু গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম ও মৃত্যু দ্বারা সমৃদ্ধ।

Today In History 9 March

Historical Events

  • 1074 – Pope Gregory VII excommunicated married priests.
  • 1451 – Birth of Amerigo Vespucci, after whom America was named.
  • 1776The Wealth of Nations, written by Adam Smith, was published, marking the foundation of modern economics.
  • 1858 – Emperor Bahadur Shah Zafar II was exiled to Rangoon by the British.
  • 1872 – The Brahmo Dharma Bodhini Sabha was established to promote Brahmoism.
  • 1902 – British soldiers were granted the right to wear glasses while on duty.
  • 1918 – Russia moved its capital from Petrograd to Moscow.
  • 1930 – The first frozen food retailing began in London.
  • 1944 – The U.S. Army began daylight bombing raids on Berlin.
  • 1956
    • Morocco regained independence from France.
    • Abul Kasem Fazlul Huq was appointed as the Governor of East Pakistan.
  • 1961 – The Soviet Union sent the first dog, Laika, into space aboard Sputnik-9.
  • 2015 – Bangladesh defeated England in the Cricket World Cup and advanced to the knockout stage for the first time.

Notable Birthdays

  • 1452 – Amerigo Vespucci, Italian explorer and cartographer.
  • 1767 – William Cochett, essayist and politician.
  • 1809 – Pagla Kanai, renowned mystic poet.
  • 1814 – Taras Shevchenko, Ukrainian poet and playwright.
  • 1890 – Vyacheslav Molotov, Russian politician and minister.
  • 1907 – Mircea Eliade, Romanian writer and philosopher.
  • 1923 – Walter Kohn, Nobel Prize-winning physicist.
  • 1929 – Zillur Rahman, President of Bangladesh.
  • 1934
    • Qayyum Chowdhury, renowned Bangladeshi painter.
    • Yuri Gagarin, Russian pilot and the first human in space.
  • 1942 – John Cale, Welsh singer, songwriter, and composer.
  • 1943 – Bobby Fischer, American chess grandmaster and writer.
  • 1951 – Zakir Hussain, Indian tabla player, composer, and actor.
  • 1964 – Juliette Binoche, French actress.
  • 1975 – Juan Sebastián Verón, Argentine footballer.

Notable Deaths

  • 1354 – Ayatollah Sayyid Hassan Sadr, Islamic scholar.
  • 1661 – Cardinal Mazarin, Italian-French scholar and politician.
  • 1851 – Hans Christian Ørsted, Danish physicist and chemist.
  • 1858 – Madanmohan Tarkalankar, poet, scholar, and playwright.
  • 1974 – Earl Wilbur Sutherland Jr., Nobel Prize-winning physiologist.
  • 1981 – Max Delbrück, Nobel-winning scientist.
  • 1988 – Kurt Georg Kiesinger, German politician.
  • 1992 – Menachem Begin, Nobel laureate and Israeli politician.
  • 1994 – Devika Rani, Indian actress known as the ‘First Lady of Indian Cinema.’
  • 2012 – Joy Mukherjee, Indian film actor and director.
  • 2015 – Alexis Vastine, French boxer.

This day in history has witnessed significant events, remarkable births, and notable deaths across different fields.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment