Daily GK 14 April 2025
Daily GK 14 April 2025
প্রশ্ন: ‘চৈত্র সংক্রান্তি’ পালিত হয় কবে?
উত্তর: ১৩ এপ্রিল।
প্রশ্ন: দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী কত শতাংশ?
উত্তর: ৪৭ দশমিক ২ শতাংশ।
প্রশ্ন: সম্প্রতি, মেক্সিকোর জনপ্রিয় ম্যাগাজিন ‘মুন্ডো’-এর কভার স্টোরিতে জায়গা পেয়েছে-
উত্তর: বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন।
প্রশ্ন: বাংলাদেশের স্পেশাল অলিম্পিকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আশরাফ দাওলা।
প্রশ্ন: ফোর্বসের তালিকায় ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ধনী কে?
উত্তর: ইলন মাস্ক।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করেছে কোন দেশ?
উত্তর: চীন।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
প্রশ্ন: প্রথমবারের মতো হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে কোথায়?
উত্তর: পাকিস্তানে।
প্রশ্ন: ক্রিকেটে বিশেষ অবদানের জন্য যুক্তরাজ্যের সম্মানজনক উপাধি ‘নাইটহুড’ পাচ্ছেন কে?
উত্তর: ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন।
প্রশ্ন: সম্প্রতি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১২ এপ্রিল, ২০২৫।
প্রশ্ন: সম্প্রতি কোন দেশ বাংলাদেশে হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে?
উত্তর: চীন।
প্রশ্ন: মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মোট আয়তন কত?
উত্তর: ১ হাজার ৩১ একর।
প্রশ্ন: বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে নাসার নেতৃত্বাধীন ‘আর্টেমিস’ চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তর: ৮ এপ্রিল, ২০২৫।
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর: ১০৩.৬ বিলিয়ন ডলার।
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের কত শতাংশ পরিবার অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে?
উত্তর: ৭২.৩%।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ভার্সাই চুক্তি।
প্রশ্ন: সম্প্রতি কোন দুটি দেশের ‘অভিবাসী সুরক্ষা সুবিধা’ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন?
উত্তর: আফগানিস্তান ও ক্যামেরুন।
Daily GK 14 April 2025
Question: When is ‘Chaitra Sankranti’ celebrated?
Answer: 13 April.
Question: What percentage of people in the country currently use the internet?
Answer: 47.2 percent.
Question: Recently, the cover story of Mexico’s popular magazine ‘Mundo’ featured—
Answer: The student and mass movement of Bangladesh.
Question: Who is the founder of Special Olympics Bangladesh?
Answer: Ashraf Dowla.
Question: Who is the richest person in the world in 2025 according to Forbes?
Answer: Elon Musk.
Question: Which country has built the highest bridge in the world?
Answer: China.
Question: Where will the first Wheelchair Cricket World Cup be held?
Answer: Pakistan.
Question: Who is receiving the prestigious ‘Knighthood’ title in the UK for contributions to cricket?
Answer: England’s legendary pacer James Anderson.
Question: When was the ‘March for Gaza’ held in solidarity with Palestinians?
Answer: 12 April, 2025.
Question: Which country has recently announced plans to build a hospital in Bangladesh?
Answer: China.
Question: What is the total area of the Matarbari Deep Sea Port?
Answer: 1,031 acres.
Question: When did Bangladesh sign the NASA-led ‘Artemis Accords’ as the 54th country?
Answer: 8 April, 2025.
Question: What is the current amount of Bangladesh’s foreign debt?
Answer: 103.6 billion USD.
Question: What percentage of households in Bangladesh use at least one smartphone?
Answer: 72.3%.
Question: Which treaty was signed between the Allied Powers and Germany after World War I?
Answer: Treaty of Versailles.
Question: Which two countries recently had their ‘immigration protection privileges’ revoked by the Trump administration?
Answer: Afghanistan and Cameroon.