Daily GK 16 April 2025
Daily GK 16 April 2025
প্রশ্ন: দেশে বর্তমানে নদ-নদীর সংখ্যা কয়টি?
উত্তর: ১ হাজার ৪১৫টি।
প্রশ্ন: সম্প্রতি, দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল করা হয়েছে?
উত্তর: ১০টি।
প্রশ্ন: বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ কয়টি সমঝোতা স্মারক (MOU) সই হয়েছে?
উত্তর: ৬টি।
প্রশ্ন: বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় কয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন?
উত্তর: ২৮টি।
প্রশ্ন: বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
প্রশ্ন: ‘রোকেটসান’ কী ধরণের সংস্থা?
উত্তর: ক্ষেপণাস্ত্র নির্মাতা।
প্রশ্ন: সম্প্রতি, ‘আনতালিয়া কূটনীতি ফোরাম-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে কোথায়?
উত্তর: তুরস্কে।
প্রশ্ন: এআই মডেল ব্যবহার করে প্রথমবারের মতো ‘কোয়েক টু’ গেম তৈরি করেছে—
উত্তর: মাইক্রোসফট।
প্রশ্ন: দেশে বর্তমানে সার্বিক মূল্যস্ফীতি কত?
উত্তর: ৯.৩২ শতাংশ।
প্রশ্ন: চলতি ২০২৪-২৫ অর্থবছরে সিএসআর (CSR) ব্যয়ে শীর্ষ ব্যাংক কোনটি?
উত্তর: মার্কেন্টাইল ব্যাংক।
প্রশ্ন: বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে নতুন করে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে?
উত্তর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
প্রশ্ন: ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির লেখক কে?
উত্তর: অদ্বৈত মল্লবর্মণ।
প্রশ্ন: সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ এসেছে—
উত্তর: ৩ হাজার ১০০ কোটি টাকা।
প্রশ্ন: অর্থ মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার কত টাকা নির্ধারণ করতে যাচ্ছে?
উত্তর: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
প্রশ্ন: ‘ফোর্বস ম্যাগাজিন’ কোন দেশভিত্তিক প্রকাশনা সংস্থা?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: বাংলাদেশ ১৯৭১ সালের আগে অবিভক্ত পাকিস্তানে থাকা কী পরিমাণ সম্পদ ফেরতের আনুষ্ঠানিক দাবি উত্থাপন করতে যাচ্ছে?
উত্তর: ৪.৫২ বিলিয়ন ডলার।
Daily GK 16 April 2025
Question: How many rivers and canals are there currently in the country?
Answer: 1,415.
Question: Recently, how many economic zone plans have been canceled in the country?
Answer: 10.
Question: How many Memorandums of Understanding (MOUs) were signed at the Bangladesh Investment Summit 2025?
Answer: 6.
Question: How many indigenous communities participated in the Bengali New Year’s colorful rally?
Answer: 28.
Question: Which country is the top producer of wheat in the world?
Answer: China.
Question: What type of organization is ‘Roketsan’?
Answer: Missile manufacturer.
Question: Where was the ‘Antalya Diplomacy Forum 2025’ held recently?
Answer: Turkey.
Question: Which company has recently created a version of the game ‘Quake II’ using an AI model for the first time?
Answer: Microsoft.
Question: What is the current overall inflation rate in the country?
Answer: 9.32%.
Question: Which bank tops the CSR expenditure in the fiscal year 2024–25?
Answer: Mercantile Bank.
Question: Which new ministry has been assigned to Trade, Textiles, and Jute Adviser Sheikh Bashir Uddin?
Answer: Ministry of Civil Aviation and Tourism.
Question: Who is the author of the novel “Titas Ekti Nadir Naam”?
Answer: Advaita Mallabarman.
Question: How much investment was announced at the recently held investment summit in Bangladesh?
Answer: 3,100 crore BDT.
Question: What is the proposed size of the national budget for the fiscal year 2025–26?
Answer: 7.90 lakh crore BDT.
Question: Which country publishes Forbes Magazine?
Answer: United States.
Question: How much worth of assets is Bangladesh planning to formally claim from pre-1971 undivided Pakistan?
Answer: 4.52 billion USD.