Today In History 19 May

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 19 May

Today In History 19 May


ঘটনাবলী

  • ১৫২১ – ওসমানিয়া সাম্রাজ্যের সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষের পর বেলগ্রেড (বর্তমান সার্বিয়া) দখল করে।
  • ১৫৩৬ – পুত্র সন্তান জন্মদানে ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী অ্যান বোলিনের শিরশ্ছেদ।
  • ১৫৬৮ – ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ স্কটল্যান্ডের রানী মেরিকে গ্রেফতারের নির্দেশ দেন।
  • ১৫৮৮ – স্প্যানিশ আর্মাডা ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
  • ১৬৩৫ – ফ্রান্স, স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৬৪৯ – রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকর হলে ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
  • ১৮৯৭ – ইংরেজ কবি অস্কার ওয়াইল্ড কারামুক্ত হন।
  • ১৯৩০ – দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নারীরা ভোটাধিকার পায়।
  • ১৯৩৬ – ব্রিটিশ আবিষ্কারক রবার্ট ওয়াটসন ওয়াট রাডার আবিষ্কার করেন।
  • ১৯৪৩ – উইনস্টন চার্চিল ও ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট নর্মান্ডি অভিযানের তারিখ নির্ধারণ করেন।
  • ১৯৫৪ – ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৬১ – আসামের বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন।
  • ১৯৮০ – শিলিগুড়ি থেকে প্রথম উত্তরবঙ্গ সংবাদ পত্রিকা প্রকাশিত হয়।
  • ১৯৮৯ – বেজিংয়ে সামরিক শাসন জারি হয়।
  • ১৯৯১ – ক্রোয়েশিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়।
  • ১৯৯৩ – কলম্বিয়ার মেডেলিনে জেটলাইনার দুর্ঘটনায় ১৩২ জন নিহত হন।
  • ১৯৯৪ – মালাবিতে প্রথম বহুদলীয় নির্বাচনে বাকিলি মুলুজে জয়লাভ করেন।
  • ১৯৯৭ – বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৩৫০ জনের বেশি প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি।
  • ২০০১ – অ্যাপল কোম্পানির প্রথম রিটেইল স্টোর উদ্বোধন হয়।
  • ২০১৯ – বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

জন্ম

  • ১৭৬২ – ইয়োহান গটলিব ফিকটে, জার্মান দার্শনিক।
  • ১৭৭৩ – সিসমন্দি, অর্থনীতিবিদ ও লেখক।
  • ১৮৭৪ – গিলবার্ট জেসপ, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
  • ১৮৮১ – মোস্তফা কামাল আতাতুর্ক, তুরস্কের প্রথম রাষ্ট্রপতি।
  • ১৮৯০ – হো চি মিন, ভিয়েতনামের কমিউনিস্ট নেতা ও প্রধানমন্ত্রী।
  • ১৯০৮ – মানিক বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।
  • ১৯১০ – অ্যালান মেলভিল, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
  • ১৯১৩ – নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি।
  • ১৯১৪
    • অমিতা সেন, শান্তিনিকেতনের ‘খুকু’ নামে পরিচিত রবীন্দ্রসংগীত শিল্পী।
    • ম্যাক্স ফার্দিনান্দ পেরুতজ, অস্ট্রীয় বংশোদ্ভূত ব্রিটিশ জীববিজ্ঞানী।
  • ১৯২২ – অমর পাল, লোকসংগীত শিল্পী ও লেখক।
  • ১৯২৫
    • পল পট, কম্বোডিয়ার খেমাররুজ নেতা।
    • ম্যালকম এক্স, আফ্রিকান-মার্কিন মুসলিম নেতা।
  • ১৯৩৪ – রাস্কিন বন্ড, ভারতীয় লেখক।
  • ১৯৩৮ – গিরিশ কারনাড, ভাষাবিজ্ঞানী ও পরিচালক।
  • ১৯৪৬ – আন্দ্রে দি জিয়ান্ট, পেশাদার কুস্তিগির ও অভিনেতা।
  • ১৯৭৪ – নওয়াজুদ্দীন সিদ্দিকী, ভারতীয় অভিনেতা।
  • ১৯৭৯
    • আন্দ্রেয়া পিরলো, ইতালীয় ফুটবলার।
    • দিয়েগো ফরলান, উরুগুয়ের ফুটবলার।
  • ১৯৮৫ – অ্যালিস্টার ব্ল্যাক, ওলন্দাজ কুস্তিগির।
  • ১৯৯২ – মার্শমেলো, মার্কিন ইলেকট্রনিক মিউজিক প্রযোজক ও ডিজে।

মৃত্যু

  • ১৫৩৬ – অ্যান বোলিন, ইংল্যান্ডের রানী (জ. ১৫০১)।
  • ১৬২৩ – জোধাবাই, রাজপুত রাজকন্যা (জ. ১৫৪২)।
  • ১৮৬৪ – ন্যাথানিয়েল হথর্ন, মার্কিন লেখক (জ. ১৮০৪)।
  • ১৯০৩ – আর্থার শ্রিউসবারি, ইংরেজ ক্রিকেটার (জ. ১৮৫৬)।
  • ১৯০৪ – জামশেদজী টাটা, টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা (জ. ১৮৩৯)।
  • ১৯৩৫ – টি. ই. লরেন্স, ‘লরেন্স অব অ্যারাবিয়া’ নামে পরিচিত (জ. ১৮৮৮)।
  • ১৯৩৬ – মারমাডিউক পিকথাল, ইংরেজ ইসলামি পণ্ডিত (জ. ১৮৭৫)।
  • ১৯৪৬ – বুথ টার্কিংটন, মার্কিন লেখক ও নাট্যকার (জ. ১৮৬৯)।
  • ১৯৫৮
    • যদুনাথ সরকার, বাঙালি ইতিহাসবিদ (জ. ১৮৭০)।
    • রোনাল্ড কলম্যান, ইংরেজ অভিনেতা (জ. ১৮৯১)।
  • ১৯৬১ – বরাক উপত্যকার ভাষা আন্দোলনে শহীদ কমলা ভট্টাচার্য (জ. ১৯৪৫)।

Today In History 19 May

বিজ্ঞাপন Click Here

Events

  • 1521 – The Ottoman army captured Belgrade, the capital of Belgium, after heavy fighting.
  • 1536 – Anne Boleyn, second wife of King Henry VIII of England, was executed for failing to produce a male heir.
  • 1568 – Queen Elizabeth I of England ordered the arrest of Mary, Queen of Scots.
  • 1588 – The Spanish Armada set sail to invade England.
  • 1635 – France declared war on Spain.
  • 1649 – England was declared a republic following the execution of King Charles I by Parliament.
  • 1897 – British poet Oscar Wilde was released from prison.
  • 1930 – White women in South Africa gained the right to vote.
  • 1936 – British inventor Watson-Watt developed the radar.
  • 1943 – British PM Winston Churchill and U.S. President Franklin D. Roosevelt set the date for Allied landing on the coast of Nazi-occupied France at Normandy.
  • 1954 – India and the United States signed a military agreement.
  • 1961 – In Assam’s Barak Valley, 11 people were martyred by police firing during the Bengali Language Movement demanding official status for Bengali.
  • 1980 – First publication of Uttarbanga Sambad from Siliguri, West Bengal.
  • 1989 – Martial law was declared in Beijing.
  • 1991 – Croatia held a referendum for independence from Yugoslavia.
  • 1993 – A Colombian jetliner crashed in Medellín, killing 132 people.
  • 1994 – In Malawi’s first multi-party elections, Bakili Muluzi defeated longtime military ruler Kamuzu Banda.
  • 1997 – Over 350 people died and widespread damage occurred due to a severe cyclone in coastal Bangladesh.
  • 2001 – Apple opened its first retail store.
  • 2019 – The commercial operations of Bangabandhu Satellite-1 began.

Births

  • 1762 – Johann Gottlieb Fichte, German philosopher.
  • 1773 – Jean Charles Léonard de Sismondi, Genevan economist and writer.
  • 1874 – Gilbert Jessop, famous English international cricketer. (d. 1955)
  • 1881 – Mustafa Kemal Atatürk, first President of Turkey.
  • 1890 – Ho Chi Minh, Vietnamese communist revolutionary leader and Prime Minister of the Democratic Republic of Vietnam. (d. 1969)
  • 1908 – Manik Bandopadhyay, Bengali novelist. (d. 1956)
  • 1910 – Alan Melville, South African cricketer. (d. 1983)
  • 1913 – Neelam Sanjiva Reddy, sixth President of India. (d. 1996)
  • 1914
    • Amita Sen, Rabindra Sangeet artist known as ‘Khuku’ in 1930s Shantiniketan. (d. 1940)
    • Max Perutz, Austrian-born British molecular biologist. (d. 2002)
  • 1922 – Amar Pal, Bengali folk singer and writer. (d. 2019)
  • 1925
    • Pol Pot, leader of the Khmer Rouge of Cambodia. (d. 1998)
    • Malcolm X, African-American Muslim political leader and religious figure. (d. 1965)
  • 1934 – Ruskin Bond, Indian author of British descent.
  • 1938 – Girish Karnad, Indian linguist, film director, and writer. (d. 2019)
  • 1946 – André the Giant, French-American professional wrestler and actor. (d. 1993)
  • 1974 – Nawazuddin Siddiqui, Indian film actor.
  • 1979
    • Andrea Pirlo, Italian professional footballer.
    • Diego Forlán, Uruguayan national footballer.
  • 1985 – Aleister Black, Dutch professional wrestler.
  • 1992 – Marshmello, American electronic music producer and DJ.

Deaths

  • 1536 – Anne Boleyn, second wife of King Henry VIII and Queen of England. (b. 1501)
  • 1623 – Jodhabai, eldest daughter of Raja Bharmal of the Rajput clan in Rajasthan. (b. 1542)
  • 1864 – Nathaniel Hawthorne, American novelist and dark romantic short story writer. (b. 1804)
  • 1903 – Arthur Shrewsbury, English cricketer. (b. 1856)
  • 1904 – Jamsetji Tata, Indian industrialist and founder of the Tata Group. (b. 1839)
  • 1935 – T. E. Lawrence (Lawrence of Arabia), British archaeologist, military strategist, and writer. (b. 1888)
  • 1936 – Marmaduke Pickthall, English Islamic scholar. (b. 1875)
  • 1946 – Booth Tarkington, American novelist and playwright. (b. 1869)
  • 1958
    • Sir Jadunath Sarkar, Bengali historian. (b. 1870)
    • Ronald Colman, English actor. (b. 1891)
  • 1961 – Eleven martyrs in the Barak Valley Bengali Language Movement at Silchar Railway Station, including:
    • Kamala Bhattacharya (b. 1945)

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment