Today In History 20 May

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Today In History 20 May

Today In History 20 May


ঘটনাবলী

  • ১২৯৩ – জাপানের কামাকুরাতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০,০০০ মানুষের প্রাণহানি ঘটে।
  • ১৪৯৮ – ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় হিসেবে সমুদ্রপথে ভারতের কালিকট বন্দরে পৌঁছান।
  • ১৬০৯ – লন্ডনে থমাস থর্পের মাধ্যমে শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয়।
  • ১৮৬৭ – রানি ভিক্টোরিয়া রয়াল অ্যালবার্ট হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
  • ১৯০২ – কিউবা নিজেকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।
  • ১৯১০ – টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ হিসেবে ঘোষণা করে।
  • ১৯৩২ – অ্যামেলিয়া ইয়ারহার্ট প্রথম নারী হিসেবে একক উড্ডয়নে আটলান্টিক মহাসাগর অতিক্রম করেন।
  • ১৯৩৪
    • শ্রীলঙ্কায় উইলমোট আব্রাহাম পেরেরার আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর ‘শ্রীপল্লী’ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
    • সৌদি আরব ও ইয়েমেনের সীমান্ত বিরোধের অবসানে ‘তায়েফ চুক্তি’ স্বাক্ষরিত হয়।
  • ১৯৩৯ – ইউরোপ ও আমেরিকার মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
  • ১৯৫৪ – পাকিস্তানে ৯২-ক ধারা জারি করে গভর্নর শাসন আরোপ এবং পূর্ব পাকিস্তানের ফজলুল হক মন্ত্রিসভা বাতিল করা হয়।
  • ১৯৭১ – বাংলাদেশের খুলনার চুকনগরে পাকিস্তানি বাহিনী সর্ববৃহৎ গণহত্যা সংঘটিত করে।
  • ১৯৮৩ – এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম তথ্য প্রকাশিত হয় Science ম্যাগাজিনে।
  • ১৯৮৬ – পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯৬ – বাংলাদেশে রাষ্ট্রপতির নির্দেশে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে ক্ষমতাচ্যুত করা হয়।
  • ২০০০ – ফিজিতে অভ্যুত্থানের নেতা জর্জ স্পেইট নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।
  • ২০০৬ – চীনে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প থ্রি গর্জেস বাঁধ নির্মাণ সম্পন্ন হয় (কাজ শুরু: ১৯৯৭)।

জন্ম

  • ১৭৯৯ – অনরে দ্য বালজাক, খ্যাতিমান ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার।
  • ১৮০৬ – জন স্টুয়ার্ট মিল, ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ।
  • ১৮২২ – ফ্রেদেরিক পাসি, শান্তিকর্মী ও অর্থনীতিবিদ।
  • ১৮৬০ – এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ।
  • ১৮৮২ – সিগ্রিড উন্ড্‌সেট, নরওয়েজীয় ঔপন্যাসিক।
  • ১৮৮৫ – প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের নেতা ও ইরাকের প্রথম বাদশাহ।
  • ১৯০৮ – জেমস স্টুয়ার্ট, মার্কিন অভিনেতা।
  • ১৯১৩ – উইলিয়াম হিউলেট, হিউলেট প্যাকার্ডের সহ-প্রতিষ্ঠাতা।
  • ১৯১৮ – এডওয়ার্ড বি লুইস, মার্কিন জিনবিজ্ঞানী।
  • ১৯২৩ – মমতাজ বেগম, বাংলা ভাষা আন্দোলনের সংগ্রামী।
  • ১৯৩৫ – হোসে মুজিকা, উরুগুয়ের সাবেক রাষ্ট্রপতি।
  • ১৯৪১ – গোহ চক টং, সিঙ্গাপুরের রাজনীতিবিদ।
  • ১৯৪৩ – ডেরেক মারে, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
  • ১৯৪৪ – কিথ ফ্লেচার, ইংরেজ ক্রিকেটার।
  • ১৯৪৬ – শের, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।
  • ১৯৪৭ – প্রবাল চৌধুরী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
  • ১৯৫২ – রজার মিলা, ক্যামেরুনিয়ান ফুটবলার।
  • ১৯৫৭ – ইয়োশিহিকো নোদা, জাপানের ৬২তম প্রধানমন্ত্রী।
  • ১৯৭৪ – শিবপ্রসাদ মুখোপাধ্যায়, বাঙালি চলচ্চিত্র নির্মাতা।
  • ১৯৮১ – ইকার ক্যাসিয়াস, স্প্যানিশ ফুটবলার।
  • ১৯৮২ – ইমরান ফরহাত, পাকিস্তানি ক্রিকেটার।
  • ১৯৯২ – কেট ক্যাম্পবেল, অস্ট্রেলীয় সাঁতারু।

মৃত্যু

  • ১৫০৬ – ক্রিস্টোফার কলম্বাস, ইতালীয় নাবিক ও অভিযাত্রী।
  • ১৮৫৪ – মতিলাল শীল, সমাজসেবক ও দানবীর।
  • ১৯৩২ – বিপিন চন্দ্র পাল, জাতীয়তাবাদী নেতা।
  • ১৯৪০ – কার্ল গুস্তাফ হাইডেনস্টম, সুইডিশ নোবেলজয়ী কথাসাহিত্যিক।
  • ১৯৪৭
    • ফিলিপ লেনার্ড, হাঙ্গেরীয়-জার্মান পদার্থবিদ।
    • প্যারীমোহন সেনগুপ্ত, শিশুসাহিত্যিক ও কবি।
  • ২০০২ – স্টিভেন জে গুল্ড, মার্কিন জীবাশ্মবিজ্ঞানী ও বিবর্তনবিদ।
  • ২০১৭ – আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, ইসলামি পণ্ডিত ও লেখক।
  • ২০১৯ – অদ্রীশ বর্ধন, ভারতীয় বাঙালি লেখক ও অনুবাদক।

Today In History 20 May

বিজ্ঞাপন Click Here

Events

  • 1293 – An earthquake struck Kamakura, Japan, killing 30,000 people.
  • 1498 – Vasco da Gama became the first European to arrive at the port of Calicut, India, by sea.
  • 1609 – William Shakespeare’s sonnets were first published in London by publisher Thomas Thorpe.
  • 1867 – Queen Victoria laid the foundation stone of the Royal Albert Hall in a special ceremony.
  • 1902 – Cuba declared itself a republic.
  • 1910 – The Tokyo government declared the Korean Peninsula a part of Japan.
  • 1932 – Amelia Earhart became the first woman to fly solo across the Atlantic.
  • 1934
    • On the call of Sri Lankan educator and philanthropist Wilmot Abraham Perera, Rabindranath Tagore laid the foundation of a school modeled after Santiniketan at Horana and named it “Sripalli.”
    • After the border conflict ended, defeated Yemen signed the Taif Treaty with Saudi Arabia.
  • 1939 – Pan American Airways began transatlantic flights between America and Europe.
  • 1954 – Governor’s rule was imposed under Article 92-A in Pakistan, and the Fazlul Huq cabinet was dismissed in East Pakistan.
  • 1971 – One of the largest massacres in the Bangladesh Liberation War occurred in Chuknagar, Khulna, committed by the Pakistan Army.
  • 1983 – The first scientific article on the HIV virus was published in Science magazine.
  • 1986 – The West Bengal Bangla Academy, a language regulatory institution for the Bengali language, was established.
  • 1996 – President of Bangladesh removed Army Chief General Nasim from power.
  • 2000 – George Speight declared himself Prime Minister during the coup in Fiji.
  • 2006 – Construction of the historic Three Gorges Dam, the world’s largest hydroelectric power station, was completed in China. The project began in 1997.

Births

  • 1799 – Honoré de Balzac, renowned 19th-century French novelist and playwright.
  • 1806 – John Stuart Mill, English philosopher, political thinker, and economist.
  • 1822 – Frédéric Passy, French economist and peace activist.
  • 1860 – Eduard Buchner, German chemist.
  • 1882 – Sigrid Undset, Norwegian novelist.
  • 1885 – Faisal I, one of the leaders of the Arab Revolt and the first King of Iraq.
  • 1908 – James Stewart, American actor.
  • 1913 – William Hewlett, American engineer and co-founder of Hewlett-Packard.
  • 1918 – Edward B. Lewis, American geneticist.
  • 1923 – Momtaz Begum, key female activist of the Bengali Language Movement.
  • 1935 – José Mujica, 40th President of Uruguay, known as the world’s poorest head of state.
  • 1941 – Goh Chok Tong, prominent Singaporean politician.
  • 1943 – Derick Murray, former West Indian cricketer.
  • 1944 – Keith Fletcher, famous English cricketer.
  • 1946 – Cher, American singer and actress.
  • 1947 – Probal Chowdhury, Bangladeshi singer.
  • 1952 – Roger Milla, retired Cameroonian footballer.
  • 1957 – Yoshihiko Noda, Japanese politician and 62nd Prime Minister of Japan.
  • 1974 – Shiboprosad Mukherjee, Indian Bengali film director, writer, and actor.
  • 1981 – Iker Casillas, Spanish footballer.
  • 1982 – Imran Farhat, Pakistani cricketer.
  • 1992 – Cate Campbell, Australian female swimmer.

Deaths

  • 1506 – Christopher Columbus, Italian-born navigator and explorer.
  • 1854 – Motilal Seal, renowned Bengali businessman, philanthropist, and social worker.
  • 1932 – Bipin Chandra Pal, eloquent Bengali leader and Indian nationalist.
  • 1940 – Carl Gustaf Verner von Heidenstam, Swedish author and Nobel Laureate (1916).
  • 1947 – Philipp Lenard, notable Hungarian-German physicist.
  • 1947 – Parimohan Sengupta, Bengali poet, essayist, and children’s writer.
  • 2002 – Stephen Jay Gould, American paleontologist, evolutionary biologist, and science historian.
  • 2017 – Abul Fatah Muhammad Yahya, Bangladeshi Islamic scholar and writer.
  • 2019 – Adrish Bardhan, Indian Bengali writer, novelist, and translator.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment