Daily GK 16 June 2025

Share:
বিজ্ঞাপন Click Here
[ Click here to Download ]

Daily GK 16 June 2025

Daily GK 16 June 2025

প্রশ্ন: সম্প্রতি, বাংলাদেশ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে?
উত্তর: ৪০ মেগাওয়াট।

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশ প্রধানত কোন দুই দেশ থেকে এলএনজি আমদানি করে?
উত্তর: কাতার ও ওমান।

প্রশ্ন: ইউরোপীয় ইউনিয়নের (EU) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ২য়।

বিজ্ঞাপন Click Here

প্রশ্ন: বিশ্বব্যাংক বাংলাদেশে সরকারি খাতের কর্মদক্ষতা বাড়াতে কত ডলার অর্থায়ন করবে?
উত্তর: ২৫ কোটি ডলার।

প্রশ্ন: অপারেশন ‘ট্রু প্রমিজ-৩’ কোন দেশের পরিচালিত অভিযান?
উত্তর: ইরান।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চোকপয়েন্ট হিসেবে বিবেচিত হয় কোনটি?
উত্তর: হরমুজ প্রণালী।

প্রশ্ন: হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের কত শতাংশ জ্বালানি তেল সরবরাহ করা হয়?
উত্তর: ২০ শতাংশ।

প্রশ্ন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: ‘G-7 শীর্ষ সম্মেলন-২০২৫’ শুরু হয় কবে?
উত্তর: ১৫-১৭ জুন।

প্রশ্ন: ‘G-7 শীর্ষ সম্মেলন-২০২৫’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: আলবার্টা, কানাডা।

প্রশ্ন: ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন কোন দেশের তৈরী?
উত্তর: যুক্তরাষ্ট্র।

সকল আপডেট পেতে
Join Our Telegram Channel

প্রশ্ন: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

প্রশ্ন: মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫ অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: লিচটেনস্টাইন।

প্রশ্ন: ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ভারতে।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্পবিরোধী বিক্ষোভের নাম কী?
উত্তর: নো কিংস ডে।

প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: রোসাটম, রাশিয়া।

প্রশ্ন: বাংলাদেশে চলমান বিশ্বব্যাংকের তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রকল্পের নাম কী?
উত্তর: স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টাবিলিটি (সিটা)।

প্রশ্ন: ‘আর্টিকেল নাইনটিন’ কী?
উত্তর: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

প্রশ্ন: হাইফা বন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর: ইসরায়েল।

প্রশ্ন: বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা রয়েছে কতটি?
উত্তর: ২৪৮ টি।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি?
উত্তর: সন্দ্বীপ, চট্টগ্রাম।

প্রশ্ন: পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড আইন পাস হয় কত সালে?
উত্তর: ২০১৩ সালে।

Daily GK 16 June 2025

Question: Recently, how many megawatts of electricity has Bangladesh started importing from Nepal?
Answer: 40 megawatts.

Question: From which two countries does Bangladesh primarily import LNG?
Answer: Qatar and Oman.

Question: What is Bangladesh’s position in exporting ready-made garments to the EU market?
Answer: 2nd.

Question: How much financing will the World Bank provide to improve the efficiency of Bangladesh’s public sector?
Answer: 250 million USD.

Question: Operation ‘True Promise-3’ was conducted by which country?
Answer: Iran.

Question: Which is considered the world’s most important oil chokepoint?
Answer: Strait of Hormuz.

Question: What percentage of the world’s oil supply is transported through the Strait of Hormuz?
Answer: 20 percent.

Question: Which country won the ICC World Test Championship 2023–25 cycle?
Answer: South Africa.

Question: When is World Wind Day observed?
Answer: 15 June.

Question: When did the G-7 Summit 2025 start?
Answer: 15–17 June.

Question: Where is the G-7 Summit 2025 being held?
Answer: Alberta, Canada.

Question: Which country manufactures the MQ-9 Reaper drone?
Answer: United States.

Question: Where is the headquarters of the International Atomic Energy Agency (IAEA) located?
Answer: Vienna, Austria.

Question: ‘Mossad’ is the intelligence agency of which country?
Answer: Israel.

Question: According to the Human Development Report 2025, which country has the highest per capita income?
Answer: Liechtenstein.

Question: Where will the 13th Women’s ODI Cricket World Cup be held?
Answer: India.

Question: What is the name of the anti-Trump protest that began in the United States?
Answer: No Kings Day.

Question: Which organization is building the Rooppur Nuclear Power Plant?
Answer: Rosatom, Russia.

Question: What is the name of the ongoing World Bank tech-based project in Bangladesh?
Answer: Strengthening Institutions for Transparency and Accountability (SITA).

Question: What is ‘Article 19’?
Answer: A UK-based international human rights organization.

Question: In which country is the Port of Haifa located?
Answer: Israel.

Question: How many eco-friendly factories are there currently in Bangladesh?
Answer: 248.

Question: What is the only coastal river port in Bangladesh?
Answer: Sandwip, Chattogram.

Question: In which year was the Rural Electrification Board Act passed in Bangladesh?
Answer: 2013.

বিজ্ঞাপন Click Here
🔥 Download Here...

Leave a Comment