প্রশ্ন: 'iPad Air' কী?
উত্তর: অ্যাপলের সর্বশেষ ট্যাবলেট কম্পিউটার।
প্রশ্ন: ইন্টারনেটের সর্বোচ্চ গতির দেশ কোনটি?
উত্তর: হংকং; দ্বিতীয় দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন: বিশ্বের বিস্তীর্ণ উচ্চগতিসম্পন্ন রেলপথের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন; দ্বিতীয় স্পেন।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের অর্থবছরের সময়কাল কত?
উত্তর: ১ অক্টোবর-৩০ সেপ্টেম্বর।
প্রশ্ন : মিসরের 'মুসলিম ব্রাদারহুড' পরিচালিত পত্রিকার নাম কী?
উত্তর: দৈনিক ফ্রিডম অ্যান্ড জাস্টিস।
প্রশ্ন: ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র স্থল সীমান্তের নাম কী?
উত্তর: ওয়াগা সীমান্ত।
প্রশ্ন: বিশ্বে স্থল সীমান্ত বেষ্টিত স্বাধীন দেশ কতটি?
উত্তর: ৪৫টি।
প্রশ্ন: ম্যালেরিয়ার জন্য উদ্ভাবিত বিশ্বের প্রথম ভ্যাকসিনের নাম কী?
উত্তর: আরটিএসএস।
প্রশ্ন: রাশিয়ার টেলিকম সেবাদান প্রতিষ্ঠানটি যে 'সার্চ ইঞ্জিন' চালু করতে যাচ্ছে, তার নাম কী?
উত্তর: স্পুটনিক।
প্রশ্ন: বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ যন্ত্রমানবের নাম কী?
উত্তর: মিট ফ্রাঙ্ক।
প্রশ্ন: বৈশ্বিক বাণিজ্যিক লেনদেনে
শীর্ষে কোন মুদ্রা?
উত্তর: মার্কিন ডলার।
প্রশ্ন: বিশ্বে সর্বাধিক ধূর্ত মানুষের দেশ_
উত্তর: ইরিত্রিয়া।
General Knowledgeable - সাধারণ জ্ঞান পর্ব ৭
0