২৫. দক্ষিণ ওশেটিয়া কোথায় অবস্থিত?
ক. রাশিয়া খ. দক্ষিণ সুদান
গ. ককেশাস ঘ. চীন
সঠিক উত্তর : গ. ককেশাস
২৬. মিনস্ক কোন দেশের বিমানবন্দর?
ক. বেলারুশ খ. মিসর
গ. কাতার ঘ. সিরিয়া
সঠিক উত্তর : ক. বেলারুশ
২৭. কোটা ও শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকরকে কী বলে?
ক. সিওএস খ. জিএসপি
গ. জিপিজি ঘ. ইপিএস
সঠিক উত্তর : খ. জিএসপি
২৮. হেলমান্দ প্রদেশটি কোন দেশে অবস্থিত?
ক. তিউনিশিয়া খ. কাতার
গ. আলজেরিয়া ঘ. আফগানিস্তান
সঠিক উত্তর : ঘ. আফগানিস্তান
২৯. ‘সিনহুয়া’ কোন দেশের বার্তা সংস্থা?
ক. চীন খ. দ. কোরিয়া
গ. জাপান ঘ. থাইল্যান্ড
সঠিক উত্তর : ক. চীন
৩০. ‘হাভানা’ কোন দেশের রাজধানী?
ক. কিউবা খ. প্যারাগুয়ে
গ. ভেনিজুয়েলা ঘ. মোজাম্বিক
সঠিক উত্তর : ক. কিউবা
৩১. ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ কী?
ক. এশিয়ার উত্তরাঞ্চল
খ. ইউরোপের পশ্চিমাঞ্চল
গ. ইউরোপের পূবার্ঞ্চল
ঘ. এশিয়ার দক্ষিণাঞ্চল
সঠিক উত্তর : ঘ. এশিয়ার দক্ষিণাঞ্চল
৩২. বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি?
ক. ৫ মে খ. ১৮ জুন
গ. ১১ জুলাই ঘ. ১০ সেপ্টেম্বর
সঠিক উত্তর : গ. ১১ জুলাই
৩৩. মারিয়ন বারতোলি কোন দেশের টেনিস তারকা?
ক. রাশিয়া খ. ফরাসি
গ. ইতালি ঘ. স্পেন
সঠিক উত্তর : খ. ফরাসি
৩৪. কোনটি নেলসন ম্যান্ডেলার জন্ম তারিখ?
ক. ১৭ মার্চ খ. ৯ মে
গ. ১৮ জুলাই ঘ. ২ সেপ্টেম্বর
সঠিক উত্তর : গ. ১৮ জুলাই
৩৬. ইউরোপ মহাদেশের সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কোনটি?
ক. পিরেনিজ খ. এলব্রুস
গ. রক ঘ. ইউরাল
সঠিক উত্তর : খ. এলব্রুস
৩৭. ‘আজাদি স্কয়ার’ কোথায় অবস্থিত?
ক. কায়রো খ. বাগদাদ
গ. তেহরান ঘ. দামেস্কো
সঠিক উত্তর : গ. তেহরান
৩৮. আন্তজাির্তক আদালতের প্রেসিডেন্টের নাম কী?
ক. লুইস হার্ড খ. পিটার টোমকা
গ. জন পল ঘ. স্টুয়ার্ট হেলি
সঠিক উত্তর : খ. পিটার টোমকা
৩৯. ‘ওয়াল স্ট্রিট জানার্ল’ কোন দেশের গণমাধ্যম?
ক. যুক্তরাষ্ট্র খ. কানাডা
গ. যুক্তরাজ্য ঘ. ডেনমার্ক
সঠিক উত্তর : ক. যুক্তরাষ্ট্র
৪০. মিয়ানমারের নাসাকা বাহিনী বিলুপ্ত হয় কত তারিখে?
ক. ২২ জানুয়ারি ২০১৩
খ. ৬ মার্চ ২০১৩
গ. ১৬ জুন ২০১৩
ঘ. ১১ জুলাই ২০১৩
সঠিক উত্তর : ঘ. ১১ জুলাই ২০১৩
৪১. জিব্রাল্টার প্রণালি পৃথক করেছে
ক. মরক্কো-স্পেন
খ. ভারত-শ্রীলংকা
গ. ফ্রান্স-ইংল্যান্ড
ঘ. যুক্তরাষ্ট্র-কানাডা
সঠিক উত্তর : ক. মরক্কো-স্পেন
৪২. অং সান সু চিকে নিয়ে তৈরি চলচ্চিত্র ‘দ্য লেডি’র পরিচালক কে?
ক. লিউস বেসন
খ. স্টিভেন রকস
গ. জর্জ সাবরা
ঘ. মার্ক ফরস্টার
সঠিক উত্তর : ক. লিউস বেসন
৪৫. ‘মান্দারিন’ কোন দেশের প্রধান ভাষা?
ক. মালয়েশিয়া খ. মঙ্গোলিয়া
গ. থাইল্যান্ড ঘ. চীন
সঠিক উত্তর : ঘ. চীন
৪৬. ‘দ্য মেডেল অব ফ্রিডম’ পদক প্রদান করা হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য?
ক. শান্তি প্রতিষ্ঠায় খ. মানবতায়
গ. মুক্ত চিন্তায় ঘ. সাহিত্যে
সঠিক উত্তর : খ. মানবতায়
৪৭. মুসলিম দেশ নয়, কিন্তু পতাকায় চঁাদ-তারা আছে কোন দেশের?
ক. থাইল্যান্ড খ. হংকং
গ. সিঙ্গাপুর ঘ. মিয়ানমার
সঠিক উত্তর : গ. সিঙ্গাপুর