Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

জেনে রাখি — সাধারণ জ্ঞান পর্ব ১৮


প্রশ্ন : কোন প্রাণির বাচ্চা জন্মের ৩০ মিনিট পর হাঁটাচলা করতে পারে?
উত্তর : উটের।

প্রশ্ন : উট একসঙ্গে কত লিটার জল খেতে পারে?
উত্তর : ৩২ গ্যালন/১৪৫ লিটার।

প্রশ্ন : তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পাকর্ কোথায় অবস্থিত?
উত্তর : গাজীপুর

প্রশ্ন : কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী?
উত্তর : স্যার রোনাল্ড রস

প্রশ্ন : স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
উত্তর : শহীদ মিনার

প্রশ্ন : দীপান্বিতা উপন্যাসটি কে লিখেছেন?
উত্তর : সেলিনা হোসেন

প্রশ্ন : বাংলা ভাষার সবর্প্রথম সাথর্ক উপন্যাস কোনটি?
উত্তর : দুগের্শ নন্দিনী

প্রশ্ন : ‘সিপাহি বিদ্রোহ’ হয় কত সালে?
উত্তর : ১৮৫৭ সালে।

প্রশ্ন : ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে কোন দুটি প্রদেশের সৃষ্টি হয়?
উত্তর : পূবর্বঙ্গ ও আসাম।

প্রশ্ন : ‘নিখিল ভারত মুসলিম লীগ’ কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯০৬ সালে।

প্রশ্ন : কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়?
উত্তর : ১৬০০ সালে।

প্রশ্ন : ইংরেজরা সুরাটে কুঠি নিমাের্ণর জন্য কার অনুমতি নেয়?
উত্তর : সম্রাট জাহাঙ্গীরের।

প্রশ্ন : নবাব আলীবদীর্ খান মৃত্যুবরণ করেন কখন?
উত্তর : ১৭৫৬ সালে।

প্রশ্ন : সিরাজউদ্দৌলা কলকাতা নগরী দখল করেন কখন?
উত্তর : ২০ জুন, ১৭৫৬ সালে।

প্রশ্ন : নবাব ও ইংরেজদের মধ্যে কখন সন্ধি হয়?
উত্তর : ৯ ফেব্রুয়ারি ১৭৫৭ সালে।

প্রশ্ন : বাংলাদেশে কবে তেল অনুসন্ধান কাজ শুরু হয়?
উত্তর : ১৯৫৯ সালে

প্রশ্ন : ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তভুর্ক্ত ছিল?
উত্তর : বঙ্গ


প্রশ্ন : ‘গণতন্ত্রই সবোর্ৎকৃষ্ট শাসনব্যবস্থা’ উক্তিটি কার? 
উত্তর : লর্ড ব্রাইস। 

প্রশ্ন : ‘পানমুনজাম’ স্থানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত—
উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়া।

 প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ—
 উত্তর : মিসর। 

প্রশ্ন : গোলান মালভ‚মি নিয়ে বিরোধ রয়েছে–
 উত্তর : ইসরাইল ও মিসর। 

প্রশ্ন : বিশ্বে প্রতি সেকেন্ডে কয়টি বজ্রপাত হয়?
 উত্তর : ৪০ থেকে ১০০টি

 প্রশ্ন : নক্ষত্রসমূহ কিসের দ্বারা তৈরি? 
 উত্তর : হাইড্রোজেন 

প্রশ্ন : ২০০৬ সালে সিডনির শান্তি পুরস্কার পায় কে?
 উত্তর : আইরিন জুবাইদা খান (বাংলাদেশ) 

প্রশ্ন : ডিমের নরম খোসা শক্ত হয় কিসের সংস্পর্শে?
উত্তর : বাতাস 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image