চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা রোববার অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ১ হাজার ৬০টি আসনের বিপরীতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃত মোট ১২ হাজার ১৩৮ জন যোগ্য প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২৭ অক্টোবর।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভর্তি কমিটির চেয়ারম্যান ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদা নিলুফার, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম কায়কোবাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু, অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক।
বুয়েট ভর্তি পরীক্ষার ফল ২৭ অক্টোবর
0
Tags