★সাম্প্রতিক প্রশ্নোত্তর - বাংলাদেশ★
প্রশ্ন : সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেন?
উত্তর : IPS International Achievement
Award' এবং 'Special Recognition
for Outstanding Leadership Award .
প্রশ্ন : সম্প্রতি গহিন পাহাড়ে খুঁজে পাওয়া
'তিনাম ঝরনা' কোথায় অবস্থিত
উত্তর : আলীকদম, বান্দরবান।
প্রশ্ন : বর্তমানে আমাদের সাক্ষরতার হার কত?
উক্স : ৭২.৯% সূত্র : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, ৮ সেপ্টেম্বর ২০১৮৷
প্রশ্ন: বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের
গবেষকরা রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার
শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছেন?
উত্তর : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
প্রশ্ন :৫ সেপ্টেম্বর ২০১৮ দেশের বিমানবহরে
যুক্ত বিমানটির নাম কী?
উত্তর : আকাশবীণা।
প্রশ্ন :১ সেপ্টেম্বর ২০১৮ কোন বিশ্ববিদ্যালয়ে
'৭ মার্চ ভবন' উদ্বোধন করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন : বাংলাদেশে ইসলামী উন্নয়ন ব্যাংক
(IDB)-এর আঞ্চলিক কাৰ্যালয় উদ্বোধন করা হয় কবে?
উত্তর:৯ সেপ্টেম্বর ২০১৮৷
প্রশ্ন : নতুন দুটি চামড়া শিল্পনগরী হচ্ছে কোথায়?
উত্তর :চট্টগ্রাম ও রাজশাহী (বর্তমানে একমাত্র শিল্পনগরী অবস্থিত ঢাকায়)।
প্রশ্ন : দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি প্রথম
সোলার চালিত ল্যাপটপের নাম কী?
উত্তর :তালপাতা; নির্মাতা প্রতিষ্ঠান
ডেটাসফট সিস্টেম লিমিটেড।
প্রশ্ন : "সাঁওতাল রমণী " কার বিখ্যাত চিত্রকর্ম?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন।
প্রশ্ন : “অনুপ্রেরণা ১৯' কী?
উত্তর:গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিত স্মারক ভাস্কর্য; ভাস্কর মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।
প্রশ্ন : অর্থবিভাগের ‘ব্যয় নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা' অনুবিভাগের পরিবর্তিত নাম কী?
উত্তর : ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ।
প্রশ্ন : পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানায়
প্রতিষ্ঠিত হতে যাওয়া ব্যাংকের নাম কী?
উত্তর : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লি.।
প্রশ্ন : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮ পাস হয় কবে?
উত্তর : ১২ সেপ্টেম্বর ২০১৮।
প্রশ্ন : ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৮' পাস হয় কবে?
উত্তর: ১২ সেপ্টেম্বর ২০১৮।
প্রশ্ন : 'যৌতুক নিরোধ বিল, ২০১৮' পাস হয় কবে।
উত্তর : ১৬ সেপ্টেম্বর ২০১৮।
প্রশ্ন : ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বিল, ২০১৮' পাস হয় কবে?
উত্তর : ২০ সেপ্টেম্বর ২০১৮।
সাম্প্রতিকপ্রশ্নোত্তর, অক্টোবর ২০১৮ - বাংলাদেশ
0