PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Daily আপডেট GK ০৫ ফেব্রুয়ারি ২০২৪



# মহাকাশে সর্বোচ্চ সময় অবস্থানের রেকর্ড করেছে কোন নভোচারী?
উত্তর: ওলেগ কোনোনোঙ্কো (রাশিয়া)।

# কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সহজ ও নির্ভুলভাবে বাংলা লেখার সফটওয়্যারের নাম কী?
উত্তর: সঠিক।

# বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশের মানুষ কমপক্ষে কত ধরনের ক্যানসারে আক্রান্ত হচ্ছে?
উত্তর: ৩২ ধরনের।

# বাংলাদেশ ও মিয়ানমারের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
উত্তর: ২৭১ কি.মি. (বিজিবি তথ্যমতে)।

# 'ইসলামিক রেজিস্ট্যান্স' কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নাম?

উত্তর: ইরাক।

# জাতীয় সংসদের অভ্যন্তরীণ স্থায়ী কমিটির সংখ্যা কতটি? উত্তর: ৫০টি।

# সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষে আছে কোন শহর?
উত্তর: বেইজিং (চীন)।

# 'থ্রি ব্রাদারহুড অ্যালিয়ান্স' কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
উত্তর: মিয়ানমার।

# মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
উত্তর: বর্ডার গার্ড পুলিশ।

# ব্যাংকের খেলাপি ঋণের মেয়াদ গণনার ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ডকে কী বলে? উত্তর: ব্যাসেল-৩।
# বিশ্বের প্রথম তরল মিথেনচালিত রকেট Zhuque-2 সফলভাবে উৎক্ষেপণ করে কোন দেশ উত্তর: চীন।

# 'আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৬৯টি (সর্বশেষ-গুয়েতেমালা)।

# ২০২৪ সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারত রত্ন' দেওয়া হয় কাকে?
উত্তর: লাল কৃষ্ণ আদভানি।

# বিবিএস এর তথ্যমতে, ১৫-২৪ বছরের তরুণদের কত শতাংশ নিষ্ক্রিয়?
উত্তর: ৪১ শতাংশ।

# ২০২৪ সালে মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাবে কোন দেশ?
উত্তর: জাপান।

# ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কত কোটি ডলারের অস্ত্র কিনবে?
উত্তর: ৪০০ কোটি ডলার।

# গুগল অ্যাওয়ার্ড ফর ইনক্লুমন রিচার্স-২০২৩ পুরস্কার পেলেন কে?
উত্তর: সৈয়দ ইশতিয়াক আহমেদ।

# নন-কটন পোশাক রপ্তানি কত সালের মধ্যে দ্বিগুণ হবে?
উত্তর: ২০২৫ সাল।

# দক্ষিণ চীন সাগরে অবস্থিত 'আয়ুনজীন' দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর: ফিলিপাইন।

# ট্রেডিং ইকোনমি এর প্রতিবেদন অনুযায়ী, স্বর্ণ মজুতে শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র (প্রায় ৮১৩৩ টন)।

# সম্প্রতি 'আন্তর্জাতিক অ্যানথেম অ্যাওয়ার্ড-২০২৪' জিতেছে কোন অনুষ্ঠানটি?
উত্তর: সিসিমপুর।

# মালদ্বীপ কত তারিখের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলেছেন?
উত্তর: ১৫ই মার্চ, ২০২৪।

# বর্তমানে বাংলাদেশে কয়টি প্রকল্প চীনা ঋণে বাস্তবায়িত হচ্ছে?
উত্তর: ১৪টি প্রকল্প।

# বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির জলাভূমি কোনটি?
উত্তর: হাকালুকি হাওর।

# 'এমকিউ-৯বি' কোন দেশের তৈরি অত্যাধুনিক ড্রোন?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

# 'সাজেক ভ্যালি' কোন জেলায় অবস্থিত?
উত্তর: রাঙ্গামাটি।

# বিশ্বের শীর্ষ বায়ুদূষনের শহর ছিল কোনটি?
উত্তর: সারায়েভো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!