PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Daily আপডেট GK ৬ ফেব্রুয়ারি ২০২৪



# জানুয়ারি মাসে দেশের মোট পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ কত?
উত্তর: ১১.৪৫ শতাংশ।

# BBS-এর তথ্য মতে, দেশে শিশু মৃত্যুর প্রধান কারণ কোনটি?
উত্তর: নিউমোনিয়া। (মোট মৃত্যুর প্রায় ২৯.৬৩ শতাংশ ঘটে এই রোগে)।

# BBS-এর তথ্য মতে, দেশে কোন রোগে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু ঘটে?
উত্তর: হৃদরোগে। (মোট মৃত্যুর ২১ শতাংশ)

# বিজিবি-এর নতুন মহাপরিচালকের নাম কী?
উত্তর: মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

# নামিবিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: নাঙ্গোলো এমবুম্বা।

# সীমান্তে নিরাপত্তা ও মিত্রদের সহায়তায় কত ডলারের বিল করেছে যুক্তরাষ্ট্র?
উত্তর: ১১৮ বিলিয়ন ডলার।

# মিয়ানমারের জান্তাবিরোধী জোট 'ব্রাদারহুড অ্যালায়েন্স' এর পরিচালিত অভিযানের নাম কী?
উত্তর: অপাশেন-১০২৭।

# কতটি বিদ্রোহী সংগঠন মিলে জান্তাবিরোধী জোট 'ব্রাদারহুড অ্যালায়েন্স' গঠিত হয়?

উত্তর: তিনটি (TNLA, AA, MNDA)।
# জাতীয় সংসদের অভ্যন্তরীণ স্থায়ী কমিটির সংখ্যা কতটি?
উত্তর: ৫০টি (দ্বাদশ সংসদে সম্প্রতি এর মধ্যে ১২টি কমিটি গঠন করা হয়)।

# বাংলাদেশের 'জাতীয় গ্রন্থাগার' কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার আগারগাঁও। (জাতীয় গ্রন্থাগার দিবস-৫ ফেব্রুয়ারি) জানুয়ারি মাসে দেশের মোট পণ্য রপ্তানির অর্থমূল্য কত?
উত্তর: ৫৭২ কোটি ৪৩ লাখ ডলার। (১ মাসে সর্বোচ্চ)।

# 'ইসলামিক রেজিস্ট্যান্স' কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নাম?
উত্তর: ইরাক।

# রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম কী?
উত্তর: তাস।

# বিশ্বের সর্বোচ্চ সময় মহাকাশে থাকার রেকর্ড গড়া ব্যক্তির নাম কী?
উত্তর: রাশিয়ার নভোচারী ওলেগ কোনোনেঙ্কো।

# সম্প্রতি প্রয়াত হওয়া নামিবিয়ার প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: হেগ গেইনগব। (মৃত্যু: ৪ ফেব্রুয়ারি)

# কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়?
উত্তর: ১৯০০ সালে। (আজকের এই দিনে)

# বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ব্রিটেন ও পশ্চিম জার্মানি কবে স্বীকৃতি দেয়?
উত্তর: ৪ ফেব্রুয়ারি, ১৯৭২।

# বিবিএস এর তথ্যমতে, তরুণদের কত শতাংশ নিষ্ক্রিয়?
উত্তর: ৪১ শতাংশ। (১৫-২৪ বছরের তরুণেরা শিক্ষা এবং কাজের সাথে জড়িত নেই)

# নন-কটন পোশাক রপ্তানি কত সালের মধ্যে দ্বিগুণ হবে?
উত্তর: ২০২৫ সাল। [সূত্র: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ERD]

# বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
উত্তর: ৪ ফেব্রুয়ারি।

# বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৪ ফেব্রুয়ারি।

# বিশ্বের ইতিহাসে মহাকাশযানের প্রথম নারী পাইলটের নাম কী?
উত্তর: আইলিন কলিন্স। (মার্কিন নভোচারী)

# ২০২৪ সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারত রত্ন' দেওয়া হবে কাকে?
উত্তর: লাল কৃষ্ণ আদভানি।

# সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয় কবে?
উত্তর: ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।

# মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কত কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত?
উত্তর: ৪০০ কোটি ডলার।

# BRRI উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কত?
উত্তর: ১১৫টি। (সর্বশেষ- ব্রি ধান ১০৭ ও ব্রি ধান ১০৮)

# 'হিলি স্থলবন্দর' কোন জেলায় অবস্থিত?
উত্তর: দিনাজপুর।

# জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ২০২৪ সালের জন্য জাতিসংঘের কতটি সংস্থায় বোর্ড সভাপতি নির্বাচিত হন?
উত্তর: তিনটি (UNDP, UNFPA, UNOPS)

# সামরিক শক্তি র‍্যাংকিং ২০২৪ -এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩৭তম। (তথ্যসূত্র: Global; Firepower)

# মাদার তেরেসা ঢাকায় আগমন করেন কবে?
উত্তর: ১৯৮১ সালে।

# দক্ষিণ চীন সাগরে অবস্থিত 'আয়ুনজীন' দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর: ফিলিপাইন।

# ট্রেডিং ইকোনমি এর প্রতিবেদন অনুযায়ী, স্বর্ণ মজুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র। (৮,১৩৩ টন)

# মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তর: সিত্তে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!