# পল্লিকবি জসিম উদ্দীন কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালের ১৩ মার্চ।
# ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে?
উত্তর: ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
# ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ আমদানি ব্যয় কত?
উত্তর: ৬৫.২৯ বিলিয়ন ডলার।
# মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারত সরকার কবে সৈন্য প্রত্যাহার করে?
উত্তর: ১২ মার্চ, ১৯৭২
# মুক্তিযুদ্ধের সময় কত জন ভারতীয় সৈন্য শহিদ হন?
উত্তর: ১ হাজার ৬৬৮ জন।
# বাংলাদেশের ২য় পরমাণু বিদ্যুৎকেন্দ্র কোথায় নির্মাণ করা হবে?
উত্তর: পাবনা।
# সম্প্রতি ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজের নাম কী?
উত্তর: এম ভি আবদুল্লাহ।
# সম্প্রতি কোথায় ইরান, রাশিয়া ও চীন যৌথভাবে নৌ-মহড়া করেছে?
উত্তর: ওমান উপসাগরে।
# 'কালকূট' কার ছদ্মনাম?
উত্তর: সমরেশ বসু (মৃত্যু: ১২ মার্চ, ১৯৮৮)।
# ত্রয়ী উপন্যাস 'ভাওয়ালগড়ের উপাখ্যান', 'পদ্মা মেঘনা যমুনা', 'সংকর সংকীর্তন' এর রচয়িতা কে?
উত্তর: আবু জাফর শামসুদ্দীন। (জন্ম: ১২ মার্চ, ১৯১১)
# নারী দিবসে কত জন উদ্যোক্তাকে সাহসিকা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ৮ জনকে।
# ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পের সংখ্যা কতটি?
উত্তর: ১ হাজার ৪৮৮টি।
# ২০২৪ সালের কমনওয়েলথ এর ২৭তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: আপিয়া, সামোয়া।
# সম্প্রতি কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী-শ্রমিকদের কাজে নিতে আগ্রহী প্রকাশ করেছে?
উত্তর: হাঙ্গেরি।
# World Wide Web (www) এর উদ্ভাবক কে?
উত্তর: টিম বার্নার্স-লির (পথচলা শুরু হয়- ১৯৮৯ সালের ১২ই মার্চ)।
# সম্প্রতি কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের নতুন সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে? উত্তর: আর্মেনিয়া।
# ভাষা আন্দোলনের পূর্বে পূর্ব পাকিস্তানে 'রাষ্ট্রভাষা দিবস' পালিত হতো কবে?
উত্তর: ১১ মার্চ।
# বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক কে?
উত্তর: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। (জন্ম: ১১ মার্চ, ১৮৪০)।
# অনূর্ধ্ব-১৬ সাফ নারী চ্যম্পিয়নশিপ এর জয়ী দলের নাম কী?
উত্তর: বাংলাদেশ (প্রতিপক্ষ-ভারত)।
# কমনওয়েলথ দিবস কবে পালিত হয়?
উত্তর: মার্চ মাসের ২য় সোমবার।
# ৯৬তম অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোনটি?
উত্তর: ওপেনহেইমার (মোট ৭টি বিভাগে পুরস্কার জিতেছে)।
# আলেকজান্ডার গ্রাহাম বেল কত সালে টেলিফোন আবিস্কার করেন?
উত্তর: ১৮৭৬ সালে (আজকের দিনে)।
# বন্দর নির্মাণের জন্যে গাজার পথে পাড়ি দেওয়া ১ম মার্কিন সামরিক জাহাজের নাম কী?
উত্তর: জেনারেল ফ্রাঙ্ক এস বেসন।
# সৌরজগতের ৩য় বৃহত্তম উপগ্রহের নাম কী?
উত্তর: ইউরেনাস (মোট উপগ্রহ-২৭টি)।