PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Daily আপডেট GK ২৪ মার্চ ২০২৪

# কতজন শহিদ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়?
 উত্তর: ৫৬০ জনের।

# বিবিএস এর তথ্যমতে, বাংলাদেশে ইন্টারনেরটর ব্যবহারকারী কত শতাংশ মানুষ?
উত্তর: ৩১ শতাংশ।

# সম্প্রতি আইসিসি এর প্যানেলে কতজন বাংলাদেশি নারী আম্পায়ার যুক্ত হয়েছেন?
 উত্তর: চারজন।

# সম্প্রতি কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সদস্যপদ পেয়েছেন? উত্তর: ব্রাজিল।

# নবায়নযোগ্য বিদ্যুৎশক্তি দ্বারা পরিচালিত হবে কোন দেশের নতুন পেপসি কারখানা?
উত্তর: ভিয়েতনাম।

# প্রতি ৭০ বছর পর সৌরজগতের ভেতরে চলে আসা ধূমকেতুর নাম কী?
উত্তর: ১২/পি পনস-ব্রুকস।

# আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন-
উত্তর: সুপ্রিয়া রানী দাস (রাবির সহকারী অধ্যাপক)।

# বিশ্বের শীর্ষ কফি উৎপাদক ও রফতানিকারক দেশ কোনটি?
 উত্তর: ব্রাজিল।

# অতিধনীর সংখ্যায় শীর্ষস্থানে উঠে এসেছে কোন দেশ? উত্তর: যুক্তরাষ্ট্র (২য় চীন)।

# পারমাণবিক সাবমেরিন তৈরির জন্য চুক্তি এগিয়ে নিতে প্রতিশ্রতিবদ্ধ কোন কোন দেশ? 
উত্তর: অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য।

# জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আনীত গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাবে ভেটো প্রদান করেছে কোন দেশ?
উত্তর: রাশিয়া ও চীন।

# দিল্লির মুখ্যমন্ত্রী 'অরবিন্দ কেজরিওয়ালের' রাজনৈতিক দলের নাম কী?
উত্তর: আম আদমি পার্টি।

# ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে কোন চারটি দেশ?
উত্তর: স্পেন, স্লোভেনিয়া, মাল্টা ও আয়ারল্যান্ড।

# সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে-
উত্তর: ক্রোকাস সিটি হলে।

# বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মোট স্টেশন কতটি?
উত্তর: ৬১টি।

# রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার নাম কী?
উত্তর: ফেডারেল সিকিউরিটি সার্ভিস।

# বিশ্বের প্রথম নারী পাইলটের নাম কী?
উত্তর: রেমন্দ দো লারোশ (ফ্রান্স)।

# 'পাসাখা' স্থলবন্দর কোন দেশে অবস্থিত?
 উত্তর: ভুটান।

# ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর কোনটি? 
উত্তর: ঢাকা (১২০০টি শহরের মধ্যে)।

# চাকরি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধে বুয়েট আবিষ্কৃত যন্ত্রের নাম কী?
উত্তর: সুরক্ষা।

# বিদেশি বিভিন্ন উৎস থেকে নেওয়া বাংলাদেশের বর্তমান ঋণের পরিমাণ কত?
উত্তর: ১০০.৬৪ বিলিয়ন ডলার।

# সম্প্রতি গবেষণা মতে কত সাল নাগাদ বিশ্বের প্রায় প্রতিটি দেশে জনসংখ্যা হ্রাস পাবে?
উত্তর: ২১০০ সাল।

# তিস্তার পানি সংকটের কারণে ২০৩০ সালের মধ্যে দেশে কত শতাংশ চাল উৎপাদন হ্রাস পাবে?
উত্তর: ৮ শতাংশ।

# চলতি ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটের আকার কত?
উত্তর: ৭ লাখ ৮৫ কোটি টাকা।

# ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: প্রাবোও সুবিয়ান্তো।

# ইউনেস্কোর 'দ্য ট্রি অব পিস' পুরস্কার ভূষিত হয়েছেন-
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস।

# সম্প্রতি কোন দেশ ইসরায়েলে অস্ত্র রপ্তনি স্থগিত করেছে?

উত্তর: কানাডা।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!