PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Daily আপডেট GK ০৫ মার্চ ২০২৪


# কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৯০৪ সালের ৫ মার্চ।


# চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে পণ্য রপ্তানির মোট অর্থমূল্য কত?

উত্তর: ৩ হাজার ৮৪৫ কোটি ডলার।


# চলতি অর্থবছরের ১ম ৮ মাসে সর্বোচ্চ প্রবাস আয় এসেছে কোন মাসে?

উত্তর: ফেব্রুয়ারিতে (২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার)।


# অনুমোদিত 'কুয়াকাটা বিমানবন্দর' কোথায় নির্মিত হবে?

উত্তর: কলাপাড়া-আমতলী।


# সরকার প্রথম বারের মতো দেশে কোন ব্যাংকিং আইন চালু করতে যাচ্ছে?

উত্তর: অফশোর ব্যাংকিং আইন।


# বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল কোন দেশ?

উত্তর: ফ্রান্স।


# মাইক্রোসফটের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের এআই অ্যাসিস্ট্যান্টের নাম কী?

উত্তর: কোপাইলট (Copilot)।


# সম্প্রতি দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে কোন দেশের প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র?

উত্তর: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার।


# স্বাধীন বাংলাদেশে ১ টাকা ও ১০০ টাকার নোট প্রথম চালু হয় কবে?

উত্তর: ৪ মার্চ, ১৯৭২


# বাংলাদেশি লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ৪ মার্চ, ১৯৬৫ সালে।


# বর্তমানে দেশে নদীবন্দর কয়টি?

উত্তর: ৪৬ টি।


# ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয়ের পরিমাণ কত?

উত্তর: ২ হাজার ১৬১ কোটি ডলার।


# বাংলাদেশ থেকে তুলাবিহীন বা নন-কটন পোশাক রপ্তানির হার কত?

উত্তর: ৩০ শতাংশ।


# রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র 'ঢাকা বেতার কেন্দ্র' এবং পাকিস্তান টেলিভিশন 'ঢাকা টেলিভিশন' হিসেবে সম্প্রচার শুরু করে কবে?

উত্তর: ৪ মার্চ, ১৯৭১।


# সবচেয়ে বেশি তুলাবিহীন পোশাক রপ্তানিকারী দেশ কোনটি?

উত্তর: চীন (চীনের রপ্তানি করা মোট তৈরি পোশাকের ৬৬ শতাংশ)।


#পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? 

উত্তর: শাহবাজ শরিফ।


# স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় কবে? 

উত্তর: ৩ মার্চ, ১৯৭১ (পল্টনের জনসভায়)।


# বাংলাদেশকে প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় কবে? 

উত্তর: ৩ মার্চ, ১৯৭১।


# ৩ মার্চ, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে 'জাতির জনক' হিসেবে ঘোষণা করেন কে? 

উত্তর: আ. স. ম. আব্দুর রব।


# বন বিভাগের ২০২৩ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে 'মায়াহরিণের' সংখ্যা কতটি? 

উত্তর: ৬৮৭টি।


# 'আমার সোনার বাংলা'কে কবে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 

উত্তর: ৩ মার্চ, ১৯৭১।


# কত সাল থেকে ফুটবলে হলুদ কার্ড ও লাল কার্ড ব্যবহার শুরু হয়?

উত্তর: ১৯৭০ সাল থেকে।


# বিশ্ব বন্য প্রাণী দিবস কবে?

উত্তর: ৩ মার্চ।


# সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো গাজায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।


# ২০২৬ সালে বিশ্ব ডেনিম বাজারের আকার কেমন হবে?

উত্তর: ৭৬ বিলিয়ন মার্কিন ডলারের ওপরে।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!