# ইলন মাস্কের এক্সএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট 'গ্রক' এর নতুন সংস্করনের নাম কী?
উত্তরঃ গ্রক ২।
# সরকার সম্প্রতি 'ওডিওপি'- এর পরিবর্তে নতুন কোন কর্মসূচির ঘোষণা দিয়েছে?
উত্তরঃ একটি গ্রাম একটি পণ্য (ওভিওপি)।
# স্কুল শিক্ষার্থীদের মাঝে গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বিকাশ।
# ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত প্রথম পরীক্ষামূলক ট্রেন চলাচল করে কবে?
উত্তরঃ ৩০ মার্চ, ২০২৪।
# সম্প্রতি যুক্তরাষ্ট্র সেমিকন্ডাক্টর বা চিপ সরবরাহ বাড়াতে কোন দেশের সাথে চুক্তি করেছে?
উত্তরঃ মেক্সিকো।
# সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোনদেশ ব্যবসার জন্য বিদেশীদের 'গোল্ডেন লাইসেন্স' প্রদানের ঘোষণা দিয়েছে?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত।
# সম্প্রতি জার্মান সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'ফেডারেল ক্রস অব মেরিট' পেয়েছেন কোন বাংলাদেশি?
উত্তরঃ ড. গোলাম আবু জাকারিয়া।
# জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১৩তম।
# বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ
# ২০২৩ সালে দেশে ১৮ বছরের কম বয়সী নারীদের বিয়ের হার কত ছিল?
উত্তরঃ ৪১.৬ শতাংশ।
# ইপিবি-এর তথ্যানুসারে ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানির আয় কত?
উত্তরঃ ৪ হাজার ৭৩৯ কোটি ডলার।
#BBS প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে দেশে পরিবার প্রধান অবিবাহিত নারীর হার কত?
উত্তরঃ প্রায় ১৭ শতাংশ।
# বর্তমানে দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে?
উত্তরঃ ১১৭১ জন
# অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
# দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
উত্তরঃ প্রায় ১৩ কোটি। (সূত্র: BTRC.)
# BBS এর ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী, জাতীয় দারিদ্রের হার কত?
উত্তরঃ ১৮.৭ শতাংশ।
# প্রথম বারের মতো অনলাইনে চা নিলাম বাজার চালু হয়েছে কোথায়?
উত্তরঃ পঞ্চগড়ে।
# ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে নতুনভাবে কোথায় স্থানান্তর করা হচ্ছে?
উত্তরঃ বোর্নিও দ্বীপে।
# বাংলাদেশ-ভুটান যৌথ উদ্যোগে কোথায় জিটুজি ভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে? উত্তরঃ মাধবরাম, কুড়িগ্রাম।
# সম্প্রতি পাটের পলিথিন প্রকল্পে কত টাকা বরাদ্দ পেয়েছেন বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান?
উত্তরঃ ১০০ কোটি টাকা।
# বর্তমানে বাংলাদেশে ডিজিটাল ব্যাংক কতটি?
উত্তরঃ ৮টি ব্যাংক।
# ২৮ মার্চ, ২০২৪ তারিখে একনেক সভায় কতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে?
উত্তরঃ ১১টি।
# সাল নাগাদ চীনের সাথে মুক্তবাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ?
উত্তরঃ ২০২৬ সাল।
# দেশে কতটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মিত হচ্ছে?
উত্তরঃ ৬৭৪টি।
# বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কী?
উত্তরঃ অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। (১২তম)