Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৩ জুলাই ২০২৪


# সম্প্রতি ভারতের কোন প্রদেশে 'সাতসাং' নামক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু হয়?
উত্তরঃ উত্তর প্রদেশ।

# সম্প্রতি কোন দেশে তেল-গ্যাসের নতুন ৭টি খনি আবিষ্কৃত হয়েছে?
উত্তরঃ সৌদি আরব।

# সম্প্রতি ইসরায়েল, ফিলিস্তিনিদের গাজা উপত্যকার কোন শহরটি ছাড়ার নির্দেশ দিয়েছে?
উত্তরঃ রাফাহ।

# ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের চাল উৎপাদনের পরিমাণ কত?
উত্তরঃ ৩ কোটি ৯৫ লাখ টন। (সূত্র: World Food Outlook-2024)

# সম্প্রতি কোন দেশ ভারী ওয়ারহেড সম্পন্ন নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে?
উত্তরঃ উত্তর কোরিয়া।

# সম্প্রতি কোন দেশের প্রতিরক্ষামন্ত্রী আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে?
উত্তরঃ পাকিস্তান।

# সম্প্রতি কোন দেশে 'রোবট আত্মহত্যার' ঘটনা ঘটেছে? 
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।

# চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশর অবস্থান কত? 
উত্তরঃ তৃতীয়। (সূত্র: FAO: World Food Outlook-2024)

# ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হবে কবে?
উত্তরঃ ২০২৫ সালে।

# ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার কত?
উত্তরঃ ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সূত্র- বাসস।

# সম্প্রতি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেনের নাম কী?
 উত্তরঃ 'বেরিল'।

# সর্বজনীন পেনশন কর্মসূচি 'প্রত্যয়' কবে থেকে চালু হবে?
 উত্তরঃ ১ জুলাই, ২০২৪।

# নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তরঃ ভারত।

# ভূমি উন্নয়ন কর আদায়ের পরিবর্তিত সময়কাল –
উত্তরঃ প্রতি বছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত।

# ২০২৪-২৫ অর্থবছরের বাজেট কার্যকর হয় কবে?
 উত্তরঃ ১ জুলাই, ২০২৪ সাল।

# ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই-মে) মোট রপ্তানি পণ্যের অর্থমূল্য কত?
উত্তরঃ ৫ হাজার ১৫৪ কোটি ডলার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image