PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ০৭ জুলাই ২০২৪


# গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ৫ জুলাই, ২০২৪।

# আন্তর্জাতিক সমবায় দিবস কবে পালিত হয়?
উত্তর: জুলাই মাসের ১ম শনিবার।

# বাংলাদেশে মোট নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা কত?
উত্তর: ১ লাখ ৯২ হাজার ৬৯২ টি।

# ২০২৩-২৪ অর্থবছরে আমদানি পণ্যের শুল্কায়ন মূল্য কত?
উত্তর: ৬ লাখ ২৯ হাজার কোটি টাকা।

# মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে দেশের ১০ বছর ঊর্ধ্ব জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির হার কত?
উত্তর: ৪৭.৪৩ শতাংশ।

# ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই-মে) পণ্য রপ্তানির অর্থমূল্য কত?
উত্তর: ৫১.৫৪ বিলিয়ন ডলার।

# ২০২৩ সালে বাংলাদেশে রেমিট্যান্স প্রাপ্তির পরিমাণ কত?
উত্তর: ২২.১৬৮ বিলিয়ন ডলার।

# ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: কিয়ার স্টারমার। (লেবারপার্টির নেতা)

# স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ICT বিভাগের উদ্যোগে সম্প্রতি যাত্রা শুরু করা AI ভিত্তিক GPT প্লাটফরম এর নাম কী?
উত্তর: 'জি-ব্রেইন' বা গভর্নমেন্ট ব্রেইন।

# ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট উড়ালসড়কের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৯ দশমিক ৭৩ কি.মি.।

# ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের মূল্য কত?
উত্তর: ৫ হাজার ৫২৮ কোটি ৮১ ডলার। (সূত্র: বাণিজ্য মন্ত্রণালয়)

# বর্তমানে বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে?
উত্তর: ২১০টি।

# বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে কয়টি দেশের?
উত্তর: ৮২টি।

# কানাডার প্রথম নারী সেনাবাহিনী প্রধানের নাম কী?
উত্তর: লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগনান।

# অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: অ্যান্টনি আলবানিজ।

# ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর: ইয়াও ওয়েন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.