Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

Daily আপডেট GK ১০ আগস্ট ২০২৪


# অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কে?
উত্তর: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।

# অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জন্য রাষ্ট্রীয় ভবনের নাম কী?
উত্তর: যমুনা।

# সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি অ্যাটার্নি জেনারেল নিয়োগ দিতে পারেন?
উত্তর: ৬৪ (১) অনুচ্ছেদ।

# বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: মোঃ আসাদুজ্জামান।

# আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালন করা হয়?
উত্তর: ৯ আগস্ট।

# পানি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোন দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে?
উত্তর: তিউনিসিয়া (প্রধানমন্ত্রী: আহমেদ হাশানি)। 

# নাগাসাকি নগরিতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কী?
উত্তর: Fat man. (৯ আগস্ট, ১৯৪৫ সাল)

# বিশ্বব্যাংকের মতে, সুশাসনের স্তম্ভ কয়টি?
উত্তর: চারটি।

# বিখ্যাত চিত্রকর্ম 'চর দখল' কার আঁকা?
উত্তর: এস এম সুলতান (জন্ম: ১০ আগস্ট, ১৯২৩)

# রাষ্ট্রপতি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের মতামত চাইতে পারেন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে?
উত্তর: ১০৬ অনুচ্ছেদ (সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার)

# বাংলাদেশে মোট থানার সংখ্যা কত?
উত্তর: ৬৩৯টি।

# বর্তমানে দেশে প্রাইভেট লিমিটেড কোম্পানির সংখ্যা কয়টি?
উত্তর: ২ লাখ ১২ হাজার ৫৮০টি। (সূত্র: আরজেএসসি)

# ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কে?
উত্তর: গোয়েন লুইস।

# চলতি বছর (জানুয়ারি-জুলাই) AI খাতে বিনিয়োগের পরিমাণ কত? 
উত্তর: ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার।

# মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের নাম কী?
উত্তর: ম্যাথিউ মিলার।

#  অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) এর বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তর: ৩৮টি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image