টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি
ইউএস-বাংলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭টি পদে মোট ১০১ জন নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া আজ ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
সকল চাকরির সার্কুলার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন
প্রতিষ্ঠানের নাম: টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড
মূল প্রতিষ্ঠান: ইউএস-বাংলা গ্রুপ
পদসংখ্যা: ৭টি
লোকবল নিয়োগ: ১০১ জন
—
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সমপর্যায়ের স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর
পদের বিবরণ
1. পদ: সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (জাভা)
লোকবল নিয়োগ: ৪০ জন
আবেদন ফরমের লিংক: https://forms.gle/udVNNvU2WhvpxnGN7
2. পদ: সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (গোলাং)
লোকবল নিয়োগ: ২০ জন
আবেদন ফরমের লিংক: https://forms.gle/1JpT9uSRd3HsgXNG9
3. পদ: সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (রিয়্যাক্ট :জেএস)
লোকবল নিয়োগ: ১৫ জন
আবেদন ফরমের লিংক: https://forms.gle/rv9LaUEA1oafRkoj7
4. পদ: সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (পাইথন)
লোকবল নিয়োগ: ১০ জন
আবেদন ফরমের লিংক: https://forms.gle/x92sb6UvWY1gnSTe7
5. পদ: সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এআই/এমএল)
লোকবল নিয়োগ: ৬ জন
আবেদন ফরমের লিংক: https://forms.gle/1HA19N2sVxHpo8N47
6. পদ: সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (এনড্রয়েড)
লোকবল নিয়োগ: ৫ জন
আবেদন ফরমের লিংক: https://forms.gle/pDs9fj4mtXpmA4VZ6
7. পদ: সফট্ওয়্যার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (আইওএস)
লোকবল নিয়োগ: ৫ জন
আবেদন ফরমের লিংক: https://forms.gle/YBfYEDvouBTjQUuZ7
—
চাকরির ধরন ও কর্মক্ষেত্র
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রযোজ্য নয়
কর্মস্থল
টেকনোনেক্সট এর প্রধান কার্যালয়ে কাজ করতে হবে, তবে প্রয়োজনে দেশের বাহিরে স্থানান্তরিত হওয়ার সুযোগ রয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে (দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে)
অন্যান্য সুযোগ-সুবিধা: সকালে নাস্তা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা (পরিবার), শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, বার্ষিক অর্জিত ছুটি, অসুস্থ ছুটি, নৈমিত্তিক ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুবিধা।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৪