Daily GK 04 November 2024
✏️ জেলহত্যা দিবস কবে পালিত হয়?
উত্তর: ০৩ নভেম্বর।
✏️ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
✏️ বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কী?
উত্তর: ফিলিপ ভেরান্ট সিমন্স।
✏️ ২০২৪ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০৬তম।
✏️ কক্সবাজারে প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি করতে আগ্রহী কোন দেশ?
উত্তর: ফিনল্যান্ড। ( সূত্র: bartabazar)
✏️ হংকং সুপার সিক্সার্সে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে কোন দেশ উঠেছে?
উত্তর: শ্রীলঙ্কা।
✏️ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের প্রধানের নাম কী?
উত্তর: জাঁ-পিয়েরে ল্যাক্রোইক্স।
✏️ এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) বর্তমান সদস্য কত?
উত্তর: ৬৯টি।
✏️ দীনেশচন্দ্র সেনের উপাধী কী ছিল?
উত্তর: রায় বাহাদুর।
✏️ 'মার্কাভা' ট্যাংক কোন দেশের তৈরি?
উত্তর: ইসরায়েল।
✏️ এবার ‘আরব ক্রিটিকস অ্যাওয়ার্ড’ কে জিতলেন?
উত্তর: রসুলফ।
✏️ ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় কোন দেশে তিনটি ইরানি কনস্যুলেট বন্ধ ঘোষণা করা হয়েছে?
উত্তর: জার্মানি।
✏️ অক্টোবরে কত কোটি ডলারের রেমিট্যান্স এসেছে?
উত্তর: ২৪০ কোটি ডলার।
Daily GK In English 04 November 2024
✏️ When is Jail Killing Day observed?
Answer: November 3.
✏️ Which country did Bangladesh export the most tea to in the 2023-24 fiscal year?
Answer: United Arab Emirates.
✏️ What is the name of the new coach of the Bangladesh cricket team?
Answer: Philip Verant Simmons.
✏️ What is Bangladesh's position in the Global Innovation Index for 2024?
Answer: 106th.
✏️ Which country is interested in setting up a plastic recycling company in Cox's Bazar?
Answer: Finland. (Source: bartabazar)
✏️ Which country reached the finals after defeating Bangladesh in the Hong Kong Super Sixes?
Answer: Sri Lanka.
✏️ What is the name of the head of the United Nations Peacekeeping Mission?
Answer: Jean-Pierre Lacroix.
✏️ How many current members does the Asian Development Bank (ADB) have?
Answer: 69.
✏️ What was the title of Dinesh Chandra Sen?
Answer: Rai Bahadur.
✏️ Which country made the "Merkava" tank?
Answer: Israel.
✏️ Who won the "Arab Critics Award" this time?
Answer: Rasuluf.
✏️ In reaction to the execution of Iranian-German citizen Jamshid Sharmah, which country announced the closure of three Iranian consulates?
Answer: Germany.
✏️ How many billion dollars in remittances came in October?
Answer: 24 billion dollars.