BCS জ্যামিতি ( ১০তম থেকে ৪৬তম) প্রশ্নব্যাংক ও সমাধান PDF

BCS জ্যামিতি ( ১০তম থেকে ৪৬তম) প্রশ্নব্যাংক ও সমাধান PDF

BCS জ্যামিতি ( ১০তম থেকে ৪৬তম) প্রশ্নব্যাংক ও সমাধান PDF ফাইল ডাউনলোড করে নিন।

নিচের লিংক থেকে ফ্রিতে BCS জ্যামিতি ( ১০তম থেকে ৪৬তম) প্রশ্নব্যাংক ও সমাধান PDF ফাইলটি ডাউনলোড করে নিন।

জ্যামিতি অংশের প্রস্তুতি নিতে প্রথমেই প্রাথমিক ধারণাগুলো পরিষ্কার করতে হবে। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, কোণ, লম্ব, বাহু, ক্ষেত্রফল, পরিসীমা ইত্যাদি মৌলিক সংজ্ঞা ও সূত্রগুলি ভালোভাবে আয়ত্ত করতে হবে। স্কুল পর্যায়ের গণিত বই (বিশেষ করে নবম-দশম শ্রেণির) থেকে অধ্যায় ভিত্তিক জ্যামিতির মূল নিয়মগুলো পড়ে নেওয়া উচিত। এরপর বিভিন্ন সূত্র ও উপপাদ্যগুলোর প্রয়োগ বুঝতে উদাহরণসমূহ চর্চা করতে হবে।

Join Our Telegram Channel

সকল আপডেট মুহূর্তেই পেতে আমাদের Telegram চ্যানেলে জয়েন করুন।

👉 Join Telegram