Today In History 11 May
Today In History 11 May
ঘটনাবলি
- ৩৩০ – কনস্টান্টিনোপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।
- ৯১২ – আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।
- ১৭৪৫ – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়লাভ করে।
- ১৮৫৭ – সিপাহী বিদ্রোহ: সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়।
- ১৮৬৭ – লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।
- ১৯৩৫ – বার্লিনে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র চালু হয়; পৃথিবীতে প্রথমবারের মতো টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
- ১৯৪০ – বেলজিয়ামে ব্রিটিশ ও ফরাসি সেনারা প্রবেশ করে জার্মান আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করে।
- ১৯৪৯ – ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৭২ –
- কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
- মেক্সিকো বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- ১৯৮৫ – কুরআনের মর্যাদা প্রতিষ্ঠার জন্য চাঁপাইনবাবগঞ্জে সংঘটিত আন্দোলনে ৮ জন নিহত হন (কুরআন দিবস)।
- ১৯৯৪ – গাজায় ফিলিস্তিনি পুলিশ প্রবেশ করে, ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।
- ১৯৯৭ – দাবা খেলায় ডীপ ব্লু কম্পিউটার গ্যারি কাসপারভকে পরাজিত করে।
- ১৯৯৮ – ভারত রাজস্থানের পোখরানে ৩টি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়।
- ২০১৬ – যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়।
- ২০১৮ –
- বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়।
- আয়ারল্যান্ড প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে, তবে প্রথম দিন বৃষ্টির কারণে খেলা শুরু হয়নি।
সকল আপডেট পেতে
Join Our Telegram Channel
জন্ম
- ১৮৫৪ – জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৮৯০ – বসন্তকুমার চট্টোপাধ্যায়, ভারতের প্রথম অডিটর জেনারেল।
- ১৮৯২ – মার্গারেট রাদারফোর্ড, ইংরেজ অভিনেত্রী।
- ১৯০৪ – সালভাদর দালি, স্পেনীয় চিত্রশিল্পী।
- ১৯১২ – সাদত হাসান মান্টো, লেখক ও চিত্রনাট্যকার।
- ১৯১৬ –
- কামিলো হোসে সেলা, নোবেলজয়ী স্পেনীয় লেখক।
- নীরদ মজুমদার, বাঙালি চিত্রশিল্পী।
- ১৯১৮ – রিচার্ড ফাইনম্যান, নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৯২১ – অজিত চট্টোপাধ্যায়, বাঙালি হাস্যকৌতুক অভিনেতা।
- ১৯২৪ – অ্যান্টনি হিউইশ, নোবেলজয়ী জ্যোতির্বিজ্ঞানী।
- ১৯৩০ – এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৪১ – ইয়ান রেডপাথ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৪৪ – জন বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৬৭ – সু গার্ডনার, উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
- ১৯৭৩ – জেমস হ্যাভেন, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
- ১৯৭৭ – ববি রুড, কানাডিয়ান কুস্তিগির।
- ১৯৭৮ – লিতিসিয়া কাস্তা, ফরাসি মডেল ও অভিনেত্রী।
- ১৯৮৪ – আন্দ্রেস ইনিয়েস্তা, স্পেনীয় ফুটবলার।
- ১৯৮৬ – আবু দিয়াবি, ফরাসি ফুটবলার।
- ১৯৯২ –
- থিবো কোর্তোয়া, বেলজিয়াম ফুটবলার।
- পাবলো সারাবিয়া, স্প্যানিশ ফুটবলার।
- ১৯৯৯ – কেইটলিন দিয়াস, মার্কিন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী।
মৃত্যু
- ১৯১৫ –
- ভাই বালমুকুন্দ, ভারতীয় বিপ্লবী।
- বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় বিপ্লবী।
- ১৯১৬ – কার্ল শোয়ার্জশিল্ড, জ্যোতির্বিজ্ঞানী।
- ১৯২৭ – হুয়ান গ্রিস, স্প্যানিশ চিত্রশিল্পী।
- ১৯৫৫ – গিলবার্ট জেসপ, ইংলিশ ক্রিকেটার।
- ১৯৫৯ – বসন্তকুমার চট্টোপাধ্যায়, কবি।
- ১৯৬৩ – হারবার্ট এস. গ্যাসার, মার্কিন শারীরতত্ত্ববিদ।
- ১৯৬৫ – মাখনলাল সেন, বিপ্লবী ও সম্পাদক।
- ১৯৮১ – বব মার্লে, রেগে শিল্পী।
- ১৯৮৩ – ধনঞ্জয়দাস কাঠিয়াবাবা, ভারতীয় ধর্মগুরু।
- ১৯৮৫ – কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, শিক্ষাবিদ ও ভাষাতত্ত্ববিদ।
- ১৯৮৮ – কিম ফিলবি, ব্রিটিশ ডাবল এজেন্ট।
- ১৯৯৯ – একবাল আহমাদ, লেখক ও সাংবাদিক।
- ২০০১ – ডগলাস অ্যাডামস, ইংরেজ ব্যঙ্গাত্মক লেখক।
- ২০০৩ – আর্নি তোশ্যাক, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ২০০৪ – আল্ফ ভ্যালেন্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
- ২০১৬ –
- টনি কোজিয়ার, বার্বাডীয় ক্রিকেট ধারাভাষ্যকার।
- মতিউর রহমান নিজামী, যুদ্ধাপরাধী।
- ২০২১ – ঈশা মহম্মদ, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
Today In History 11 May
Events
- 330 – Constantinople becomes the new capital of the Roman Empire.
- 912 – Alexander becomes Emperor of the Byzantine Empire.
- 1745 – In war against the alliance of Austria, England, and Holland, the French army emerges victorious.
- 1857 – Sepoy Mutiny: Indian soldiers capture Delhi from the British.
- 1867 – Luxembourg gains independence.
- 1935 – The first official television broadcast begins in Berlin, Germany.
- 1940 – British and French troops enter Belgium to defend it from the German invasion.
- 1949 – Israel joins the United Nations.
- 1972 –
- Raja Rammohun Roy Library Foundation is established in Kolkata.
- Mexico recognizes Bangladesh as an independent nation.
- 1985 – Quran Day: Eight people are killed in Chapainawabganj, Bangladesh, while defending the honor of the Quran.
- 1994 – Arrival of Palestinian police in Gaza ends 27 years of Israeli occupation.
- 1997 – Computer “Deep Blue” defeats world champion Garry Kasparov in chess.
- 1998 – India conducts three underground nuclear tests in Pokhran, Rajasthan.
- 2016 – Execution of Motiur Rahman Nizami, a top war criminal in Bangladesh.
- 2018 –
- Bangladesh launches its first satellite, Bangabandhu-1, from Kennedy Space Center.
- Ireland plays its first-ever Test cricket match, but no play occurs due to rain.
Births
- 1854 – Jack Blackham, Australian cricketer (d. 1932)
- 1890 – Basant Kumar Chatterjee, India’s first Indian Auditor General (d. 1976)
- 1892 – Margaret Rutherford, English actress (d. 1972)
- 1904 – Salvador Dalí, Spanish painter (d. 1989)
- 1912 – Saadat Hasan Manto, Indo-Pakistani writer and screenwriter (d. 1955)
- 1916 –
- Camilo José Cela, Spanish novelist, short story writer, essayist, Nobel laureate (d. 2002)
- Nirad Mazumder, Bengali painter (d. 1982)
- 1918 – Richard Feynman, American physicist, Nobel laureate (d. 1988)
- 1921 – Ajit Chattopadhyay, Bengali comic actor (d. 1993)
- 1924 – Antony Hewish, British radio astronomer, Nobel laureate
- 1930 – Edsger Dijkstra, Dutch computer scientist (d. 2002)
- 1941 – Ian Redpath, Australian cricketer
- 1944 – John Benaud, Australian cricketer
- 1967 – Sue Gardner, Executive Director of Wikimedia Foundation
- 1973 – James Haven, American actor and producer
- 1977 – Bobby Roode, Canadian professional wrestler
- 1978 – Laetitia Casta, French model and actress
- 1984 – Andrés Iniesta, Spanish footballer
- 1986 – Abou Diaby, French footballer
- 1992 –
- Thibaut Courtois, Belgian footballer
- Pablo Sarabia, Spanish footballer
- 1999 – Kaitlyn Dias, American actress and voice artist
Deaths
- 1915 –
- Bhai Balmukund, Indian revolutionary and martyr of the freedom movement
- Basanta Kumar Biswas, Indian revolutionary and martyr (b. 1895)
- 1916 – Karl Schwarzschild, German astronomer and physicist (b. 1873)
- 1927 – Juan Gris, Spanish painter and sculptor (b. 1887)
- 1955 – Gilbert Jessop, English cricketer (b. 1874)
- 1959 – Basant Kumar Chatterjee, poet of early 20th century (b. 1890)
- 1963 – Herbert S. Gasser, American physiologist (b. 1888)
- 1965 – Makhanlal Sen, Anushilan Samiti member, journalist, editor, and revolutionary (b. 1881)
- 1981 – Bob Marley, Jamaican reggae artist, guitarist, and songwriter (b. 1945)
- 1983 – Dhananjaydas Kathiyababa, Indian Bengali philosopher and religious leader of the Nimbarka sect (b. 1901)
- 1985 – Krishnamohan Bandopadhyay, Bengali linguist, educator, and Christian missionary (b. 1931)
- 1988 – Kim Philby, British intelligence officer and Soviet double agent (b. 1912)
- 1999 – Eqbal Ahmad, Pakistani writer, journalist, and anti-war activist (b. 1933/34)
- 2001 – Douglas Adams, English author, satirist, and playwright (b. 1952)
- 2003 – Ernie Toshack, Australian cricketer (b. 1914)
- 2004 – Alf Valentine, West Indian cricketer
- 2016 –
- Tony Cozier, Barbadian cricket journalist and commentator (b. 1940)
- Motiur Rahman Nizami, Bangladeshi war criminal
- 2021 – Isha Mohammad, renowned Indian Bengali painter and artist (b. 1933)